প্রয়াত জম্মু কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক

- আপডেট : ৫ অগাস্ট ২০২৫, মঙ্গলবার
- / 35
পুবের কলম, ওয়েবডেস্ক: প্রয়াত জম্মু কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৯। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই তিনি কিডনির রোগে ভুগছিলেন। মঙ্গলবার দুপুর ১টা নাগাদ নয়াদিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
২০১৮ সালের অগস্ট থেকে ২০১৯ সালের অক্টোবর পর্যন্ত সত্যপাল মালিক জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেছেন। সত্যপাল মালিকের সময়েই ২০১৯ সালের ৫ আগস্ট ৩৭০ ধারা বাতিল করা হয়েছিল।২০২২ সালের অক্টোবর পর্যন্ত তিনি মেঘালয়ের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেছেন।
पूर्व गवर्नर चौधरी सत्यपाल सिंह मलिक जी नहीं रहें।#satyapalmalik
— Satyapal Malik (@SatyapalMalik6) August 5, 2025
Saddened by the passing away of Shri Satyapal Malik Ji. My thoughts are with his family and supporters in this hour of grief. Om Shanti.
— Narendra Modi (@narendramodi) August 5, 2025