১৭ জুন ২০২৫, মঙ্গলবার, ২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

মস্কো বিমানবন্দরে ড্রোন হামলা, বিপত্তির মুখে ভারতীয় সাংসদদের প্রতিনিধি দল

আবুল খায়ের
  • আপডেট : ২৩ মে ২০২৫, শুক্রবার
  • / 97

পুবের কলম, ওয়েব ডেস্কঃ অবতরনের মুখেই বিপত্তি। ‘অপারেশন সিঁদুর’ প্রচারে রাশিয়ায় যাওয়ার সময় মস্কো বিমানবন্দরে ড্রোন হামলা থেকে প্রাণে বেঁচে গেলেন ভারতীয় সাংসদ সদস্যদের প্রতিনিধিদল। ভারত থেকে রাশিয়ার উদ্দেশ্যে যাওয়া এই প্রতিনিধি দলে রয়েছেন, ডিএমকে সাংসদ কানিমোঝি করুনানিধি, সমাজবাদী পার্টির সাংসদ রাজীব রাই, আরজেডি সাংসদ প্রেমচাঁদ গুপ্তা, ক্যাপ্টেন ব্রিজেশ, অশোক কুমার মিত্তাল, রাষ্ট্রদূত মঞ্জীব সিংহ পুরী।

বিশ্বমঞ্চে ‘অপারেশন সিঁদুর’ সম্পর্কে ভারতের অবস্থান তুলে ধরতে ভারতীয় সাংসদদের ছয়টি প্রতিনিধি দল বিভিন্ন দেশে উড়ে গিয়েছেন। ২২ মে রাশিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন কানিমোঝির নেতৃত্বে সাংসদদের এই প্রতিনিধি দলটি। কিন্তু এখন জানা গিয়েছে, কানিমোঝি-সহ ছয় প্রতিনিধিদল বহন কারী বিমানটি মস্কো বিমানবন্দরে অবতরণ করতে গিয়েই সমস্যায় পড়েছিল। কারণ শুক্রবার সকালে রাশিয়ার মস্কো বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। তাতেই সমস্যায় পড়তে ভারতীয় সাংসদদের এই প্রতিনিধি দলটিকে।

জানা গিয়েছে, ইউক্রেনের ড্রোন হামলার ভয়ে ভারতীয় সাংসদদের প্রতিনিধিদল বহনকারী বিমানটিকে মস্কো বিমানবন্দরের আকাশে কয়েক ঘন্টা ঘুরতে দেখা যায়। অবস্থার বেগতিক বুঝে মস্কো বিমানবন্দরে নামেনি বিমানটি। কয়েক ঘন্টা ঘোরার পরে, নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়নের পরে বিমানটি অবশেষে মস্কো বিমানবন্দরে অবতরণ করে।

সুতরাং পাইলটের বুদ্ধির জন্যে ইউক্রেনের ড্রোন হামলা থেকে প্রাণে বাঁচলেন ভারতীয় সাংসদের এই প্রতিনিধি দল। ড্রোন হামলার ফলে মস্কো বিমানবন্দরে কিছুক্ষণ বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তাই অবতরণের জন্যে অপেক্ষারত বিমানগুলিকে সাময়িকভাবে বিমানবন্দরে অবতরণের অনুমতি দেওয়া হয়নি। এমন পরিস্থিতিতে মস্কো বিমানবন্দর কয়েক ঘন্টার জন্যে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় ধরনের ফ্রাইট পরিষেবা স্থগিত করে দেয়। এর ফলেই সাংসদ কানিমোঝি করুণানিধিকে বহনকারী বিমানটি অবতরণ করতে পারেনি এবং আকাশে ঘুরতে থাকে। অবশেষে, অনেক বিলম্বের পর, বিমানটি নিরাপদে অবতরণ করে। কয়েক ঘন্টা বিলম্বের পর, সাংসদ কানিমোঝিকে বহনকারী বিমানটি মস্কো বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। এরপর, রাশিয়ায় ভারতীয় দূতাবাসের কর্মকর্তারা সর্বদলীয় সাংসদদের প্রতিনিধিদলকে স্বাগত জানান এবং তাঁদেরকে নিরাপদে তাদের হোটেলে পৌঁছে দেন।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মস্কো বিমানবন্দরে ড্রোন হামলা, বিপত্তির মুখে ভারতীয় সাংসদদের প্রতিনিধি দল

আপডেট : ২৩ মে ২০২৫, শুক্রবার

পুবের কলম, ওয়েব ডেস্কঃ অবতরনের মুখেই বিপত্তি। ‘অপারেশন সিঁদুর’ প্রচারে রাশিয়ায় যাওয়ার সময় মস্কো বিমানবন্দরে ড্রোন হামলা থেকে প্রাণে বেঁচে গেলেন ভারতীয় সাংসদ সদস্যদের প্রতিনিধিদল। ভারত থেকে রাশিয়ার উদ্দেশ্যে যাওয়া এই প্রতিনিধি দলে রয়েছেন, ডিএমকে সাংসদ কানিমোঝি করুনানিধি, সমাজবাদী পার্টির সাংসদ রাজীব রাই, আরজেডি সাংসদ প্রেমচাঁদ গুপ্তা, ক্যাপ্টেন ব্রিজেশ, অশোক কুমার মিত্তাল, রাষ্ট্রদূত মঞ্জীব সিংহ পুরী।

বিশ্বমঞ্চে ‘অপারেশন সিঁদুর’ সম্পর্কে ভারতের অবস্থান তুলে ধরতে ভারতীয় সাংসদদের ছয়টি প্রতিনিধি দল বিভিন্ন দেশে উড়ে গিয়েছেন। ২২ মে রাশিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন কানিমোঝির নেতৃত্বে সাংসদদের এই প্রতিনিধি দলটি। কিন্তু এখন জানা গিয়েছে, কানিমোঝি-সহ ছয় প্রতিনিধিদল বহন কারী বিমানটি মস্কো বিমানবন্দরে অবতরণ করতে গিয়েই সমস্যায় পড়েছিল। কারণ শুক্রবার সকালে রাশিয়ার মস্কো বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। তাতেই সমস্যায় পড়তে ভারতীয় সাংসদদের এই প্রতিনিধি দলটিকে।

জানা গিয়েছে, ইউক্রেনের ড্রোন হামলার ভয়ে ভারতীয় সাংসদদের প্রতিনিধিদল বহনকারী বিমানটিকে মস্কো বিমানবন্দরের আকাশে কয়েক ঘন্টা ঘুরতে দেখা যায়। অবস্থার বেগতিক বুঝে মস্কো বিমানবন্দরে নামেনি বিমানটি। কয়েক ঘন্টা ঘোরার পরে, নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়নের পরে বিমানটি অবশেষে মস্কো বিমানবন্দরে অবতরণ করে।

সুতরাং পাইলটের বুদ্ধির জন্যে ইউক্রেনের ড্রোন হামলা থেকে প্রাণে বাঁচলেন ভারতীয় সাংসদের এই প্রতিনিধি দল। ড্রোন হামলার ফলে মস্কো বিমানবন্দরে কিছুক্ষণ বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তাই অবতরণের জন্যে অপেক্ষারত বিমানগুলিকে সাময়িকভাবে বিমানবন্দরে অবতরণের অনুমতি দেওয়া হয়নি। এমন পরিস্থিতিতে মস্কো বিমানবন্দর কয়েক ঘন্টার জন্যে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় ধরনের ফ্রাইট পরিষেবা স্থগিত করে দেয়। এর ফলেই সাংসদ কানিমোঝি করুণানিধিকে বহনকারী বিমানটি অবতরণ করতে পারেনি এবং আকাশে ঘুরতে থাকে। অবশেষে, অনেক বিলম্বের পর, বিমানটি নিরাপদে অবতরণ করে। কয়েক ঘন্টা বিলম্বের পর, সাংসদ কানিমোঝিকে বহনকারী বিমানটি মস্কো বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। এরপর, রাশিয়ায় ভারতীয় দূতাবাসের কর্মকর্তারা সর্বদলীয় সাংসদদের প্রতিনিধিদলকে স্বাগত জানান এবং তাঁদেরকে নিরাপদে তাদের হোটেলে পৌঁছে দেন।