০৮ অগাস্ট ২০২৫, শুক্রবার, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

দুই দেশের মধ্যে স্থানীয় মুদ্রায় লেনদেন নিয়ে প্রধানমন্ত্রী হাসিনার সঙ্গে বৈঠকে আলোচনা পররাষ্ট্র সচিব কোয়াত্রার

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৬ ফেব্রুয়ারী ২০২৩, বৃহস্পতিবার
  • / 54

পুবের কলম, ওয়েবডেস্ক: ভারত ও বাংলাদেশ স্থানীয় মুদ্রায় লেনদেন করার বিষয় নিয়ে চিন্তা-ভাবনা শুরু করেছে। বুধবার ঢাকার গণভবনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার সাক্ষাতের সময় এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের সময় পররাষ্ট্র সচিব কোয়াত্রা বলেন, আপনি এবং আপনার নেতৃত্বের প্রতি আমাদের সার্বিক সমর্থন রয়েছে। রাজনৈতিক ও অর্থনৈতিক অগ্রগতিসহ উন্নয়ন যাত্রায় ভারত, বাংলাদেশের পাশে থাকবে। বাংলাদেশকে দ্রুত ঋণ পরিশোধে সক্ষম ভারতীয় লাইন অফ ক্রেডিট (এলওসি) এর শর্তাবলী সহজ করার কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

দুই প্রতিবেশী দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে অত্যন্ত দৃঢ় উল্লেখ করে কোয়াত্রা বলেন, সমগ্র বিশ্ব এখন বাংলাদেশ-ভারতের সম্পর্ককে মূল্যায়ন করে, যা ইতিমধ্যেই কৌশলগত পর্যায়ে পৌঁছেছে। এ সম্পর্ক আরও মজবুত হচ্ছে। বাংলাদেশ হল ভারতের ‘নেবারহুড ফার্স্ট পলিসি’ এবং এর ‘অ্যাক্ট ইস্ট পলিসি’-এর মূল অংশীদার।

আরও পড়ুন: ‘July uprising anniversary’: স্বৈরাচার যেন আর মাথাচাড়া দিতে না পারে: প্রধান উপদেষ্টা

প্রধানমন্ত্রী হাসিনা বলেন, তিনি আশা করেন এই বন্ধুত্ব আরও গভীর হবে এবং উভয় দেশই তাদের জনগণের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করবে। বৈঠকে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মা এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

আরও পড়ুন: ৮ এপ্রিল তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক, নজরে হুইপ অমান্যকারী বিধায়করা

জানা গেছে, এই বৈঠকে উভয় পক্ষই বাণিজ্য ও বিনিয়োগ, সংযোগ, বিদ্যুৎ ও জ্বালানি, প্রতিরক্ষা ও নিরাপত্তা এবং জনগণের মধ্যে সম্পর্ক সহ বিভিন্ন ক্ষেত্রে চলমান দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও জোরদার করতে সম্মত হয়েছে। উভয় দেশ রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদের জন্য একে অপরের আসন্ন প্রার্থিতাকে পারস্পরিক সমর্থন করতে সম্মত হয়েছে।

আরও পড়ুন: অভিষেকের বৈঠকে বিশেষ নজর ‘ভূতুড়ে’ ভোটার তালিকায়

এদিকে, নয়াদিল্লিতে জি-২০ সম্মেলনে যোগ দেওয়ার জন্য পররাষ্ট্র সচিব কোয়াত্রা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান। সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী হাসিনা। জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হবে চলতি বছরের ৯ ও ১০ সেপ্টেম্বরে। প্রসঙ্গত, আগেও ভারত তাদের সব বৈঠকেই বাংলাদেশকে ‘অতিথি দেশ’ হিসেবে আমন্ত্রণ জানিয়েছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দুই দেশের মধ্যে স্থানীয় মুদ্রায় লেনদেন নিয়ে প্রধানমন্ত্রী হাসিনার সঙ্গে বৈঠকে আলোচনা পররাষ্ট্র সচিব কোয়াত্রার

আপডেট : ১৬ ফেব্রুয়ারী ২০২৩, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: ভারত ও বাংলাদেশ স্থানীয় মুদ্রায় লেনদেন করার বিষয় নিয়ে চিন্তা-ভাবনা শুরু করেছে। বুধবার ঢাকার গণভবনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার সাক্ষাতের সময় এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের সময় পররাষ্ট্র সচিব কোয়াত্রা বলেন, আপনি এবং আপনার নেতৃত্বের প্রতি আমাদের সার্বিক সমর্থন রয়েছে। রাজনৈতিক ও অর্থনৈতিক অগ্রগতিসহ উন্নয়ন যাত্রায় ভারত, বাংলাদেশের পাশে থাকবে। বাংলাদেশকে দ্রুত ঋণ পরিশোধে সক্ষম ভারতীয় লাইন অফ ক্রেডিট (এলওসি) এর শর্তাবলী সহজ করার কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

দুই প্রতিবেশী দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে অত্যন্ত দৃঢ় উল্লেখ করে কোয়াত্রা বলেন, সমগ্র বিশ্ব এখন বাংলাদেশ-ভারতের সম্পর্ককে মূল্যায়ন করে, যা ইতিমধ্যেই কৌশলগত পর্যায়ে পৌঁছেছে। এ সম্পর্ক আরও মজবুত হচ্ছে। বাংলাদেশ হল ভারতের ‘নেবারহুড ফার্স্ট পলিসি’ এবং এর ‘অ্যাক্ট ইস্ট পলিসি’-এর মূল অংশীদার।

আরও পড়ুন: ‘July uprising anniversary’: স্বৈরাচার যেন আর মাথাচাড়া দিতে না পারে: প্রধান উপদেষ্টা

প্রধানমন্ত্রী হাসিনা বলেন, তিনি আশা করেন এই বন্ধুত্ব আরও গভীর হবে এবং উভয় দেশই তাদের জনগণের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করবে। বৈঠকে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মা এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

আরও পড়ুন: ৮ এপ্রিল তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক, নজরে হুইপ অমান্যকারী বিধায়করা

জানা গেছে, এই বৈঠকে উভয় পক্ষই বাণিজ্য ও বিনিয়োগ, সংযোগ, বিদ্যুৎ ও জ্বালানি, প্রতিরক্ষা ও নিরাপত্তা এবং জনগণের মধ্যে সম্পর্ক সহ বিভিন্ন ক্ষেত্রে চলমান দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও জোরদার করতে সম্মত হয়েছে। উভয় দেশ রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদের জন্য একে অপরের আসন্ন প্রার্থিতাকে পারস্পরিক সমর্থন করতে সম্মত হয়েছে।

আরও পড়ুন: অভিষেকের বৈঠকে বিশেষ নজর ‘ভূতুড়ে’ ভোটার তালিকায়

এদিকে, নয়াদিল্লিতে জি-২০ সম্মেলনে যোগ দেওয়ার জন্য পররাষ্ট্র সচিব কোয়াত্রা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান। সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী হাসিনা। জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হবে চলতি বছরের ৯ ও ১০ সেপ্টেম্বরে। প্রসঙ্গত, আগেও ভারত তাদের সব বৈঠকেই বাংলাদেশকে ‘অতিথি দেশ’ হিসেবে আমন্ত্রণ জানিয়েছে।