০৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

কালা কৃষি কানুন প্রত্যাহার না হলে ফিরবেননা কৃষক নেতারা, মহা পঞ্চায়েত থেকে বার্তা টিকায়তের

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৫ সেপ্টেম্বর ২০২১, রবিবার
  • / 24

পুবের কলম ওয়েবডেস্কঃ আজ রবিবার উত্তরপ্রদেশের মুজফরফরনগরে মহা পঞ্চায়েতের আয়োজন করেছে সংযুক্ত কিষাণ মোর্চা। এই মহা পঞ্চায়েত থেকেই কৃষক নেতা রাকেশ টিকায়েত বার্তা দিলেন কেন্দ্র কৃষক স্বার্থ বিরোধী কৃষি আইন প্রত্যাহার না করা তিনি বাড়ি ফিরবেননা।

রাকেশ টিকায়েত আরও সাফ জানান কালা কৃষি কানুন প্রত্যাহার না করা পর্যন্ত তারা ”ঘর ওয়াপসি” হবেননা। আগামী ২৫ সেপ্টেম্বর সংযুক্ত কিষাণ মোর্চার ডাকা ভারত বনধ নিয়েও বার্তা দেন টিকায়েত।

উল্লেখ্য উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে মিশন ইউপি নিয়েও বার্তা দেন টিকায়েত। উল্লেখ্য দানা বেঁধে ওঠা কৃষক  আন্দোলন যে উত্তরপ্রদেশ এবং পাঞ্জাবে বিজেপির গলার কাঁটা হয়ে উঠছে সে কথা বলাই বাহুল্য। স্বয়ং সংঘ পরিবারের নেতারাও এই ইস্যুতে উষ্মা প্রকাশ করেছেন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কালা কৃষি কানুন প্রত্যাহার না হলে ফিরবেননা কৃষক নেতারা, মহা পঞ্চায়েত থেকে বার্তা টিকায়তের

আপডেট : ৫ সেপ্টেম্বর ২০২১, রবিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ আজ রবিবার উত্তরপ্রদেশের মুজফরফরনগরে মহা পঞ্চায়েতের আয়োজন করেছে সংযুক্ত কিষাণ মোর্চা। এই মহা পঞ্চায়েত থেকেই কৃষক নেতা রাকেশ টিকায়েত বার্তা দিলেন কেন্দ্র কৃষক স্বার্থ বিরোধী কৃষি আইন প্রত্যাহার না করা তিনি বাড়ি ফিরবেননা।

রাকেশ টিকায়েত আরও সাফ জানান কালা কৃষি কানুন প্রত্যাহার না করা পর্যন্ত তারা ”ঘর ওয়াপসি” হবেননা। আগামী ২৫ সেপ্টেম্বর সংযুক্ত কিষাণ মোর্চার ডাকা ভারত বনধ নিয়েও বার্তা দেন টিকায়েত।

উল্লেখ্য উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে মিশন ইউপি নিয়েও বার্তা দেন টিকায়েত। উল্লেখ্য দানা বেঁধে ওঠা কৃষক  আন্দোলন যে উত্তরপ্রদেশ এবং পাঞ্জাবে বিজেপির গলার কাঁটা হয়ে উঠছে সে কথা বলাই বাহুল্য। স্বয়ং সংঘ পরিবারের নেতারাও এই ইস্যুতে উষ্মা প্রকাশ করেছেন।