৩১ ডিসেম্বর ২০২৫, বুধবার, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

স্বাধীনতার ৭৫ বছর পরেও সুপ্রিম কোর্টে মাত্র ১১ শতাংশ মহিলা প্রতিনিধিত্ব: বিচারপতি রামানা

পুবের কলম ওয়েবডেস্ক : বিচার ব্যবস্থায় নারীদের কম উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে শনিবার ভারতের প্রধান বিচারপতি নুথলাপতি ভেঙ্কট রামানা (এনভি রামানা) বলেন, সুপ্রিম কোর্টে মহিলাদের মাত্র ১১ শতাংশ প্রতিনিধিত্ব অর্জন করতে পেরেছে। সুপ্রিম কোর্টে বর্তমানে ৩৩ জন কর্মরত বিচারকের মধ্যে চারজন মহিলা বিচারক রয়েছেন।
প্রধান বিচারপতি বলেন, স্বাধীনতার ৭৫ বছর পর, সবস্তরে মহিলাদের কমপক্ষে ৫০ শতাংশ প্রতিনিধিত্ব করার আশা করা যায়।বার কাউন্সিল অফ ইন্ডিয়ার (বিসিআই) পক্ষ থেকে তাঁকে সম্মান জানাতে আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময়ে ‘সিজেআই’ বলেন, খুব কম সংখ্যক নারী শীর্ষে প্রতিনিধিত্ব পায়। কিন্তু এরপরেও তাঁরা এখনও উল্লেখযোগ্য চ্যালেঞ্জের মুখোমুখি। স্বাধীনতার ৭৫ বছর পর সবস্তরে মহিলাদের কমপক্ষে ৫০ শতাংশ প্রতিনিধিত্ব আশা করা যায়, কিন্তু আমাদের স্বীকার করতে হবে যে এখন আমরা ব্যাংকিং ক্ষেত্রে মাত্র ১১ শতাংশ মহিলার প্রতিনিধিত্ব অর্জন করতে পেরেছি।
তিনি বলেন, কিছু রাজ্য সংরক্ষণ নীতির কারণে বেশি প্রতিনিধিত্ব প্রকাশ করতে পারে, কিন্তু বাস্তবতা হল যে আইনি পেশা এখনও নারীদের স্বাগত জানায়নি। বর্তমানে উচ্চ আদালতে চারজন মহিলা বিচারপতি রয়েছেন। এর মধ্যে বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায়, হিমা কোহলি, বিভি নাগরথনা এবং বেলা এম ত্রিবেদীর নাম রয়েছে। ৩১ আগস্ট একটি নতুন গল্প তৈরি হয়েছিল যখন সুপ্রিম কোর্টে তিনজন মহিলা সহ নয়জন বিচারপতি প্রথমবার একসঙ্গে শপথ নিয়েছিলেন। সুপ্রিম কোর্টে এখন প্রধান বিচারপতি সহ ৩৩ জন বিচারক রয়েছেন। বিচারপতি নাগরথনা ২০২৭ সালের সেপ্টেম্বরে প্রথম মহিলা প্রধান বিচারপতি ‘সিজেআই’ হতে চলেছেন।

সর্বধিক পাঠিত

এক সন্তানেই থামবেন না, ২-৩টি করে সন্তান নিন: হিন্দুদের আহ্বান অসমের মুখ্যমন্ত্রীর

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

স্বাধীনতার ৭৫ বছর পরেও সুপ্রিম কোর্টে মাত্র ১১ শতাংশ মহিলা প্রতিনিধিত্ব: বিচারপতি রামানা

আপডেট : ৬ সেপ্টেম্বর ২০২১, সোমবার

পুবের কলম ওয়েবডেস্ক : বিচার ব্যবস্থায় নারীদের কম উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে শনিবার ভারতের প্রধান বিচারপতি নুথলাপতি ভেঙ্কট রামানা (এনভি রামানা) বলেন, সুপ্রিম কোর্টে মহিলাদের মাত্র ১১ শতাংশ প্রতিনিধিত্ব অর্জন করতে পেরেছে। সুপ্রিম কোর্টে বর্তমানে ৩৩ জন কর্মরত বিচারকের মধ্যে চারজন মহিলা বিচারক রয়েছেন।
প্রধান বিচারপতি বলেন, স্বাধীনতার ৭৫ বছর পর, সবস্তরে মহিলাদের কমপক্ষে ৫০ শতাংশ প্রতিনিধিত্ব করার আশা করা যায়।বার কাউন্সিল অফ ইন্ডিয়ার (বিসিআই) পক্ষ থেকে তাঁকে সম্মান জানাতে আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময়ে ‘সিজেআই’ বলেন, খুব কম সংখ্যক নারী শীর্ষে প্রতিনিধিত্ব পায়। কিন্তু এরপরেও তাঁরা এখনও উল্লেখযোগ্য চ্যালেঞ্জের মুখোমুখি। স্বাধীনতার ৭৫ বছর পর সবস্তরে মহিলাদের কমপক্ষে ৫০ শতাংশ প্রতিনিধিত্ব আশা করা যায়, কিন্তু আমাদের স্বীকার করতে হবে যে এখন আমরা ব্যাংকিং ক্ষেত্রে মাত্র ১১ শতাংশ মহিলার প্রতিনিধিত্ব অর্জন করতে পেরেছি।
তিনি বলেন, কিছু রাজ্য সংরক্ষণ নীতির কারণে বেশি প্রতিনিধিত্ব প্রকাশ করতে পারে, কিন্তু বাস্তবতা হল যে আইনি পেশা এখনও নারীদের স্বাগত জানায়নি। বর্তমানে উচ্চ আদালতে চারজন মহিলা বিচারপতি রয়েছেন। এর মধ্যে বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায়, হিমা কোহলি, বিভি নাগরথনা এবং বেলা এম ত্রিবেদীর নাম রয়েছে। ৩১ আগস্ট একটি নতুন গল্প তৈরি হয়েছিল যখন সুপ্রিম কোর্টে তিনজন মহিলা সহ নয়জন বিচারপতি প্রথমবার একসঙ্গে শপথ নিয়েছিলেন। সুপ্রিম কোর্টে এখন প্রধান বিচারপতি সহ ৩৩ জন বিচারক রয়েছেন। বিচারপতি নাগরথনা ২০২৭ সালের সেপ্টেম্বরে প্রথম মহিলা প্রধান বিচারপতি ‘সিজেআই’ হতে চলেছেন।