২২ জুলাই ২০২৫, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

‘ইসলামের শাসন’ প্রতিষ্ঠা ছিল পপুলার ফ্রন্টের লক্ষ্য: মহারাষ্ট্র এটিএস

ইমামা খাতুন
  • আপডেট : ৯ ফেব্রুয়ারী ২০২৩, বৃহস্পতিবার
  • / 11

পুবের কলম ওয়েবডেস্ক: কয়েক মাস আগেই দেশে নিষিদ্ধ হয়েছে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া নামের  সংগঠনটি। হিংসা ছড়ানোর অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে। সেজন্যই স্বরাষ্ট্রমন্ত্রক নিষিদ্ধ করেছে পিএফআইকে। এবার মহারাষ্ট্রের অ্যান্টি-টেরোরিজম স্কোয়াড দাবি করছে, পপুলার ফ্রন্ট ২০৪৭ সালের মধ্যে দেশে ‘ইসলামের শাসন’ প্রতিষ্ঠার লক্ষ্য হাতে নিয়েছিল। বাইরের কোনও দেশের সাহায্যে তারা নাকি অস্ত্রশস্ত্র জোগাড়েরও চেষ্টা করছিল। তাদের টার্গেট পূরণ অস্ত্র ছাড়া সম্ভব ছিল না বলে মনে করছে এটিএস। পাঁচ পপুলার ফ্রন্ট সদস্যের বিরুদ্ধে চার্জশিট দিতে গিয়ে এমনই চাঞ্চল্যকর সব তথ্য সামনে এনেছে মহারাষ্ট্র পুলিশ। তবে এসব অভিযোগের ভিত্তি কী, তা ঠিক জানা যায়নি। সূত্রের খবর, ধৃতদের কর্মকাণ্ড দেখেই এটিএস এসব অনুমান করেছে। তারা নাকি আরএসএসের মধ্যেও ফাটল ধরানোর চেষ্টা করছিল। এই সংগঠনটি শুধু উচ্চবর্ণের হিন্দুদের মদদ দেয়, এমন প্রোপাগান্ডা ছড়িয়ে পপুলার ফ্রন্ট  তাদের মধ্যে ভাঙন ধরাতে চায় বলে অভিযোগ করা হয়েছে চার্জশিটে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘ইসলামের শাসন’ প্রতিষ্ঠা ছিল পপুলার ফ্রন্টের লক্ষ্য: মহারাষ্ট্র এটিএস

আপডেট : ৯ ফেব্রুয়ারী ২০২৩, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্ক: কয়েক মাস আগেই দেশে নিষিদ্ধ হয়েছে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া নামের  সংগঠনটি। হিংসা ছড়ানোর অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে। সেজন্যই স্বরাষ্ট্রমন্ত্রক নিষিদ্ধ করেছে পিএফআইকে। এবার মহারাষ্ট্রের অ্যান্টি-টেরোরিজম স্কোয়াড দাবি করছে, পপুলার ফ্রন্ট ২০৪৭ সালের মধ্যে দেশে ‘ইসলামের শাসন’ প্রতিষ্ঠার লক্ষ্য হাতে নিয়েছিল। বাইরের কোনও দেশের সাহায্যে তারা নাকি অস্ত্রশস্ত্র জোগাড়েরও চেষ্টা করছিল। তাদের টার্গেট পূরণ অস্ত্র ছাড়া সম্ভব ছিল না বলে মনে করছে এটিএস। পাঁচ পপুলার ফ্রন্ট সদস্যের বিরুদ্ধে চার্জশিট দিতে গিয়ে এমনই চাঞ্চল্যকর সব তথ্য সামনে এনেছে মহারাষ্ট্র পুলিশ। তবে এসব অভিযোগের ভিত্তি কী, তা ঠিক জানা যায়নি। সূত্রের খবর, ধৃতদের কর্মকাণ্ড দেখেই এটিএস এসব অনুমান করেছে। তারা নাকি আরএসএসের মধ্যেও ফাটল ধরানোর চেষ্টা করছিল। এই সংগঠনটি শুধু উচ্চবর্ণের হিন্দুদের মদদ দেয়, এমন প্রোপাগান্ডা ছড়িয়ে পপুলার ফ্রন্ট  তাদের মধ্যে ভাঙন ধরাতে চায় বলে অভিযোগ করা হয়েছে চার্জশিটে।