১৭ জুন ২০২৫, মঙ্গলবার, ২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

গাজায় ত্রাণ পৌঁছতে গিয়ে গ্রেফতার পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ!

চামেলি দাস
  • আপডেট : ৯ জুন ২০২৫, সোমবার
  • / 207

পুবের কলম ওয়েবডেস্ক: গাজার মানুষদের পাশে দাঁড়াতে চেয়ে গ্রেফতার হলেন বিখ্যাত পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ। গাজায় ঢোকার অনেক আগেই আটকে দেওয়া হয় ত্রাণ নিয়ে যাওয়া তাঁদের নৌকা। ইসরাইলের বিদেশমন্ত্রকের দাবি, সামান্য ত্রাণ নিয়ে সেলফি তুলতে এসেছিল কয়েকজন তারকা।

জলপথে গাজায় প্রবেশের অনুমতি দীর্ঘদন ধরেই বন্ধ রেখেছে ইসরাইল। স্থলপথেও গাজায় ত্রাণ প্রবেশের অনুমতি দেয়নি বেঞ্জামিন সরকারের দেশ। দিনকয়েক আগে অল্প পরিমাণে গাজায় ত্রাণ প্রবেশের অনুমতি দিয়েছে ইজরায়েল। সে দেশের বিদেশমন্ত্রকের দাবি, গত দু’সপ্তাহে ১২০০টি ট্রাকবোঝাই ত্রাণ পাঠানো হয়েছে গাজায়। তবে মানবাধিকার কর্মীদের কথায়, এই ত্রাণ অতি সামান্য। পুরোপুরি ত্রাণ প্রবেশের অনুমতি না পেলে দুর্ভিক্ষ হতে চলেছে গাজায়।

আরও পড়ুন: আমেরিকার গর্বের F-35 Lightning II যুদ্ধবিমান ভূপতিত করেছে ইরান

এই পরিস্থিতিতে গাজায় ত্রাণ পাঠানোর সিদ্ধান্ত নেন গ্রেটা। মাডলিন নামের এক নৌকা ইটালির ক্যাটালিনা থেকে জরুরি ত্রাণ নিয়ে গাজার উদ্দেশে রওনা দেয়। তারই শরিক হন গ্রেটা। গ্রেটার কথায়, বিশ্ব এই পরিস্থিতিতে নীরব থাকতে পারে না। যেভাবে বিশ্বকে নিষ্ক্রিয় থাকতে দেখা যাচ্ছে তা অত্যন্ত ভয়ংকর। আমরা দেখছি ২০ লক্ষ মানুষ অনাহারে রয়েছে।

আরও পড়ুন: ইরানে হামলা, বিশ্বজুড়ে পেট্রোপণ্যের দাম বেড়ে চলেছে

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী গত ৬ জুন যাত্রা শুরু করে মাডলিন। ৯ জুন গাজা পৌঁছোনোর কথা ছিল তাঁদের। কিন্তু তার আগেই স্থানীয় সময় রবিবার রাত দু’টো নাগাদ আন্তর্জাতিক জলসীমায় আটকে দেওয়া হয় গ্রেটাদের নৌকা। সেখানে থাকা প্রত্যেককে গ্রেফতার করা হয়েছে বলে জানান নৌকার অন্যতম সদস্য রিমা হাসান।

আরও পড়ুন: ভারত মধ্যস্থতা করলে রাজি নেতানিয়াহু : ইসরায়েলি দূত

যদিও গোটা অভিযানকে স্রেফ প্রচারের লোভ বলে অভিহিত করেছে ইসরাইলের বিদেশমন্ত্রক। নৌকায় থাকা কর্মীরা আসলে সেলফি তুলতে এসেছেন বলেই দাবি করেছে তারা। এমনকী নৌকার ত্রাণসামগ্রীও গ্রেটারা খেয়ে ফেলেছেন বলেই দাবি ইসরাইলের। তবে নৌকায় থাকা সমাজকর্মীদের কোনও খবর মেলেনি এখনও পর্যন্ত।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গাজায় ত্রাণ পৌঁছতে গিয়ে গ্রেফতার পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ!

আপডেট : ৯ জুন ২০২৫, সোমবার

পুবের কলম ওয়েবডেস্ক: গাজার মানুষদের পাশে দাঁড়াতে চেয়ে গ্রেফতার হলেন বিখ্যাত পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ। গাজায় ঢোকার অনেক আগেই আটকে দেওয়া হয় ত্রাণ নিয়ে যাওয়া তাঁদের নৌকা। ইসরাইলের বিদেশমন্ত্রকের দাবি, সামান্য ত্রাণ নিয়ে সেলফি তুলতে এসেছিল কয়েকজন তারকা।

জলপথে গাজায় প্রবেশের অনুমতি দীর্ঘদন ধরেই বন্ধ রেখেছে ইসরাইল। স্থলপথেও গাজায় ত্রাণ প্রবেশের অনুমতি দেয়নি বেঞ্জামিন সরকারের দেশ। দিনকয়েক আগে অল্প পরিমাণে গাজায় ত্রাণ প্রবেশের অনুমতি দিয়েছে ইজরায়েল। সে দেশের বিদেশমন্ত্রকের দাবি, গত দু’সপ্তাহে ১২০০টি ট্রাকবোঝাই ত্রাণ পাঠানো হয়েছে গাজায়। তবে মানবাধিকার কর্মীদের কথায়, এই ত্রাণ অতি সামান্য। পুরোপুরি ত্রাণ প্রবেশের অনুমতি না পেলে দুর্ভিক্ষ হতে চলেছে গাজায়।

আরও পড়ুন: আমেরিকার গর্বের F-35 Lightning II যুদ্ধবিমান ভূপতিত করেছে ইরান

এই পরিস্থিতিতে গাজায় ত্রাণ পাঠানোর সিদ্ধান্ত নেন গ্রেটা। মাডলিন নামের এক নৌকা ইটালির ক্যাটালিনা থেকে জরুরি ত্রাণ নিয়ে গাজার উদ্দেশে রওনা দেয়। তারই শরিক হন গ্রেটা। গ্রেটার কথায়, বিশ্ব এই পরিস্থিতিতে নীরব থাকতে পারে না। যেভাবে বিশ্বকে নিষ্ক্রিয় থাকতে দেখা যাচ্ছে তা অত্যন্ত ভয়ংকর। আমরা দেখছি ২০ লক্ষ মানুষ অনাহারে রয়েছে।

আরও পড়ুন: ইরানে হামলা, বিশ্বজুড়ে পেট্রোপণ্যের দাম বেড়ে চলেছে

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী গত ৬ জুন যাত্রা শুরু করে মাডলিন। ৯ জুন গাজা পৌঁছোনোর কথা ছিল তাঁদের। কিন্তু তার আগেই স্থানীয় সময় রবিবার রাত দু’টো নাগাদ আন্তর্জাতিক জলসীমায় আটকে দেওয়া হয় গ্রেটাদের নৌকা। সেখানে থাকা প্রত্যেককে গ্রেফতার করা হয়েছে বলে জানান নৌকার অন্যতম সদস্য রিমা হাসান।

আরও পড়ুন: ভারত মধ্যস্থতা করলে রাজি নেতানিয়াহু : ইসরায়েলি দূত

যদিও গোটা অভিযানকে স্রেফ প্রচারের লোভ বলে অভিহিত করেছে ইসরাইলের বিদেশমন্ত্রক। নৌকায় থাকা কর্মীরা আসলে সেলফি তুলতে এসেছেন বলেই দাবি করেছে তারা। এমনকী নৌকার ত্রাণসামগ্রীও গ্রেটারা খেয়ে ফেলেছেন বলেই দাবি ইসরাইলের। তবে নৌকায় থাকা সমাজকর্মীদের কোনও খবর মেলেনি এখনও পর্যন্ত।