১২ নভেম্বর ২০২৫, বুধবার, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

দল ছাড়লেন আপ-মন্ত্রী কৈলাশ গেহলট, বিজেপির প্রাক্তন বিধায়ক এলেন আপ-এ

ইমামা খাতুন
  • আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, রবিবার
  • / 178

নয়াদিল্লি, ১৭ নভেম্বর:  রবিবার দিল্লির রাজনৈতিক চমকপ্রদ দু’টি ঘটনা ঘটে গেল। একদিকে, বড় ধাক্কা খেল আপ। দিল্লির পরিবহণমন্ত্রী কৈলাশ গেহলট শুধু মন্ত্রিসভা নয়, দল থেকেও ইস্তফা দিলেন। অন্যদিকে, বিজেপির দু’বারের বিধায়ক অনিল ঝা যোগ দিলেন আপ-এ। আম আদমি পার্টিতে যোগ দিয়ে অনিল ঝা বললেন পূর্বাঞ্চলের জন্য কেউ যদি সত্যিকার কাজ করে থাকেন তিনি হলেন অরবি কেজরিওয়াল। দিল্লির পরিবহণমন্ত্রীর ইস্তফা প্রসঙ্গে আপ সাংসদ সঞ্জয় সিং বলেছেন, কৈলাশ বিজেপির তৈরি করে দেওয়া স্ক্রিপ্ট লিখে পাঠিয়েছেন। কৈলাশের পদত্যাগপত্র গৃহীত হয়েছে বলে জানা গিয়েছে।

আপ মন্ত্রী কৈলাশ গেহলট দলের প্রাথমিক সদস্য পদ থেকেও পদত্যাগ করেছেন। আপ-এর আহ্বায়ক ও প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে দল ও সরকারের বিরুদ্ধে বেশকিছু অভিযোগ তুলে চিঠি দিয়েছেন কৈলাশ। মুখ্যমন্ত্রী অতীশিকেও তাঁর পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। কৈলাশ গেহলটের মতো হেভিওয়েট মন্ত্রীর পদত্যাগে অস্বস্তিতে আম আদমি পার্টি। পরিবহণ ছাড়াও প্রশাসনিক সংস্কার, তথ্য প্রযুক্তি, গৃহ ও মহিলা ও শিশু উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্বেও ছিলেন তিনি।

কৈলাশ গেহলট চিঠিতে অভিযোগ করেছেন, দিল্লি সরকার এবং আম আদমি পার্টি কেন্দ্র সরকারের সঙ্গে টানাপোড়েনেই সময় কাটিয়ে দিচ্ছে। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে রাজ্যের উন্নয়ন। মানুষকে দেওয়া প্রতিশ্রুতি পূরণেও দল আগ্রহী নয় বলে অভিযোগ করেছেন গেহলট।

READ MORE:  ন্যাকের টিম আসবে মঙ্গলবার, আস্থায় আলিয়ার পড়ুয়ারা

 

Tag :

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দল ছাড়লেন আপ-মন্ত্রী কৈলাশ গেহলট, বিজেপির প্রাক্তন বিধায়ক এলেন আপ-এ

আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, রবিবার

নয়াদিল্লি, ১৭ নভেম্বর:  রবিবার দিল্লির রাজনৈতিক চমকপ্রদ দু’টি ঘটনা ঘটে গেল। একদিকে, বড় ধাক্কা খেল আপ। দিল্লির পরিবহণমন্ত্রী কৈলাশ গেহলট শুধু মন্ত্রিসভা নয়, দল থেকেও ইস্তফা দিলেন। অন্যদিকে, বিজেপির দু’বারের বিধায়ক অনিল ঝা যোগ দিলেন আপ-এ। আম আদমি পার্টিতে যোগ দিয়ে অনিল ঝা বললেন পূর্বাঞ্চলের জন্য কেউ যদি সত্যিকার কাজ করে থাকেন তিনি হলেন অরবি কেজরিওয়াল। দিল্লির পরিবহণমন্ত্রীর ইস্তফা প্রসঙ্গে আপ সাংসদ সঞ্জয় সিং বলেছেন, কৈলাশ বিজেপির তৈরি করে দেওয়া স্ক্রিপ্ট লিখে পাঠিয়েছেন। কৈলাশের পদত্যাগপত্র গৃহীত হয়েছে বলে জানা গিয়েছে।

আপ মন্ত্রী কৈলাশ গেহলট দলের প্রাথমিক সদস্য পদ থেকেও পদত্যাগ করেছেন। আপ-এর আহ্বায়ক ও প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে দল ও সরকারের বিরুদ্ধে বেশকিছু অভিযোগ তুলে চিঠি দিয়েছেন কৈলাশ। মুখ্যমন্ত্রী অতীশিকেও তাঁর পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। কৈলাশ গেহলটের মতো হেভিওয়েট মন্ত্রীর পদত্যাগে অস্বস্তিতে আম আদমি পার্টি। পরিবহণ ছাড়াও প্রশাসনিক সংস্কার, তথ্য প্রযুক্তি, গৃহ ও মহিলা ও শিশু উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্বেও ছিলেন তিনি।

কৈলাশ গেহলট চিঠিতে অভিযোগ করেছেন, দিল্লি সরকার এবং আম আদমি পার্টি কেন্দ্র সরকারের সঙ্গে টানাপোড়েনেই সময় কাটিয়ে দিচ্ছে। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে রাজ্যের উন্নয়ন। মানুষকে দেওয়া প্রতিশ্রুতি পূরণেও দল আগ্রহী নয় বলে অভিযোগ করেছেন গেহলট।

READ MORE:  ন্যাকের টিম আসবে মঙ্গলবার, আস্থায় আলিয়ার পড়ুয়ারা