ঐক্যবদ্ধ মানুষই রুখে দেবে শত্রুর চক্রান্ত, সেনার প্রতি সংহতি মিছিলে বললেন ফিরহাদ

- আপডেট : ১৭ মে ২০২৫, শনিবার
- / 130
পুবের কলম, ওয়েবডেস্ক: গোটা দেশের মানুষ নিশ্চিন্তে ঘুমান, অন্যদিকে সেনাবাহিনী মানুষের নিরাপত্তার জন্য সদা জাগ্রত থাকেন। কাশ্মীরের পহেলগাঁওয়ে নিরীহ মানুষকে হত্যার পর ভারতীয় সেনার তরফে বদলাও নেওয়া হয়েছে। এই ঘটনায় সেনার প্রতি সংহতি ও অভিনন্দন জানাতে বিশেষ মিছিল করলেন রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। শনিবার বিকালে তাঁর বিধানসভা কলকাতা বন্দর এলাকায় মিছিলে হাজার হাজার মানুষ, বিশেষ করে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এ দিন গার্ডেনরিচের কাচ্চি সড়ক মোড় থেকে রামনগর পর্যন্ত জাতীয়তাবাদী ও ভারতীয় সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানাতে এক বিশাল পদযাত্রা হয়। তাতে অংশগ্রহণ করেন বন্দর বিধানসভা এলাকার সমস্ত কাউন্সিলর ও সাধারণ মানুষ।
মিছিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফিরহাদ হাকিম বলেন, আমাদের প্রথম পরিচয় আমরা সবাই ভারতীয়। আমাদের সেনারা পাকিস্তানকে কড়া জবাব দিয়েছেন। সেই কারণে আমরা গর্বিত। আমাদের বন্দর এলাকার হিন্দু-মুসলিম-শিখ-ঈসায়ী সবাই মিলে সেনার প্রতি কৃতজ্ঞতা জানাতে মিছিল করছি। মহিলারা, বিশেষ করে পর্দানসীন মহিলাদের উপস্থিতিই বলে দিচ্ছে দেশের মহিলারা কোথায়। কর্নেল সোফিয়া কুরেশি ও ভ্যোমিকা সিং-এর সাহস, ক্ষমতায়ন দেশের মহিলাদের জন্য অনুপ্রেরণা বলেও উল্লেখ করেন ফিরহাদ।
ফিরহাদ হাকিম বলেন, কর্নেল সোফিয়া কুরেশি ও ভ্যোমিকা সিংকে আমরা সেলাম জানাই। তাঁরা দেশের মহিলাদের উদ্বুদ্ধ করেছে। তৃণমূল কংগ্রেস ভারûতীয় সেনার প্রতি সংহতি ও লড়াইকে অভিনন্দন জানাতে মিছিল করছে। রাজনীতি ভুলে মানুষ পরিচয়, বিশেষ করে ভারতীয় পরিচয়কে বড় করে দেখার কথাও জানান ফিরহাদ। তিনি বলেন, আমরা দেখেছি দেশের বিরুদ্ধে শত্রুরা যখন চক্রান্ত করে তখন সেনাবাহিনী রুখে দাঁড়ায়। সন্ত্রাস ও দেশের ক্ষতির বিরুদ্ধে মানুষও ঐক্যবদ্ধ। এটাই ভারতের আসল ছবি। সে কথাও উঠে আসে ফিরহাদের বক্তব্যে। তিনি জানান, ঐক্যবদ্ধ মানুষই রুখে দেবে শত্রুর চক্রান্ত।