০৬ অগাস্ট ২০২৫, বুধবার, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আপাতত কাটল দুর্ভোগের আশংকা, গণছুটি প্রত্যাহার করলেন স্টেশন মাস্টাররা

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৮ মে ২০২২, শনিবার
  • / 11

Representative image

পুবের কলম ওয়েবডেস্কঃ দাবি আদায়ের জিগির তুলেও একদিনের গণছুটি থেকে পিছিয়ে এলেন স্টেশন মাস্টাররা। অল ইন্ডিয়া স্টেশন মাস্টারর্স অ্যাসোসিয়েশন নামে স্টেশন মাস্টারদের যে সর্বভারতীয় সংগঠন কর্মবিরতির সিন্ধান্ত আপাতত প্রত্যাহার করলেন। এর ফলে আগামী ৩১ অগস্ট ট্রেন বন্ধের যে আশংকা ছিল তা আপাতত দূর হল।

স্টেশন মাস্টারদের দাবি দেশ জুড়ে প্রায় ৬০০০ স্টেশন মাস্টারের পদ শূন্য রয়েছে। তা পূর্ণ করা হচ্ছেনা। এরসঙ্গে যুক্ত হয়েছে অতিরিক্ত কাজের চাপ, মিলছেনা ছুটিছাটা। এছাড়াও অন্যান্য ভাতাও বন্ধ করে দেওয়া হয়েছে বলে দাবি আন্দোলনরত স্টেশন মাস্টারদের।

আরও পড়ুন: এবছরের ভাইফোঁটাতে সরকারি ছুটি ঘোষণা অর্থ দফতরের

২০২০ সাল থেকে স্টেশন মাস্টাররা  আন্দোলন করলেও কেন্দ্র তাতে কর্ণপাত করেনি বলেই দাবি স্টেশন মাস্টারদের। শান্তিপূর্ণ উপায়ে দাবি আদায়ের সবরকম চেষ্টা করেও যখন কোন কিছু হয়নি তখন সর্বোচ্চ আন্দোলন হিসাবে তাঁরা গণছুটির হুশিয়ারি দেন।

সেন্ট্রাল অর্গানাইজিং সেক্রেটারি পূর্ব রেলের গার্ড রামআধার প্রাসাদ বলেন, আগামী ৩০ মে দিল্লিতে ডেপুটি চিফ লেবার কমিশনার, রেল বোর্ডের কর্তারা স্টেশন মাস্টার) অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক করবেন। দাবিদাওয়া সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত হওয়ার কথা। যদি সমাধানসূত্র বের হয় তাহলে ভালো, না হলে অচিরেই আবারও গণ ছুটি নেবেন স্টেশন মাস্টাররা।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আপাতত কাটল দুর্ভোগের আশংকা, গণছুটি প্রত্যাহার করলেন স্টেশন মাস্টাররা

আপডেট : ২৮ মে ২০২২, শনিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ দাবি আদায়ের জিগির তুলেও একদিনের গণছুটি থেকে পিছিয়ে এলেন স্টেশন মাস্টাররা। অল ইন্ডিয়া স্টেশন মাস্টারর্স অ্যাসোসিয়েশন নামে স্টেশন মাস্টারদের যে সর্বভারতীয় সংগঠন কর্মবিরতির সিন্ধান্ত আপাতত প্রত্যাহার করলেন। এর ফলে আগামী ৩১ অগস্ট ট্রেন বন্ধের যে আশংকা ছিল তা আপাতত দূর হল।

স্টেশন মাস্টারদের দাবি দেশ জুড়ে প্রায় ৬০০০ স্টেশন মাস্টারের পদ শূন্য রয়েছে। তা পূর্ণ করা হচ্ছেনা। এরসঙ্গে যুক্ত হয়েছে অতিরিক্ত কাজের চাপ, মিলছেনা ছুটিছাটা। এছাড়াও অন্যান্য ভাতাও বন্ধ করে দেওয়া হয়েছে বলে দাবি আন্দোলনরত স্টেশন মাস্টারদের।

আরও পড়ুন: এবছরের ভাইফোঁটাতে সরকারি ছুটি ঘোষণা অর্থ দফতরের

২০২০ সাল থেকে স্টেশন মাস্টাররা  আন্দোলন করলেও কেন্দ্র তাতে কর্ণপাত করেনি বলেই দাবি স্টেশন মাস্টারদের। শান্তিপূর্ণ উপায়ে দাবি আদায়ের সবরকম চেষ্টা করেও যখন কোন কিছু হয়নি তখন সর্বোচ্চ আন্দোলন হিসাবে তাঁরা গণছুটির হুশিয়ারি দেন।

সেন্ট্রাল অর্গানাইজিং সেক্রেটারি পূর্ব রেলের গার্ড রামআধার প্রাসাদ বলেন, আগামী ৩০ মে দিল্লিতে ডেপুটি চিফ লেবার কমিশনার, রেল বোর্ডের কর্তারা স্টেশন মাস্টার) অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক করবেন। দাবিদাওয়া সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত হওয়ার কথা। যদি সমাধানসূত্র বের হয় তাহলে ভালো, না হলে অচিরেই আবারও গণ ছুটি নেবেন স্টেশন মাস্টাররা।