বাগুইহাটি এলাকায় ভিআইপি রোডে সরকারি এসি বাসে আগুন

- আপডেট : ৮ সেপ্টেম্বর ২০২৫, সোমবার
- / 125
পুবের কলম ওয়েবডেস্ক : বাগুইয়াটি জোড়া মন্দিরে একটি সরকারি এসি বাসে আগুন লাগে। সোমবার বেলা ১.০৫ নাগাদ চলন্ত বাসে আগুন লাগে। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন। তড়িঘড়ি ফোম এবং জল স্প্রে করে আগুন নিয়ন্ত্রণে আনা হলেও প্রায় সম্পুর্ন ভস্মীভূত হয়ে যায় বাসটি।
পুলিশ ও দমকল সূত্রের খবর, সল্টলেক ডিপো থেকে বাসটি এয়ারপোর্ট বাস স্ট্যান্ডে যাওয়ার সময় আগুন ধরে যায়। প্রথমিক ভাবে সর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে মনে করা হলেও আগুনের কারণ তদন্ত করে দেখা হবে বলে জানান দমকল এবং পুলিস আধিকারিকরা। বাসে আগুন লাগার ঘটনার পরেই বেশ কিছু সময়ের জন্য দমদম গামী বাগুইআটি জোড়া মন্দির ভিআইপি রোড বন্ধ করে দেওয়া হয়।
দমদম,বারাসাতগামী যানবাহনকে রাজারহাট জ্যাঙড়া রোড দিয়ে চিনারপার্ক-হলদিরাম ঘুরপথে চালানো হয়। প্রায় ৫০ মিনিট ধরে তৎপরতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণ করার পর ভস্মীভূত বাসটিকে ক্রেন দিয়ে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। ওই ঘটনায় হতাহতের খবর না থাকলেও তীব্র চাঞ্চল্য ছড়ায় স্থানীয় বাসিন্দা এবং যাত্রীদের মধ্যে।