২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
ফের পাথর নিক্ষেপ বন্দে ভারতে, ভাঙল জানালার কাঁচ

কিবরিয়া আনসারি
- আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার
- / 39
পুবের কলম, ওয়েবডেস্ক: ফের পাথর নিক্ষেপ বন্দে ভারতে। উত্তরপ্রদেশের লখনউয়ের কাছে এক্সপ্রেস ট্রেনটিকে লক্ষ করে পাথর ছোড়া হয় বলে অভিযোগ। ক্ষতিগ্রস্ত হয় বন্দে ভারত এক্সপ্রে্সের একটি কোচের একাংশ। অভিযুক্তদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে রেলওয়ে প্রোটেকশন ফোর্স। রেল আধিকারিকরা বলেন, মালাহাউর রেলওয়ে স্টেশনের কাছে কিছু লোক গোরখপুর–লখনউ বন্দে ভারত এক্সপ্রে্সে হামলা চালায়। একটি কোচের জানালার কাঁচ ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রসঙ্গত, বন্দে ভারতে হামলা এই প্রথম নয়। এর আগেও একাধিক হামলার ঘটনা সামনে এসেছে। চলতি বছরের অগাস্টে উত্তরপ্রদেশের বারাবাঙ্কিতেও বন্দে ভারতে পাথর ছোড়ার ঘটনা ঘটে। মধ্যপ্রদেশের মোরেনা জেলায় পাথর নিক্ষেপের ঘটনা ঘটে।
Tag :
Gorakhpur-Lucknow train Railway Protection Force Vande Bharat Express Vande Bharat Stones at Lucknow