১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

উগ্র হিন্দুত্ব, বিদ্বেষের রাজনীতি ভাবাচ্ছে সংঘ পরিবারকেও, রাজস্থানে তিনদিনের পর্যালোচনা শিবির আরএসএসের

পুবের কলম ওয়েবডেস্কঃ দেশ জুড়ে ক্রমশ মাথাচাড়া দিচ্ছে বিদ্বেষের রাজনীতি। হিন্দুত্বের মোড়কে ক্রমেই বাড়ছে ঘৃণা। খুব সম্প্রতি বিজেপি নেত্রী নূপুর শর্মার নবী (সাঃ) কে নিয়ে করা মন্তব্যকে সমর্থন করায় উদয়পুরে প্রকাশ্যে  খুন হতে হয়েছে এক দর্জিকে। এই ঘটনার জেরে তোলপাড় হয়েছে গোটা দেশ জুড়ে। সাম্প্রতিক এই পরিস্থিতি কোথাও গিয়ে ভাবাছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকেও । রাজস্থানের ঝুনঝুনিতে  তিনদিনের  বিশেষ পর্যালোচনা শিবির করবে সংঘ পরিবার। সামনেই  রাজস্থান বিধানসভার নির্বাচন। তার আগে উগ্র হিন্দুত্বের নামে এই পরিস্থতি ভাবাচ্ছে বিজেপির মেন্টর আরএসএসকেও।

জানা যাচ্ছে সংঘ পরিবারের এই বৈঠকে উপস্থিত থাকবেন বিজেপি নেতারাও।  ইতিমধ্যেই এই বৈঠক কে ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা চরমে। সামনেই রাজস্থান বিধানসভার নির্বাচন। এরসঙ্গে আছে ২৪ এর লোকসভা নির্বাচনও। তাই জল মেপে এগোতে চায় গেরুয়া শিবির। তিনদিনের এই পর্যালোচনা শিবিরে অংশ নেবেন সংঘ প্রধান মোহন ভাগবত সহ মোট ৪৫ জন সদস্য।

আরও পড়ুন: উগ্র হিন্দুত্বের চোখ রাঙানি, স্টল দিতে দেওয়া হলনা মুসলিম ব্যবসায়ীদের

আরও পড়ুন: সংঘ পরিবারে ব্যাপক রদবদল, তাৎপর্যপূর্ণভাবে সরলেন কৈলাশ ঘনিষ্ঠ পূর্বাঞ্চলের প্রচারক
সর্বধিক পাঠিত

নাবালককে বেআইনিভাবে জেল: বিহার সরকারকে ৫ লক্ষ টাকা জরিমানার নির্দেশ আদালতের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

উগ্র হিন্দুত্ব, বিদ্বেষের রাজনীতি ভাবাচ্ছে সংঘ পরিবারকেও, রাজস্থানে তিনদিনের পর্যালোচনা শিবির আরএসএসের

আপডেট : ৫ জুলাই ২০২২, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্কঃ দেশ জুড়ে ক্রমশ মাথাচাড়া দিচ্ছে বিদ্বেষের রাজনীতি। হিন্দুত্বের মোড়কে ক্রমেই বাড়ছে ঘৃণা। খুব সম্প্রতি বিজেপি নেত্রী নূপুর শর্মার নবী (সাঃ) কে নিয়ে করা মন্তব্যকে সমর্থন করায় উদয়পুরে প্রকাশ্যে  খুন হতে হয়েছে এক দর্জিকে। এই ঘটনার জেরে তোলপাড় হয়েছে গোটা দেশ জুড়ে। সাম্প্রতিক এই পরিস্থিতি কোথাও গিয়ে ভাবাছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকেও । রাজস্থানের ঝুনঝুনিতে  তিনদিনের  বিশেষ পর্যালোচনা শিবির করবে সংঘ পরিবার। সামনেই  রাজস্থান বিধানসভার নির্বাচন। তার আগে উগ্র হিন্দুত্বের নামে এই পরিস্থতি ভাবাচ্ছে বিজেপির মেন্টর আরএসএসকেও।

জানা যাচ্ছে সংঘ পরিবারের এই বৈঠকে উপস্থিত থাকবেন বিজেপি নেতারাও।  ইতিমধ্যেই এই বৈঠক কে ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা চরমে। সামনেই রাজস্থান বিধানসভার নির্বাচন। এরসঙ্গে আছে ২৪ এর লোকসভা নির্বাচনও। তাই জল মেপে এগোতে চায় গেরুয়া শিবির। তিনদিনের এই পর্যালোচনা শিবিরে অংশ নেবেন সংঘ প্রধান মোহন ভাগবত সহ মোট ৪৫ জন সদস্য।

আরও পড়ুন: উগ্র হিন্দুত্বের চোখ রাঙানি, স্টল দিতে দেওয়া হলনা মুসলিম ব্যবসায়ীদের

আরও পড়ুন: সংঘ পরিবারে ব্যাপক রদবদল, তাৎপর্যপূর্ণভাবে সরলেন কৈলাশ ঘনিষ্ঠ পূর্বাঞ্চলের প্রচারক