২২ অক্টোবর ২০২৫, বুধবার, ৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

উচ্চ আদালতে স্বস্তি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির

আবুল খায়ের
  • আপডেট : ১৬ মে ২০২৪, বৃহস্পতিবার
  • / 23

পুবের কলম, ওয়েব ডেস্কঃ লোকসভা নির্বাচনের আবহে উচ্চ আদালতে স্বস্তি পেলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আগামী ১৪ জুন পর্যন্ত তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা যাবে না বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। এইসময় কালের মধ্যে অভিজিতের বিরুদ্ধে কোনও তদন্তও করতে পারবে না পুলিশ। বৃহস্পতিবার হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই নির্দেশ দেন। আদালত জানায়, লোকসভা নির্বাচনের মধ্যে অভিজিতের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করতে পারবে না রাজ্য সরকার। বিচারপতি ঘোষ তাঁর নির্দেশে বলেন, “আগামী ২১ জুন এফআইআর যেটা করা হয়েছে তার গ্রহণযোগ্যতা রয়েছে কিনা বিচার করা হবে। তবে তার আগে মামলাকারীর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা যাবে না। এই নির্দেশের সময় বিচারপতির মুখে শোনা যায় অরবিন্দ কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিনের বিষয়টি। সেটা উল্লেখ করেই বিচারপতি বলেন, “এখানে মামলাকারী নিজেও যেহেতু প্রার্থী, তাই আদালত এই সিদ্ধান্ত নিচ্ছে। আগামী ১২ জুন পরবর্তী শুনানি হবে।”

প্রসঙ্গত, বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে প্রথমে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু বিচারপতি ব্যক্তিগত কারণ দেখিয়ে সেই মামলা থেকে সরে দাঁড়ান। বৃহস্পতিবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলার শুনানি হয়। তমলুকের সিজেএমের বক্তব্য অনুযায়ী, যে সব অভিযোগ তুলে এফআইআর দায়ের করা হয়েছে, পুলিশের আগে সেই সব অভিযোগের সত্যতা খুঁজে দেখা উচিত ছিল। কলকাতা হাইকোর্ট এই বিষয়টিও উল্লেখ করেছে। এমনকী দু’‌পক্ষকে নিজেদের বক্তব্য জানিয়ে হলফনামা দিতে বলা হয়েছে। গত ৪ মে তমলুকে মনোনয়ন জমা দিতে যান অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মিছিলে করে তা করা হয়। তবে মিছিলটি হাসপাতাল মোড়ে পৌঁছনোর পর অশান্তি শুরু হয়। তৃণমূল কংগ্রেসের শিক্ষক সংগঠন ওখানে বিক্ষোভ দেখাচ্ছিল। তাদের উপর হামলা করে বিজেপি বলে অভিযোগ। তখন ওই সংগঠনের রাজ্য সভাপতি মইদুল ইসলাম থানায় অভিযোগ দায়ের করেন।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

উচ্চ আদালতে স্বস্তি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির

আপডেট : ১৬ মে ২০২৪, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েব ডেস্কঃ লোকসভা নির্বাচনের আবহে উচ্চ আদালতে স্বস্তি পেলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আগামী ১৪ জুন পর্যন্ত তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা যাবে না বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। এইসময় কালের মধ্যে অভিজিতের বিরুদ্ধে কোনও তদন্তও করতে পারবে না পুলিশ। বৃহস্পতিবার হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই নির্দেশ দেন। আদালত জানায়, লোকসভা নির্বাচনের মধ্যে অভিজিতের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করতে পারবে না রাজ্য সরকার। বিচারপতি ঘোষ তাঁর নির্দেশে বলেন, “আগামী ২১ জুন এফআইআর যেটা করা হয়েছে তার গ্রহণযোগ্যতা রয়েছে কিনা বিচার করা হবে। তবে তার আগে মামলাকারীর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা যাবে না। এই নির্দেশের সময় বিচারপতির মুখে শোনা যায় অরবিন্দ কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিনের বিষয়টি। সেটা উল্লেখ করেই বিচারপতি বলেন, “এখানে মামলাকারী নিজেও যেহেতু প্রার্থী, তাই আদালত এই সিদ্ধান্ত নিচ্ছে। আগামী ১২ জুন পরবর্তী শুনানি হবে।”

প্রসঙ্গত, বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে প্রথমে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু বিচারপতি ব্যক্তিগত কারণ দেখিয়ে সেই মামলা থেকে সরে দাঁড়ান। বৃহস্পতিবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলার শুনানি হয়। তমলুকের সিজেএমের বক্তব্য অনুযায়ী, যে সব অভিযোগ তুলে এফআইআর দায়ের করা হয়েছে, পুলিশের আগে সেই সব অভিযোগের সত্যতা খুঁজে দেখা উচিত ছিল। কলকাতা হাইকোর্ট এই বিষয়টিও উল্লেখ করেছে। এমনকী দু’‌পক্ষকে নিজেদের বক্তব্য জানিয়ে হলফনামা দিতে বলা হয়েছে। গত ৪ মে তমলুকে মনোনয়ন জমা দিতে যান অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মিছিলে করে তা করা হয়। তবে মিছিলটি হাসপাতাল মোড়ে পৌঁছনোর পর অশান্তি শুরু হয়। তৃণমূল কংগ্রেসের শিক্ষক সংগঠন ওখানে বিক্ষোভ দেখাচ্ছিল। তাদের উপর হামলা করে বিজেপি বলে অভিযোগ। তখন ওই সংগঠনের রাজ্য সভাপতি মইদুল ইসলাম থানায় অভিযোগ দায়ের করেন।