পাকিস্তান ফুটবল ফেডারেশনের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার ফিফার

- আপডেট : ৪ মার্চ ২০২৫, মঙ্গলবার
- / 25
পুবের কলম প্রতিবেদক: পাকিস্তান ফুটবলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল ফিফা। সাংবিধানিক পরিকাঠামোয় অসংগতি ও নতুন কোনও সংস্কার না হওয়ায় পাকিস্তান ফুটবল ফেডারেশনের ওপর নিষেধাজ্ঞা চাপিয়েছিল বিশ্ব ফুটবল নিয়ন্তা সংস্থা ফিফা। পাশাপাশি পাকিস্তান ফুটবলে তৃতীয় পক্ষের অন্তর্ভুক্তি মেনে নিতে পারেনি ফিফা। এর জন্য পাকিস্তান ফুটবলকে প্রয়োজনীয় সংবিধান সংশোধন করতে বলেছিল ফিফা। না করলে ব্যান তোলা হবে না বলে জানিয়েছিল ফিফা। শেষ পর্যন্ত ফিফার নির্দেশ অনুযায়ী নিজেদের ফুটবল সংস্থাতে কিছু সংস্কার এনেছে পাকিস্তান ফুটবল ফেডারেশন। আর শর্তাবলি পূরণ হওয়ার পুরস্কারস্বরূপ পাকিস্তান ফুটবলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল ফিফা। পাকিস্তানের ফুটবল ফেডারেশনের তরফ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘আমাদের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে আমাদের সাহায্য করার জন্য আমরা ফিফাকে ধন্যবাদ জানাই।’