০৩ অগাস্ট ২০২৫, রবিবার, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ছাগলের ধান খাওয়া নিয়ে সংঘর্ষের ঘটনায় জামিনে মুক্ত পাঁচজন

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, বুধবার
  • / 78

দেবশ্রী মজুমদার, ইলামবাজার: জমিতে ছাগলে ধান খাওয়াকে কেন্দ্র করে  গ্রাম্য বিবাদের জেরে মঙ্গলবার রণক্ষেত্র হয়ে ওঠে ইলমবাজার এলাকা।

পুরো ঘটনায় লাগে রাজনৈতিক রঙ।পুলিশ প্রথমে চারজনকে আটক করে এবং    পরে আরও একজনকে আটক করে। পরে মোট পাঁচজনকে গ্রেফতার করে । বুধবার তাদের বোলপুর আদালতে তোলা হলে বিচারক দুইপক্ষের সওয়াল জবাব শুনে তাদের জামিনে মুক্তি দেন বলে জানান অভিযুক্তদের পক্ষের আইনজীবী সিদ্ধার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, সংঘর্ষের ঘটনায় আহত দুই পক্ষের সবাই সুস্থ।

আরও পড়ুন: হোলি উৎসব: দুই গোষ্ঠীর সংঘর্ষের উত্তপ্ত ঝাড়খণ্ডের গিরিডি

 

আরও পড়ুন: বন দফতরের আপত্তিতে বসন্ত উৎসব নিষিদ্ধ বোলপুরের সোনাঝুরিতে

জানা গেছে,  ইলামবাজার থানার ধরমপুর পঞ্চায়েতের দুটি পাশাপাশি গ্রাম  পাইকুনি ও নৃপতির বাসিন্দাদের মধ‍্যে বাকবিতণ্ডার জেরে বিবাদ বাঁধে। ঘটনার সূত্রপাত মঙ্গলবার পাইকুনি গ্রামের এক জন পাশের নৃপতি গ্রামে ছাগল চড়াতে যায়। সেখানে মাঠে মুখ দেয় তার ছাগল। এনিয়ে নৃপতি গ্রামের বদরুজ্জামান মণ্ডলের সঙ্গে বচসা হয়। দুই পক্ষের মধ‍্যস্থতায় তখনকার মতো ঝামেলা মিটে যায়। এরপর অবশ্য এই ঘটনায় নতুন করে লাগে রাজনৈতিক রঙ।

আরও পড়ুন: আম্বেদকর ও ভগৎ সিং-এর ছবি সরানোয় দিল্লি বিধানসভায় তুলকালাম

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ছাগলের ধান খাওয়া নিয়ে সংঘর্ষের ঘটনায় জামিনে মুক্ত পাঁচজন

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, বুধবার

দেবশ্রী মজুমদার, ইলামবাজার: জমিতে ছাগলে ধান খাওয়াকে কেন্দ্র করে  গ্রাম্য বিবাদের জেরে মঙ্গলবার রণক্ষেত্র হয়ে ওঠে ইলমবাজার এলাকা।

পুরো ঘটনায় লাগে রাজনৈতিক রঙ।পুলিশ প্রথমে চারজনকে আটক করে এবং    পরে আরও একজনকে আটক করে। পরে মোট পাঁচজনকে গ্রেফতার করে । বুধবার তাদের বোলপুর আদালতে তোলা হলে বিচারক দুইপক্ষের সওয়াল জবাব শুনে তাদের জামিনে মুক্তি দেন বলে জানান অভিযুক্তদের পক্ষের আইনজীবী সিদ্ধার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, সংঘর্ষের ঘটনায় আহত দুই পক্ষের সবাই সুস্থ।

আরও পড়ুন: হোলি উৎসব: দুই গোষ্ঠীর সংঘর্ষের উত্তপ্ত ঝাড়খণ্ডের গিরিডি

 

আরও পড়ুন: বন দফতরের আপত্তিতে বসন্ত উৎসব নিষিদ্ধ বোলপুরের সোনাঝুরিতে

জানা গেছে,  ইলামবাজার থানার ধরমপুর পঞ্চায়েতের দুটি পাশাপাশি গ্রাম  পাইকুনি ও নৃপতির বাসিন্দাদের মধ‍্যে বাকবিতণ্ডার জেরে বিবাদ বাঁধে। ঘটনার সূত্রপাত মঙ্গলবার পাইকুনি গ্রামের এক জন পাশের নৃপতি গ্রামে ছাগল চড়াতে যায়। সেখানে মাঠে মুখ দেয় তার ছাগল। এনিয়ে নৃপতি গ্রামের বদরুজ্জামান মণ্ডলের সঙ্গে বচসা হয়। দুই পক্ষের মধ‍্যস্থতায় তখনকার মতো ঝামেলা মিটে যায়। এরপর অবশ্য এই ঘটনায় নতুন করে লাগে রাজনৈতিক রঙ।

আরও পড়ুন: আম্বেদকর ও ভগৎ সিং-এর ছবি সরানোয় দিল্লি বিধানসভায় তুলকালাম