১০ অগাস্ট ২০২৫, রবিবার, ২৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

রবিশস্য ফসলের মরসুমে অকাল বৃষ্টিতে সমস্যায় কৃষকেরা

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৮ ডিসেম্বর ২০২৩, শুক্রবার
  • / 5

কৌশিক সালুই, বীরভূম:-বাংলার অন্যতম অর্থকরী ফসল ধান ওঠা এবং রবিশস্য ফসলের মরসুমে অকাল বৃষ্টিতে সমস্যাই পড়েছেন কৃষকরা। আর এই সময় সেই ক্ষতি থেকে কিভাবে কৃষকরা মুক্তি পাবেন তার জন্য বিভিন্ন পরামর্শ দিয়েছে কৃষি দফতর। রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে কৃষিজীবী মৎস্য চাষীদের উদ্দেশ্যে পরামর্শ দেওয়া হয়েছে।

শীতের শুরুর অকাল বর্ষণে সবজিতে ধ্বসা রোগের প্রকোপ দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। এ রোগের প্রকোপ থেকে বাঁচতে কীটনাশক ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। বেগুন গাছের জমিতে যাতে জল জমে না থেকে তার জন্য প্রয়োজনীয় নিকাশি ব্যবস্থা করতে হবে। এই সময় বেগুন গাছের ঢলা পড়া রোগ দেখা গেলে আক্রান্ত গাছ কে চাষের জমি থেকে উপড়ে ফেলে অন্যত্র দূরে পুড়িয়ে ফেলতে হবে। এছাড়া কান্ড এবং ফল ছিদ্রকারী পোকা দেখা দিতে পারে এই সময় এর জন্য প্রয়োজনীয় রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করতে হবে।

রবিশস্য ফসলের মরসুমে অকাল বৃষ্টিতে সমস্যায় কৃষকেরা

শীতকালীন শাকসবজি ফুলকপি, বাঁধাকপি, ক্যাপসিকাম, বেগুন, টমেটোর ক্ষেত্রে গোঁড়া পচা রোগ দেখাও দিতে পারে। এর জন্য জমিতে আগাছা দমন করতে হবে এবং গাছের গোড়ায় মাটি দিতে হবে। এর সঙ্গে প্রয়োজনীয় রাসায়নিক প্রয়োগ করতে হবে।

এছাড়াও এই কয়েকদিনের বৃষ্টিতে মাছ চাষের পুকুরে প্রচুর পরিমাণে জল ঢুকেছে সে ক্ষেত্রে সেই জল শোধনের জন্য মোটা লবণ, চুন, পটাশ পারমাঙ্গানেট দিয়ে পুকুর শোধন করতে হবে । শ্রীনিকেতন রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয় বস্তু বিশেষজ্ঞ (কৃষি – আবহাওয়া), সায়ক মাহাতো বলেন,” আমাদের দপ্তর পক্ষ থেকে যে সতর্কতা মূলক পরামর্শ দেওয়া হয়েছে চাষিরা সে সমস্ত ধরনের পরামর্শ মেনে চললে সম্ভাব্য ক্ষতির হাত থেকে রক্ষা পাবেন”।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রবিশস্য ফসলের মরসুমে অকাল বৃষ্টিতে সমস্যায় কৃষকেরা

আপডেট : ৮ ডিসেম্বর ২০২৩, শুক্রবার

কৌশিক সালুই, বীরভূম:-বাংলার অন্যতম অর্থকরী ফসল ধান ওঠা এবং রবিশস্য ফসলের মরসুমে অকাল বৃষ্টিতে সমস্যাই পড়েছেন কৃষকরা। আর এই সময় সেই ক্ষতি থেকে কিভাবে কৃষকরা মুক্তি পাবেন তার জন্য বিভিন্ন পরামর্শ দিয়েছে কৃষি দফতর। রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে কৃষিজীবী মৎস্য চাষীদের উদ্দেশ্যে পরামর্শ দেওয়া হয়েছে।

শীতের শুরুর অকাল বর্ষণে সবজিতে ধ্বসা রোগের প্রকোপ দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। এ রোগের প্রকোপ থেকে বাঁচতে কীটনাশক ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। বেগুন গাছের জমিতে যাতে জল জমে না থেকে তার জন্য প্রয়োজনীয় নিকাশি ব্যবস্থা করতে হবে। এই সময় বেগুন গাছের ঢলা পড়া রোগ দেখা গেলে আক্রান্ত গাছ কে চাষের জমি থেকে উপড়ে ফেলে অন্যত্র দূরে পুড়িয়ে ফেলতে হবে। এছাড়া কান্ড এবং ফল ছিদ্রকারী পোকা দেখা দিতে পারে এই সময় এর জন্য প্রয়োজনীয় রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করতে হবে।

রবিশস্য ফসলের মরসুমে অকাল বৃষ্টিতে সমস্যায় কৃষকেরা

শীতকালীন শাকসবজি ফুলকপি, বাঁধাকপি, ক্যাপসিকাম, বেগুন, টমেটোর ক্ষেত্রে গোঁড়া পচা রোগ দেখাও দিতে পারে। এর জন্য জমিতে আগাছা দমন করতে হবে এবং গাছের গোড়ায় মাটি দিতে হবে। এর সঙ্গে প্রয়োজনীয় রাসায়নিক প্রয়োগ করতে হবে।

এছাড়াও এই কয়েকদিনের বৃষ্টিতে মাছ চাষের পুকুরে প্রচুর পরিমাণে জল ঢুকেছে সে ক্ষেত্রে সেই জল শোধনের জন্য মোটা লবণ, চুন, পটাশ পারমাঙ্গানেট দিয়ে পুকুর শোধন করতে হবে । শ্রীনিকেতন রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয় বস্তু বিশেষজ্ঞ (কৃষি – আবহাওয়া), সায়ক মাহাতো বলেন,” আমাদের দপ্তর পক্ষ থেকে যে সতর্কতা মূলক পরামর্শ দেওয়া হয়েছে চাষিরা সে সমস্ত ধরনের পরামর্শ মেনে চললে সম্ভাব্য ক্ষতির হাত থেকে রক্ষা পাবেন”।