১০ মে ২০২৫, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
কামদুনি গ্রামে ভোটের প্রচার সারলেন ফারহাদ

বিপাশা চক্রবর্তী
- আপডেট : ২ জুলাই ২০২৩, রবিবার
- / 7
রফিকুল হাসান, কামদুনি: জনসংযোগ সারলেন উত্তর ২৪ পরগনার ৩৮ নং জেলা পরিষদ কেন্দ্রের প্রার্থী একেএম ফারহাদ।
শুক্রবার উঃ চব্বিশ পরগনা জেলার বারাসত -২ ব্লকের কীর্তিপুর -২ অঞ্চলের কামদুনি গ্রামে ভোটের প্রচার করেন তিনি।
কামদুনির প্রতিবাদী মুখ মৌসুমী ঘোষ সহ অন্যান্য গ্রামবাসীদের সঙ্গে কুশল বিনিময় করে ভোট প্রার্থনা করেন ফারহাদ।
এ ব্যাপারে ফারহাদ বলেন, কামদুনি গ্রামে সাধারণ মানুষের আবেগ ভালোবাসায় মুগ্ধ হলাম।
তাদের প্রতি আমাদের উন্নয়নের দায়বদ্ধতা আরও বেড়ে গেল।