০২ জুলাই ২০২৫, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
প্রতিটি ভোট বেকারত্ব, মুদ্রাস্ফীতি ও ভেদাভেদ কমাবে: ভোটের দু’দিন আগে বার্তা সোনিয়া গান্ধির

কিবরিয়া আনসারি
- আপডেট : ২৩ মে ২০২৪, বৃহস্পতিবার
- / 10
নয়াদিল্লি, ২৩ মে: ২৫ মে দেশজুড়ে শুরু হবে ষষ্ঠ দফার ভোটগ্রহণ। তার দু’দিন আগেই ভোটারদের বার্তা দিলেন কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সোনিয়া গান্ধি। বৃহস্পতিবার দিল্লিবাসীদের জন্য এক ভিডিয়ো বার্তায় তিনি বলেন, “প্রতিটি ভোট কর্মসংস্থান তৈরি করবে, ভেদাভেদ, বেকারত্ব ও মুদ্রাস্ফীতি কমাবে। নারীশক্তিকে প্রাধান্য দেবে। এই ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ।” এদিন গণতন্ত্রকে বাঁচিয়ে দেশের সংবিধানকে রক্ষা করার কথাও বলেন কংগ্রেস নেত্রী। তাঁর আবেদন, “সকলকে অনেক বুঝেশুনে ভোট দিতে হবে। দিল্লিতে ইন্ডিয়া জোটের সমস্ত প্রার্থীকে সাতটি আসনেই জয়ী করতে হবে। তবেই সমতা ও সাম্যের ভারত তৈরি হবে।”
Tag :
Every vote will reduce unemployment inflation and inequality Sonia Gandhi's message two days before polls