০১ অগাস্ট ২০২৫, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

রবিবার সকাল ৯.৩০ মিনিটে হজের প্রথম উড়ান, চূড়ান্ত প্রস্তুতি মদিনাতুল হুজ্জাজজুড়ে

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২০ মে ২০২৩, শনিবার
  • / 205

ফাইল চিত্র

পুবের কলম প্রতিবেদকঃ  আর ২৪ ঘণ্টা পর শুরু হয়ে যাবে ২০২৩-এর হজের বিমান। রবিবার কলকাতা নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমান ব¨র থেকে সকাল ৯ টা ৩০ মিনিটে ৩২৬ জন হজযাত্রীকে নিয়ে এফ-৩-৬০০১ বিমানটি মদিনার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা। প্রথম দিনের উড়ানে হজযাত্রীদের শুভেচ্ছা জনাতে বিমানবন্দরে উপস্থিত থাকার কথা রয়েছে কলকাতা পৌরসভার মেয়র তথা পুরও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। এছাড়াও সাবেক সাংসদ তথা পুবের কলম পত্রিকার সম্পাদক আহমদ হাসান ইমরান, হজ কমিটির চেয়ারম্যান নাদিমুল হক, রাজ্য সখ্যালঘু দফতরের সচিব গুলাম আলি আনসারি সহ অন্যান্য আধিকারিকরাও উপস্থিত থাকবেন।

রাজ্য হজ কমিটি সূত্রে জানা গিয়েছে এ বছর ৫৫ টি বিমানে পশ্চিমবঙ্গ সহ অসম, ত্রিপুরা, ওড়িষা, মনিপুর, ঝাড়’ণ্ড, বিহারের ১৫ হাজার ৩০৫ জন হজযাত্রী সউদি আরবে যাবেন। এর মধ্যে পসিচমবঙ্গ থেকে ১০ হাজার ৮৯৬ জন হজযাত্রী যাবেন। ২১ মে থেকে ১০ ই জুন পর্যন্ত একটানা এই কর্মসূচী চলবে। কোনও দিন ২টি আবার কোনও কোনও দিন ৩ টি উড়ান কলকাতা-সউদি আরবের মধ্যে চলাচল করবে। রবিবারের হজযাত্রীরা ইতিমধ্যেই কলকাতার মদিনাতুল হুজ্জাজে চলে এসেছে।

আরও পড়ুন: ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই দেশ ত্যাগ করুন: হজযাত্রীদের সতর্ক করল সউদি

আজ রাতেই তাঁদের হাতে সম্ভবত বোডিং পাস দেওয়া হবে। গত কয়েক বছর থেকে এয়ারপোর্টের সমস্ত চেকিং প্রক্রিয়া মদিনাতুল হুজ্জাজে করা হয়। ফলে এয়ারপোর্টে হজযাত্রীদের হয়রানি হওয়ার সম্ভবনা কম থাকে। সমস্ত লাগেজ এবং অন্যান্য চেকিং প্রক্রিয়াগুলি মদিনাতুল হুজ্জাজেই সম্পন্ন হচ্ছে। মদিনাতুল হুজ্জাজে হজযাত্রীদের রাত্রী যাপনের ব্যবস্থা করা হয়েছে। হজযাত্রীদের আত্মীয় পরিজনদের জন্য হজ হাউস লাগুয়া বিরাট এলাকাজুড়ে প্যান্ডেল করা হয়েছে। সে’ানেই থাকবেন হজযাত্রীদের সঙ্গে আগত পরিজনরা।

আরও পড়ুন: বাংলার হজযাত্রীদের নিয়ে সউদির উদ্দেশ্যে রওনা হল প্রথম উড়ান

হজযাত্রীদের সুবিধার্থে বেশ কয়েকটি উদ্যোগ নিয়েছে রাজ্য হজ কমিটি। প্যান্ডেলের মধ্যে রয়েছে ক্যান্টিন এবং ফুডের স্টল। এছাড়াও বেশ কিছু স্টল দেওয়া হয়েছে সে’ান থেকে এহেরামসহ আরও কিছু সামগ্রী কেনাকাটা করতে পারবেন হজযাত্রীরা। পাউচ প্যাকেটে পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা করা হচ্ছে। শৌচাগার থেকে স্নানের সমস্ত ব্যবস্থা করা হয়েছে। পুরো এলাকাজুড়ে সিসি ক্যামেরায় মুড়ে দেওয়া হয়েছে। বিধাননগর কমিশনারের কলকাতা পুলিশ, এয়ারপোর্ট অথরিটি, পিডব্লুডি, রাজ্য স্বাস্থ্য দফতরের আধিকারিকরা নিয়মিত যোগাযোগ রা’ছেন। সংশ্লিষ্ট দফতরগুলির জন্য অফিসেরও ব্যবস্থা করা হয়েছে। ২৪ ঘণ্টা চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য রয়েছে স্বাস্থ্য দফতরের কমিটিরা। রাজ্যের প্রখ্যাত শিল্প সংস্থা পতাকা গ্রুপের পক্ষ থেকে বিশেষ অফিস করা হয়েছে। সেখান থেকে তসবিহ দানা, জায়নামায, ব্যাগ, মিসওয়াক, স্যানিটাইজার প্রভৃতি সামগ্রিগুলি বিণামূল্যে বিতরণ করা হচ্ছে।

আরও পড়ুন: ছ’দিন পর স্বাভাবিক পরিষেবা, শ্রীনগর থেকে ফের শুরু হচ্ছে হজ উড়ান

অন্যদিকে, হজযাত্রা উপলক্ষে রাজারহাট-নিউটাউনের বিভিন্ন এলাকা সেজে উঠেছে। রাজ্য হজ কমিটির পক্ষ থেকে বিভিন্ন এলাকায় হজযাত্রীদের শুভেচ্ছা জানিয়ে ব্যানার টাঙানো হয়েছে। আবার দেখা গিয়েছে চিনারপার্কে হাজি রহিমবক্স ওয়াকফ এস্টেট কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে বিরাট গেট তৈরি করা হয়েছে। সেখানে আগত হজযাত্রীদের শুভেচ্ছা জানানো হচ্ছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রবিবার সকাল ৯.৩০ মিনিটে হজের প্রথম উড়ান, চূড়ান্ত প্রস্তুতি মদিনাতুল হুজ্জাজজুড়ে

আপডেট : ২০ মে ২০২৩, শনিবার

পুবের কলম প্রতিবেদকঃ  আর ২৪ ঘণ্টা পর শুরু হয়ে যাবে ২০২৩-এর হজের বিমান। রবিবার কলকাতা নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমান ব¨র থেকে সকাল ৯ টা ৩০ মিনিটে ৩২৬ জন হজযাত্রীকে নিয়ে এফ-৩-৬০০১ বিমানটি মদিনার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা। প্রথম দিনের উড়ানে হজযাত্রীদের শুভেচ্ছা জনাতে বিমানবন্দরে উপস্থিত থাকার কথা রয়েছে কলকাতা পৌরসভার মেয়র তথা পুরও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। এছাড়াও সাবেক সাংসদ তথা পুবের কলম পত্রিকার সম্পাদক আহমদ হাসান ইমরান, হজ কমিটির চেয়ারম্যান নাদিমুল হক, রাজ্য সখ্যালঘু দফতরের সচিব গুলাম আলি আনসারি সহ অন্যান্য আধিকারিকরাও উপস্থিত থাকবেন।

রাজ্য হজ কমিটি সূত্রে জানা গিয়েছে এ বছর ৫৫ টি বিমানে পশ্চিমবঙ্গ সহ অসম, ত্রিপুরা, ওড়িষা, মনিপুর, ঝাড়’ণ্ড, বিহারের ১৫ হাজার ৩০৫ জন হজযাত্রী সউদি আরবে যাবেন। এর মধ্যে পসিচমবঙ্গ থেকে ১০ হাজার ৮৯৬ জন হজযাত্রী যাবেন। ২১ মে থেকে ১০ ই জুন পর্যন্ত একটানা এই কর্মসূচী চলবে। কোনও দিন ২টি আবার কোনও কোনও দিন ৩ টি উড়ান কলকাতা-সউদি আরবের মধ্যে চলাচল করবে। রবিবারের হজযাত্রীরা ইতিমধ্যেই কলকাতার মদিনাতুল হুজ্জাজে চলে এসেছে।

আরও পড়ুন: ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই দেশ ত্যাগ করুন: হজযাত্রীদের সতর্ক করল সউদি

আজ রাতেই তাঁদের হাতে সম্ভবত বোডিং পাস দেওয়া হবে। গত কয়েক বছর থেকে এয়ারপোর্টের সমস্ত চেকিং প্রক্রিয়া মদিনাতুল হুজ্জাজে করা হয়। ফলে এয়ারপোর্টে হজযাত্রীদের হয়রানি হওয়ার সম্ভবনা কম থাকে। সমস্ত লাগেজ এবং অন্যান্য চেকিং প্রক্রিয়াগুলি মদিনাতুল হুজ্জাজেই সম্পন্ন হচ্ছে। মদিনাতুল হুজ্জাজে হজযাত্রীদের রাত্রী যাপনের ব্যবস্থা করা হয়েছে। হজযাত্রীদের আত্মীয় পরিজনদের জন্য হজ হাউস লাগুয়া বিরাট এলাকাজুড়ে প্যান্ডেল করা হয়েছে। সে’ানেই থাকবেন হজযাত্রীদের সঙ্গে আগত পরিজনরা।

আরও পড়ুন: বাংলার হজযাত্রীদের নিয়ে সউদির উদ্দেশ্যে রওনা হল প্রথম উড়ান

হজযাত্রীদের সুবিধার্থে বেশ কয়েকটি উদ্যোগ নিয়েছে রাজ্য হজ কমিটি। প্যান্ডেলের মধ্যে রয়েছে ক্যান্টিন এবং ফুডের স্টল। এছাড়াও বেশ কিছু স্টল দেওয়া হয়েছে সে’ান থেকে এহেরামসহ আরও কিছু সামগ্রী কেনাকাটা করতে পারবেন হজযাত্রীরা। পাউচ প্যাকেটে পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা করা হচ্ছে। শৌচাগার থেকে স্নানের সমস্ত ব্যবস্থা করা হয়েছে। পুরো এলাকাজুড়ে সিসি ক্যামেরায় মুড়ে দেওয়া হয়েছে। বিধাননগর কমিশনারের কলকাতা পুলিশ, এয়ারপোর্ট অথরিটি, পিডব্লুডি, রাজ্য স্বাস্থ্য দফতরের আধিকারিকরা নিয়মিত যোগাযোগ রা’ছেন। সংশ্লিষ্ট দফতরগুলির জন্য অফিসেরও ব্যবস্থা করা হয়েছে। ২৪ ঘণ্টা চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য রয়েছে স্বাস্থ্য দফতরের কমিটিরা। রাজ্যের প্রখ্যাত শিল্প সংস্থা পতাকা গ্রুপের পক্ষ থেকে বিশেষ অফিস করা হয়েছে। সেখান থেকে তসবিহ দানা, জায়নামায, ব্যাগ, মিসওয়াক, স্যানিটাইজার প্রভৃতি সামগ্রিগুলি বিণামূল্যে বিতরণ করা হচ্ছে।

আরও পড়ুন: ছ’দিন পর স্বাভাবিক পরিষেবা, শ্রীনগর থেকে ফের শুরু হচ্ছে হজ উড়ান

অন্যদিকে, হজযাত্রা উপলক্ষে রাজারহাট-নিউটাউনের বিভিন্ন এলাকা সেজে উঠেছে। রাজ্য হজ কমিটির পক্ষ থেকে বিভিন্ন এলাকায় হজযাত্রীদের শুভেচ্ছা জানিয়ে ব্যানার টাঙানো হয়েছে। আবার দেখা গিয়েছে চিনারপার্কে হাজি রহিমবক্স ওয়াকফ এস্টেট কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে বিরাট গেট তৈরি করা হয়েছে। সেখানে আগত হজযাত্রীদের শুভেচ্ছা জানানো হচ্ছে।