বেকবাগানে বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন

- আপডেট : ১৭ মে ২০২৫, শনিবার
- / 115
পুবের কলম, ওয়েবডেস্ক: ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল মহানগরে। শনিবার দুপুরে বেকবাগান এলাকার ২২৪, এ এজেসি বোস রোডের বহুতলে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। এ দিন দুপুর ২টো ৫৫ মিনিট নাগাদ আগুন লাগার খবর যায় দমকলের কাছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় একের পর এক দমকলের ইঞ্জিন। দমকলের আটটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, এই বিল্ডিংয়ের পাঁচতলার ৫১৫ নম্বর রুমের একটি অফিস থেকে এই দুর্ঘটনার সূত্রপাত বলে মনে করা হচ্ছে।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এসি মেশিনের আউট বক্সে আগুন লাগে। বিল্ডিংটিতে একাধিক অফিস আছে। এই আগুনে বেশ কয়েকটি এসি মেশিন আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। অনেক অফিস শনিবার থাকায় বন্ধ থাকার কারণে ক্ষয়ক্ষতি এড়ানো গেছে। শেষ পাওয়া খবর পর্যন্ত হতাহতের খবর নেই। চলতি মাসে কলকাতায় বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কখনও সল্টলেক কখনও নিউটাউন, কখনও বড়বাজার এলাকার মেছুয়া বাজারে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বড়বাজারে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৪ জনের মৃত্যু হয়। শনিবার যে বহুতলে আগুন লাগে সেখানে অগ্নিনির্বাপক ব্যবস্থা পর্যাপ্ত ছিল কি না তা খতিয়ে দেখছে পুলিশ ও দমকল বিভাগ।
কীভাবে লাগল আগুন, সেই বিষয়টিও এখনও স্পষ্ট নয় ৷ তবে দমকল সূত্রে খবর, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছিল বলে অনুমান করা হচ্ছে ৷ কারণ, প্রথমে আগুন ছড়াতে দেখা যায় ৷ আপাতত দমকলের কর্মীরা আগুন নেভানোর দিকেই নজর দিয়েছে ৷ কীভাবে আগুন লাগল, সেই বিষয়টি পরে খতিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে দমকলের সূত্র থেকে ৷
দমকলের এক উচ্চপদস্থ আধিকারিক জানান, “আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে। এখনই আগুন লাগার কারণ নিয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে না। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে।”
আপাতত ওই বহুতলে থাকা অন্যান্য অফিস ও ফ্লোর থেকে সবাইকে নিরাপদে বের করে আনা হয়েছে। এলাকায় টানা নজরদারি চালাচ্ছে পুলিশ ও দমকল। দমকলকর্মীদের অনুমান, সম্ভবত শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। পরে তা অফিসের অন্যত্র ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণ আনার পরই আগুন লাগার কারণ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন দমকলের এক উচ্চপদস্থ অফিসার। আগুন নিয়ন্ত্রণে আনতে এজেসি বোস উড়ালপুলের উপর থেকে ওই বহুতলে জল ছুড়ছেন দমকল কর্মীরা। ওই বহুতলের পাশের বহুতলের উপর উঠেও আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হচ্ছে৷ এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই৷