২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

তীব্র তাপপ্রবাহের কবলে একাধিক জেলা, কলকাতায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৫ এপ্রিল ২০২২, সোমবার
  • / 121

পুবের কলম, ওয়েবডেস্ক: তীব্র দাবদাহে নাজেহাল মানুষ। একফোঁটা বৃষ্টির নামগন্ধ নেই দক্ষিণবঙ্গে। প্রচণ্ড গরমে নাজেহাল রাজ্যবাসী। দুপুর ১১ টার পর রাস্তায় বের হওয়াই দায় হয়ে দাঁড়াচ্ছে। সেই সঙ্গে গুমোট পরিস্থিতি। কলকাতায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই। দক্ষিণবঙ্গের সঙ্গে বিমাতা সুলভ আচরণ হলেও উত্তরবঙ্গের প্রতি সহৃদয় তাপমাত্রা।
এদিকে তাপপ্রবাহের কবলে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মালদহ, উত্তর ২৪ পরগনা।

আজ সোমবারও আবহাওয়ার কোনও হেরফের হবে না। আজও তাপপ্রবাহ বইবে। সেই সঙ্গে থাকবে অস্বস্তিকর পরিস্থিতি। কলকাতায় তাপমাত্রা থাকবে প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ৷ পশ্চিমের জেলায় তাপপ্রবাহের সতকর্তা রয়েছে ৷ এদিকে দার্জিলিং-সহ উত্তরবঙ্গের পাঁচ জেলায় হালকা বৃষ্টি চলবে ৷ এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর
বেশ কিছু দিন ধরেই উত্তরবঙ্গের কয়েকটি জেলায় প্রবল ঝড়-বৃষ্টি এমনকী, শিলা বৃষ্টিও হয়েছে। কিন্তু তীব্র গরমে নাজেহাল রাজ্যবাসী।

আরও পড়ুন: সকাল থেকেই দিঘায় বৃষ্টি, রথযাত্রা শুরু কিছুক্ষণ পরেই

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যের পাঁচ জেলায় উচ্চ তাপপ্রবাহ অনুভূত হয়েছে। রবিবার কলকাতায় তাপমাত্রাও ছিল ৪০ ডিগ্রি ছুঁইছুঁই। কলকাতায় আজও তীব্র গরম ও অস্বস্তি। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে যা ২ ডিগ্রি উপরে।

আরও পড়ুন: রাজ্যে জারি অরেঞ্জ অ্যালার্ট, ভাসবে একের পর এক এলাকা

আরও পড়ুন: দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ুর প্রবেশ, সপ্তাহভর বৃষ্টির পূর্বাভাস

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

তীব্র তাপপ্রবাহের কবলে একাধিক জেলা, কলকাতায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই

আপডেট : ২৫ এপ্রিল ২০২২, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্ক: তীব্র দাবদাহে নাজেহাল মানুষ। একফোঁটা বৃষ্টির নামগন্ধ নেই দক্ষিণবঙ্গে। প্রচণ্ড গরমে নাজেহাল রাজ্যবাসী। দুপুর ১১ টার পর রাস্তায় বের হওয়াই দায় হয়ে দাঁড়াচ্ছে। সেই সঙ্গে গুমোট পরিস্থিতি। কলকাতায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই। দক্ষিণবঙ্গের সঙ্গে বিমাতা সুলভ আচরণ হলেও উত্তরবঙ্গের প্রতি সহৃদয় তাপমাত্রা।
এদিকে তাপপ্রবাহের কবলে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মালদহ, উত্তর ২৪ পরগনা।

আজ সোমবারও আবহাওয়ার কোনও হেরফের হবে না। আজও তাপপ্রবাহ বইবে। সেই সঙ্গে থাকবে অস্বস্তিকর পরিস্থিতি। কলকাতায় তাপমাত্রা থাকবে প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ৷ পশ্চিমের জেলায় তাপপ্রবাহের সতকর্তা রয়েছে ৷ এদিকে দার্জিলিং-সহ উত্তরবঙ্গের পাঁচ জেলায় হালকা বৃষ্টি চলবে ৷ এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর
বেশ কিছু দিন ধরেই উত্তরবঙ্গের কয়েকটি জেলায় প্রবল ঝড়-বৃষ্টি এমনকী, শিলা বৃষ্টিও হয়েছে। কিন্তু তীব্র গরমে নাজেহাল রাজ্যবাসী।

আরও পড়ুন: সকাল থেকেই দিঘায় বৃষ্টি, রথযাত্রা শুরু কিছুক্ষণ পরেই

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যের পাঁচ জেলায় উচ্চ তাপপ্রবাহ অনুভূত হয়েছে। রবিবার কলকাতায় তাপমাত্রাও ছিল ৪০ ডিগ্রি ছুঁইছুঁই। কলকাতায় আজও তীব্র গরম ও অস্বস্তি। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে যা ২ ডিগ্রি উপরে।

আরও পড়ুন: রাজ্যে জারি অরেঞ্জ অ্যালার্ট, ভাসবে একের পর এক এলাকা

আরও পড়ুন: দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ুর প্রবেশ, সপ্তাহভর বৃষ্টির পূর্বাভাস