০৪ অক্টোবর ২০২৫, শনিবার, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

গুজরাতে নর্মদা নদীতে তলিয়ে গিয়ে মৃত্যু একই পরিবারের পাঁচজনের

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৬ নভেম্বর ২০২২, বুধবার
  • / 72

পুবের কলম ওয়েবডেস্ক: গুজরাতের কচ্ছ জেলায় নর্মদার খালের জলে ডুবে মৃত্যু হল একই পরিবারের ৫ জনের। এক মহিলাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন সবাই। ঘটনাটি কচ্ছের মুন্দ্রা এলাকার গুন্ডালা গ্রামে। সোমবার রাতে নর্মদার খালের জলে তলিয়ে গিয়েছেন একই পরিবারের ৫ জন সদস্য। সকলেরই মৃত্যু হয়েছে।

পশ্চিম কচ্ছ থানার এসপি সৌরভ সিং জানিয়েছেন, এক মহিলা নর্মদার খাল থেকে জল তুলতে গিয়েছিলেন। কিন্তু জলে তাঁর পা পিছলে যায়। তাঁকে জলে পড়ে যেতে দেখে ওই ৫ জনও জলে নামেন। মহিলাকে জল থেকে তুলে আনার চেষ্টা করছিলেন তাঁরা। কিন্তু জলের তোড়ে সকলেই ভেসে যান। গোটা ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

আরও পড়ুন: পুরীতে বেড়াতে গিয়ে সমুদ্রে তলিয়ে মৃত্যু শিবপুরের ২ যুবকের

 

আরও পড়ুন: জলে ডুবে মৃত্যু বালকের, হাওড়ার চুনাভাটিতে শোকের ছায়া

আরও পড়ুন: হাওড়ার রামকৃষ্ণপুরে গঙ্গায় তলিয়ে গেল ছাত্র

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গুজরাতে নর্মদা নদীতে তলিয়ে গিয়ে মৃত্যু একই পরিবারের পাঁচজনের

আপডেট : ১৬ নভেম্বর ২০২২, বুধবার

পুবের কলম ওয়েবডেস্ক: গুজরাতের কচ্ছ জেলায় নর্মদার খালের জলে ডুবে মৃত্যু হল একই পরিবারের ৫ জনের। এক মহিলাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন সবাই। ঘটনাটি কচ্ছের মুন্দ্রা এলাকার গুন্ডালা গ্রামে। সোমবার রাতে নর্মদার খালের জলে তলিয়ে গিয়েছেন একই পরিবারের ৫ জন সদস্য। সকলেরই মৃত্যু হয়েছে।

পশ্চিম কচ্ছ থানার এসপি সৌরভ সিং জানিয়েছেন, এক মহিলা নর্মদার খাল থেকে জল তুলতে গিয়েছিলেন। কিন্তু জলে তাঁর পা পিছলে যায়। তাঁকে জলে পড়ে যেতে দেখে ওই ৫ জনও জলে নামেন। মহিলাকে জল থেকে তুলে আনার চেষ্টা করছিলেন তাঁরা। কিন্তু জলের তোড়ে সকলেই ভেসে যান। গোটা ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

আরও পড়ুন: পুরীতে বেড়াতে গিয়ে সমুদ্রে তলিয়ে মৃত্যু শিবপুরের ২ যুবকের

 

আরও পড়ুন: জলে ডুবে মৃত্যু বালকের, হাওড়ার চুনাভাটিতে শোকের ছায়া

আরও পড়ুন: হাওড়ার রামকৃষ্ণপুরে গঙ্গায় তলিয়ে গেল ছাত্র