১২ অগাস্ট ২০২৫, মঙ্গলবার, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

হর্ষ মান্দারের এনজিওর বিরুদ্ধে এফআইআর  

সামিমা এহসানা
  • আপডেট : ২ ফেব্রুয়ারী ২০২৪, শুক্রবার
  • / 15

পুবের কলম ওয়েব ডেস্ক: আবার হর্ষ মান্দারকে টার্গেট করল কেন্দ্র সরকার। ২০০২ এর গুজরাত দাঙ্গার পর খোলা চিঠি লিখে ইস্তফা দিয়েছিলেন আইএএস হর্ষ মান্দার। বারবারই বলেছেন, ওই দাঙ্গার নাটের গুরু নরেন্দ্র মোদি ও অমিত শাহ রা। তখন থেকেই বিজেপি সরকারের বিরুদ্ধে লাগাতার কলম ধরছেন মান্দার। আর নরেন্দ্র মোদি, প্রধানমন্ত্রী হওয়ার পর লাগাতার মান্দার প্রতিষ্ঠিত অনাথ আশ্রম, এনজিওতে হানা দিচ্ছে কেন্দ্রীয় সংস্থা।

শুক্রবার হর্ষ মান্দার প্রতিষ্ঠিত এনজিও ‘আমন বিরাদারি’র বিরুদ্ধে এফআইআর করে সিবিআই। আমন বিরাদারির অফিসে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

বিদেশী অবদান(নিয়ন্ত্রন)আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে ওই এনজিওর বিরুদ্ধে। অভিযোগ করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। বলে রাখা ভালো, গুজরাত দাঙ্গার পর বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন হর্ষ মন্দার। বর্তমানে দেশের গুরুত্বপূর্ণ কলামনিস্টদের মধ্যে অন্যতম মান্দার, যিনি বারে বারে অপ্রতিরোধ্য কন্ঠে সরব হয়েছেন বিজেপির নীতির বিরুদ্ধে। উল্লেখ্য, তিস্তা শেতলওয়াড়ের বিরুদ্ধেও একই ধরণের পদক্ষেপ নিয়েছিল কেন্দ্রের বিজেপি সরকার।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হর্ষ মান্দারের এনজিওর বিরুদ্ধে এফআইআর  

আপডেট : ২ ফেব্রুয়ারী ২০২৪, শুক্রবার

পুবের কলম ওয়েব ডেস্ক: আবার হর্ষ মান্দারকে টার্গেট করল কেন্দ্র সরকার। ২০০২ এর গুজরাত দাঙ্গার পর খোলা চিঠি লিখে ইস্তফা দিয়েছিলেন আইএএস হর্ষ মান্দার। বারবারই বলেছেন, ওই দাঙ্গার নাটের গুরু নরেন্দ্র মোদি ও অমিত শাহ রা। তখন থেকেই বিজেপি সরকারের বিরুদ্ধে লাগাতার কলম ধরছেন মান্দার। আর নরেন্দ্র মোদি, প্রধানমন্ত্রী হওয়ার পর লাগাতার মান্দার প্রতিষ্ঠিত অনাথ আশ্রম, এনজিওতে হানা দিচ্ছে কেন্দ্রীয় সংস্থা।

শুক্রবার হর্ষ মান্দার প্রতিষ্ঠিত এনজিও ‘আমন বিরাদারি’র বিরুদ্ধে এফআইআর করে সিবিআই। আমন বিরাদারির অফিসে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

বিদেশী অবদান(নিয়ন্ত্রন)আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে ওই এনজিওর বিরুদ্ধে। অভিযোগ করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। বলে রাখা ভালো, গুজরাত দাঙ্গার পর বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন হর্ষ মন্দার। বর্তমানে দেশের গুরুত্বপূর্ণ কলামনিস্টদের মধ্যে অন্যতম মান্দার, যিনি বারে বারে অপ্রতিরোধ্য কন্ঠে সরব হয়েছেন বিজেপির নীতির বিরুদ্ধে। উল্লেখ্য, তিস্তা শেতলওয়াড়ের বিরুদ্ধেও একই ধরণের পদক্ষেপ নিয়েছিল কেন্দ্রের বিজেপি সরকার।