০৭ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মাত্র ২৮ বছর বয়সে দেশের ক্রিকেটকে বিদায় উন্মুক্ত চাঁদের

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২০ অগাস্ট ২০২১, শুক্রবার
  • / 22

পুবের কলম, ওয়েবডেস্কঃ ২৮ বছর বয়সেই  দেশের ক্রিকেটকে বিদায় জানিয়ে আমেরিকায় পাড়ি জমালেন ভারতের ২০১২ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক উন্মুক্ত চাঁদ। ট্যুইটারে নিজেকে ভারতীয় ক্রিকেটারের পরিচয় মিটিয়ে দিলেন। তার বদলে এখন তিনি খেলবেন আমেরিকার মাইনর লিগ ক্রিকেটে। মার্কিন যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে খেলা শুরুর প্রথম পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আজ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল টি-২০ টুর্নামেন্টে সিলিকন ভ্যালি স্ট্রাইকার্সের হয়ে খেলবেন চাঁদ। যেখানে তাঁর প্রতিপক্ষ সোশ্যাল ল্যাশিংস। এর বাইরে মেজর লিগ ক্রিকেটের সঙ্গেও দেশটির ক্রিকেট উন্নতির জন্য কয়েক বছরের চুক্তি করেছেন চাঁদ। যেখানে আমেরিকার উঠতি ক্রিকেটারদের দেখভালের দায়িত্ব পালন করবেন তিনি। এর আগে ২০১২ সালের যুব বিশ্বকাপের ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১১১ রানের অপরাজিত ইনিংস খেলে ভারতকে চ্যাম্পিয়ন করেছিলেন চাঁদ।  তখন থেকেই তার ওপর অন্যরকম প্রত্যাশা ছিল  ক্রিকেটপ্রেমীদের। কিন্তু তা পূরণ করতে পারেননি চাঁদ, পারেননি দীর্ঘ ৯ বছরেও জাতীয় দলে নাম লেখাতে। তাই এবার ভারত ছেড়ে পাড়ি জমালেন যুক্তরাষ্ট্রে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মাত্র ২৮ বছর বয়সে দেশের ক্রিকেটকে বিদায় উন্মুক্ত চাঁদের

আপডেট : ২০ অগাস্ট ২০২১, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ ২৮ বছর বয়সেই  দেশের ক্রিকেটকে বিদায় জানিয়ে আমেরিকায় পাড়ি জমালেন ভারতের ২০১২ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক উন্মুক্ত চাঁদ। ট্যুইটারে নিজেকে ভারতীয় ক্রিকেটারের পরিচয় মিটিয়ে দিলেন। তার বদলে এখন তিনি খেলবেন আমেরিকার মাইনর লিগ ক্রিকেটে। মার্কিন যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে খেলা শুরুর প্রথম পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আজ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল টি-২০ টুর্নামেন্টে সিলিকন ভ্যালি স্ট্রাইকার্সের হয়ে খেলবেন চাঁদ। যেখানে তাঁর প্রতিপক্ষ সোশ্যাল ল্যাশিংস। এর বাইরে মেজর লিগ ক্রিকেটের সঙ্গেও দেশটির ক্রিকেট উন্নতির জন্য কয়েক বছরের চুক্তি করেছেন চাঁদ। যেখানে আমেরিকার উঠতি ক্রিকেটারদের দেখভালের দায়িত্ব পালন করবেন তিনি। এর আগে ২০১২ সালের যুব বিশ্বকাপের ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১১১ রানের অপরাজিত ইনিংস খেলে ভারতকে চ্যাম্পিয়ন করেছিলেন চাঁদ।  তখন থেকেই তার ওপর অন্যরকম প্রত্যাশা ছিল  ক্রিকেটপ্রেমীদের। কিন্তু তা পূরণ করতে পারেননি চাঁদ, পারেননি দীর্ঘ ৯ বছরেও জাতীয় দলে নাম লেখাতে। তাই এবার ভারত ছেড়ে পাড়ি জমালেন যুক্তরাষ্ট্রে।