০৪ অগাস্ট ২০২৫, সোমবার, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নন্দীগ্রামে বিস্ফোরণ, আহত তৃণমূল সমর্থক মহিলা – রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে

আফিয়া‌‌ নৌশিন
  • আপডেট : ১৯ জুন ২০২৫, বৃহস্পতিবার
  • / 218

পুবের কলম ওয়েবডেস্ক: পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে বোমা বিস্ফোরণে গুরুতর আহত হলেন এক মহিলা। বৃহস্পতিবার সকালে এই বিস্ফোরণের ঘটনা ঘটে নন্দীগ্রাম-১ ব্লকের কালীচরণপুর গ্রামপঞ্চায়েতের পশ্চিম ৭ নম্বর জালপাই গ্রামে। আহত মহিলার নাম নিহারি দাস অধিকারী। বর্তমানে তিনি তমলুক মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহারির বাড়ির পেছনে একটি পরিত্যক্ত স্নানের ঘর রয়েছে যেখানে কাঠ ও অন্যান্য সরঞ্জাম রাখা ছিল। এ দিন সকালে তিনি ওই ঘরের পাশের জঙ্গল পরিষ্কার করতে যান এবং একটি সুতলির বল দেখতে পান। সেটি হাতে তুলতেই ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। তাতে গুরুতর জখম হন নিহারি। বিস্ফোরণের আওয়াজ শুনে তাঁর দাদা ছুটে এসে তাঁকে উদ্ধার করে প্রথমে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁকে স্থানান্তরিত করা হয় তমলুক মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।

ঘটনার পরেই এলাকায় রাজনৈতিক উত্তেজনা শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের নন্দীগ্রাম-৪ অঞ্চলের সভাপতি শঙ্কু নায়েক দাবি করেছেন, আহত মহিলা তৃণমূলের সক্রিয় সমর্থক। তাঁর অভিযোগ, একুশের বিধানসভা ভোটের পরে নন্দীগ্রামে বিজেপির প্রভাব হ্রাস পাচ্ছে, তাই বিজেপি পরিকল্পিতভাবে অশান্তি সৃষ্টি করছে। তিনি আরও বলেন, কিছুদিন আগেই কালীচরণপুরে সমবায় ভোটে তৃণমূল প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার করতে হুমকি দেওয়া হয়েছিল।

আরও পড়ুন: বাংলা ভাষার জন্য যে কোনওরকম লড়াই করব: প্রসেনজিৎ

অন্যদিকে, বিজেপির পাল্টা অভিযোগ তুলেছে তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক প্রলয় পাল। তাঁর বক্তব্য, “বিধানসভা ভোট ঘনিয়ে আসছে, তাই তৃণমূল তাদের পুরনো পন্থায় ফিরছে। নন্দীগ্রাম বিরোধী দলনেতার কেন্দ্র হওয়ায় বিজেপিকে ফাঁসাতে মরিয়া হয়ে উঠেছে তৃণমূল। ওদের বোমা-গুলির রাজনীতি নতুন কিছু নয়।”

আরও পড়ুন: বাংলাকে ‘বাংলাদেশি ভাষা’ বলায় দিল্লি পুলিশের নোটিস নিয়ে সরব তৃণমূল

এই বিস্ফোরণের ঘটনায় নন্দীগ্রাম ফের উত্তপ্ত হয়ে উঠেছে। প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে, তবে রাজনৈতিক চাপানউতর পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

আরও পড়ুন: এস আই আর নিয়ে জেলার কর্মীদের সঙ্গে ভারর্চুয়াল বৈঠকে বসবেন অভিষেক

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নন্দীগ্রামে বিস্ফোরণ, আহত তৃণমূল সমর্থক মহিলা – রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে

আপডেট : ১৯ জুন ২০২৫, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্ক: পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে বোমা বিস্ফোরণে গুরুতর আহত হলেন এক মহিলা। বৃহস্পতিবার সকালে এই বিস্ফোরণের ঘটনা ঘটে নন্দীগ্রাম-১ ব্লকের কালীচরণপুর গ্রামপঞ্চায়েতের পশ্চিম ৭ নম্বর জালপাই গ্রামে। আহত মহিলার নাম নিহারি দাস অধিকারী। বর্তমানে তিনি তমলুক মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহারির বাড়ির পেছনে একটি পরিত্যক্ত স্নানের ঘর রয়েছে যেখানে কাঠ ও অন্যান্য সরঞ্জাম রাখা ছিল। এ দিন সকালে তিনি ওই ঘরের পাশের জঙ্গল পরিষ্কার করতে যান এবং একটি সুতলির বল দেখতে পান। সেটি হাতে তুলতেই ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। তাতে গুরুতর জখম হন নিহারি। বিস্ফোরণের আওয়াজ শুনে তাঁর দাদা ছুটে এসে তাঁকে উদ্ধার করে প্রথমে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁকে স্থানান্তরিত করা হয় তমলুক মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।

ঘটনার পরেই এলাকায় রাজনৈতিক উত্তেজনা শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের নন্দীগ্রাম-৪ অঞ্চলের সভাপতি শঙ্কু নায়েক দাবি করেছেন, আহত মহিলা তৃণমূলের সক্রিয় সমর্থক। তাঁর অভিযোগ, একুশের বিধানসভা ভোটের পরে নন্দীগ্রামে বিজেপির প্রভাব হ্রাস পাচ্ছে, তাই বিজেপি পরিকল্পিতভাবে অশান্তি সৃষ্টি করছে। তিনি আরও বলেন, কিছুদিন আগেই কালীচরণপুরে সমবায় ভোটে তৃণমূল প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার করতে হুমকি দেওয়া হয়েছিল।

আরও পড়ুন: বাংলা ভাষার জন্য যে কোনওরকম লড়াই করব: প্রসেনজিৎ

অন্যদিকে, বিজেপির পাল্টা অভিযোগ তুলেছে তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক প্রলয় পাল। তাঁর বক্তব্য, “বিধানসভা ভোট ঘনিয়ে আসছে, তাই তৃণমূল তাদের পুরনো পন্থায় ফিরছে। নন্দীগ্রাম বিরোধী দলনেতার কেন্দ্র হওয়ায় বিজেপিকে ফাঁসাতে মরিয়া হয়ে উঠেছে তৃণমূল। ওদের বোমা-গুলির রাজনীতি নতুন কিছু নয়।”

আরও পড়ুন: বাংলাকে ‘বাংলাদেশি ভাষা’ বলায় দিল্লি পুলিশের নোটিস নিয়ে সরব তৃণমূল

এই বিস্ফোরণের ঘটনায় নন্দীগ্রাম ফের উত্তপ্ত হয়ে উঠেছে। প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে, তবে রাজনৈতিক চাপানউতর পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

আরও পড়ুন: এস আই আর নিয়ে জেলার কর্মীদের সঙ্গে ভারর্চুয়াল বৈঠকে বসবেন অভিষেক