তিলপী শিশু চেতনা শিক্ষা নিকেতন স্কুলে পতাকা উত্তোলন

- আপডেট : ১৫ অগাস্ট ২০২৫, শুক্রবার
- / 141
কুতুবউদ্দিন মোল্লা, ক্যানিং : যথাযোগ্য মর্যাদার সাথে দক্ষিণ ২৪ পরগনা জয়নগর থানার অন্তর্গত জয়নগর তিলপি শিশু চেতনা শিক্ষা নিকেতন স্কুলে পালিত হল ৭৯ তম ভারতের স্বাধীনতা দিবস। শুক্রবার সকালে দক্ষিণ ২৪ পরগনার জয়নগর ১ নম্বর ব্লকের ধোসা চন্দনেশ্বর গ্রাম পঞ্চায়েতের তিলপী শিশু চেতনা শিক্ষা নিকেতন স্কুলে পক্ষ থেকে উৎযাপিত করা হয়।
জাতীয় পতাকা উত্তোলন করেন তিলপী শিশু চেতনা শিক্ষা নিকেতন স্কুলের প্রতিষ্ঠাতা তথা সমাজসেবী ও ডঃ আব্দুল হালিম মোল্লা। জাতীয় পতাকা উত্তোলনের পর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।পাশাপাশি স্বাধীনতার দিনটির গুরুত্ব নিয়ে আলোচনা করেন আব্দুল হালিম মোল্লা।
এছাড়াও এদিন উপস্থিত ছিলেন শিক্ষক প্রমাঞ্জন সরদার, গোলাম হোসেন মন্ডল, শিক্ষিকা রাশিনা আখন, শিক্ষিকা হাবিবা মোল্লা, শিক্ষক ইসলাম মন্ডল সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।