০২ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ১৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

আনিসের পরিবারকে চক্রান্তকারীদের থেকে সাবধানে থাকার বার্তা ফিরহাদের

ইমামা খাতুন
  • আপডেট : ৩০ মার্চ ২০২২, বুধবার
  • / 65

মুহাম্মদ রাকিব, উলুবেড়িয়া :­  ‘রাম, বাম, ডান, সব এক হয়ে একজন সন্তানহারা পিতার কাছে পৌঁছে গেছে। এই চক্রান্তকারীদের থেকে সাবধানে থাকুন।’ মঙ্গলবার বিকালে আমতা বিধানসভা কেন্দ্রের বাইনান গ্যারেজ মোড়ে আয়োজিত এক প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে আনিস খানের পরিবারের উদ্দেশ্যে এই বার্তা দেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।

 

আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফি: বিরাট-রোহিতদের সঙ্গে থাকতে পারবে পরিবার!

বিরোধীদের বিশৃঙ্খলা থেকে শুরু করে পেট্রোল-ডিজেল, রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সভা অনুষ্ঠিত হয়। সভার আগে এই ইস্যুতে আমতা বিধানসভার কুশবেড়িয়ার দলীয় কার্যালয় থেকে কড়িয়া গ্যারেজ মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী পুলক রায়, হাওড়া গ্রামীণ জেলার তৃণমূল চেয়ারম্যান তথা উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজা, আমতার বিধায়ক সুকান্ত পাল, সাঁকরাইলের বিধায়ক প্রিয়া পালরা।

আরও পড়ুন: ইউসিসি: বিজেপির ফাঁদে পা দিয়ে কঠিন মন্তব্য করবেন না মুসলিমদের বার্তা অবসরপ্রাপ্ত আইএএস সূর্যপ্রতাপ সিংয়ের

 

আরও পড়ুন: কেরলের হোটেলে আত্মঘাতী একই পরিবারের তিন জন

এদিনের সভায় আনিস হত্যার প্রসঙ্গ টেনে ফিরহাদ হাকিম বলেন, ‘যে সারা বাংলায় ঘুরে বেড়ায়, তাকে ৪/৫ জন ছেলে গো-ব্যাক করেছে। যাদের বাংলার মানুষ গো-ব্যাক করেছে তারাই আবার ফিরহাদ হাকিমকে গো-ব্যাক করেছে।’ তিনি আরও বলেন, ‘আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই করি বলেই আমাদের সিবিআই ইডি দেখানো হয়।’ এদিন গরু চুরি নিয়ে মন্ত্রী বলেন, গরু আমদানি-চুরি হয় উত্তরপ্রদেশ থেকে এবং সীমান্তে যেখান থেকে গরু পাচার হয় সেটার দায়িত্ব বিএসএফের হাতে। আর তাহলে যদি সত্যি গরু চুরির টাকা কেউ খেয়ে থাকে সেটা হল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং সীমান্তে গরু পাচারের টাকা যদি কেউ খেয়ে থাকে সেটা অমিত শাহ।’

 

এদিন পঞ্চায়েত মন্ত্রী পুলক রায় বলেন, ধূর্ত শিয়ালরা ২০১১-এর পর গর্তে ঢুকে পড়েছিল। এখন রাস্তায় বেরিয়ে মৃত্যু নিয়ে রাজনীতি শুরু করেছে। তবে মৃত্যু নিয়ে রাজনীতি করা যাবে না এবং করতে দেওয়া হবে না বলেও এদিন বিরোধীদের সর্তক করে দেন তিনি। পুলক রায় বলেন, ‘ঘটনার পর থেকেই তৃণমূল কংগ্রেস ওই (আনিস খান) পরিবারের পাশে ছিল, আছে এবং থাকবে।’

 

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আনিসের পরিবারকে চক্রান্তকারীদের থেকে সাবধানে থাকার বার্তা ফিরহাদের

আপডেট : ৩০ মার্চ ২০২২, বুধবার

মুহাম্মদ রাকিব, উলুবেড়িয়া :­  ‘রাম, বাম, ডান, সব এক হয়ে একজন সন্তানহারা পিতার কাছে পৌঁছে গেছে। এই চক্রান্তকারীদের থেকে সাবধানে থাকুন।’ মঙ্গলবার বিকালে আমতা বিধানসভা কেন্দ্রের বাইনান গ্যারেজ মোড়ে আয়োজিত এক প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে আনিস খানের পরিবারের উদ্দেশ্যে এই বার্তা দেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।

 

আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফি: বিরাট-রোহিতদের সঙ্গে থাকতে পারবে পরিবার!

বিরোধীদের বিশৃঙ্খলা থেকে শুরু করে পেট্রোল-ডিজেল, রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সভা অনুষ্ঠিত হয়। সভার আগে এই ইস্যুতে আমতা বিধানসভার কুশবেড়িয়ার দলীয় কার্যালয় থেকে কড়িয়া গ্যারেজ মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী পুলক রায়, হাওড়া গ্রামীণ জেলার তৃণমূল চেয়ারম্যান তথা উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজা, আমতার বিধায়ক সুকান্ত পাল, সাঁকরাইলের বিধায়ক প্রিয়া পালরা।

আরও পড়ুন: ইউসিসি: বিজেপির ফাঁদে পা দিয়ে কঠিন মন্তব্য করবেন না মুসলিমদের বার্তা অবসরপ্রাপ্ত আইএএস সূর্যপ্রতাপ সিংয়ের

 

আরও পড়ুন: কেরলের হোটেলে আত্মঘাতী একই পরিবারের তিন জন

এদিনের সভায় আনিস হত্যার প্রসঙ্গ টেনে ফিরহাদ হাকিম বলেন, ‘যে সারা বাংলায় ঘুরে বেড়ায়, তাকে ৪/৫ জন ছেলে গো-ব্যাক করেছে। যাদের বাংলার মানুষ গো-ব্যাক করেছে তারাই আবার ফিরহাদ হাকিমকে গো-ব্যাক করেছে।’ তিনি আরও বলেন, ‘আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই করি বলেই আমাদের সিবিআই ইডি দেখানো হয়।’ এদিন গরু চুরি নিয়ে মন্ত্রী বলেন, গরু আমদানি-চুরি হয় উত্তরপ্রদেশ থেকে এবং সীমান্তে যেখান থেকে গরু পাচার হয় সেটার দায়িত্ব বিএসএফের হাতে। আর তাহলে যদি সত্যি গরু চুরির টাকা কেউ খেয়ে থাকে সেটা হল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং সীমান্তে গরু পাচারের টাকা যদি কেউ খেয়ে থাকে সেটা অমিত শাহ।’

 

এদিন পঞ্চায়েত মন্ত্রী পুলক রায় বলেন, ধূর্ত শিয়ালরা ২০১১-এর পর গর্তে ঢুকে পড়েছিল। এখন রাস্তায় বেরিয়ে মৃত্যু নিয়ে রাজনীতি শুরু করেছে। তবে মৃত্যু নিয়ে রাজনীতি করা যাবে না এবং করতে দেওয়া হবে না বলেও এদিন বিরোধীদের সর্তক করে দেন তিনি। পুলক রায় বলেন, ‘ঘটনার পর থেকেই তৃণমূল কংগ্রেস ওই (আনিস খান) পরিবারের পাশে ছিল, আছে এবং থাকবে।’