FIFA U-20 World Cup: নকআউটে আর্জেন্টিনা, বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিলের

- আপডেট : ৫ অক্টোবর ২০২৫, রবিবার
- / 74
পুবের কলম ওয়েবডেস্ক: সবাইকে অবাক করে ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে (FIFA U-20 World Cup) স্পেনের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল ব্রাজিল। যদিও তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা গ্রুপ পর্বের সব ম্যাচ জিতে টুর্নামেন্টের শেষ ষোলো পর্ব নিশ্চিত করল। ‘ডি’ গ্রুপের শেষ ম্যাচে ইতালিকে ১-০ গোলে হারায় আর্জেন্টিনা। এই জয়ের ফলে তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই নকআউট পর্বে পা রাখল আলবিসেলেস্তেরা।
FIFA U-20 World Cup ম্যাচের ৭৪ মিনিটে আর্জেন্টিনার হয়ে এক মাত্র গোলটি করেন ডিফেন্ডার ডিলান তমাস গোরোসিতো। অন্যদিকে, ‘সি’ গ্রুপে ব্রাজিলের জন্য ম্যাচটি ছিল বাঁচা-মরার লড়াই। নকআউটে যেতে হলে স্পেনের বিপক্ষে জয় পেতে হত। তবে হাড্ডাহাড্ডি লড়াই করেও শেষ রক্ষা হয়নি ব্রাজিলের। ম্যাচের ৪৭ মিনিটে স্পেন এগিয়ে যায় ইকার ব্রাভোর গোলে। শেষ পর্যন্ত এই গোল সম্বল করেই ব্রাজিলকে টুর্নামেন্ট থেকে ছিটকে দিল স্পেন।