০২ জুলাই ২০২৫, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী মাহাথি মুহাম্মদের অস্ত্রোপচার সফল

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১০ জানুয়ারী ২০২২, সোমবার
  • / 40

পুবের কলম, ওয়েবডেস্কঃ আধুনিক মালয়েশিয়ার রূপকার দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রী মাহাথির মুহাম্মদের একটি অস্ত্রোপচার সফল হয়েছে। কয়েক দিনের মধ্যেই হাসপাতাল ছেড়ে তিনি ঘরে ফিরতে পারবেন বলে মনে করা হচ্ছে। রবিবার এ তথ্য জানিয়েছে মালয় ন্যাশনাল হার্ট ইনস্টিটিউট। মাহাথিরের শরীরে ‘ইলেক্টিভ মেডিক্যাল প্রসিডিউর’ সফল হওয়ার কথা জানিয়ে বিবৃতি দিয়েছে ইনস্টিটিউটটি।

বিবৃতিতে ‘অপ্রত্যাশিত ঘটনা ছাড়াই অস্ত্রোপচারটি শেষ হওয়া’র কথা উল্লেখ করা হয়। গত ১৬ ডিসেম্বর দ্বিতীয়বারের মতো  হাসপাতালে ভর্তি করা হয় মাহাথিরকে। ৯৬ বছর বয়সী এই রাজনীতিবিদের স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করতে বেশ কয়েক দিন লেগে যায়। ওই সময়ে কারও সঙ্গেই তাঁকে সাক্ষাৎ করতে দেওয়া হয়নি। মূলত হার্টের পুরনো সমস্যার জেরেই হাসপাতালে ভর্তি হতে হয়েছিল মাহাথিরকে। সেসময় সপ্তাহখানেক চিকিৎসা নিয়ে ঘরে ফিরেছিলেন। এর আগে ২০০৬ সালে একটি মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছিল তার। এ ছাড়া ১৯৮৯ ও ২০০৭ সালে তার বাইপাস সার্জারি করা হয়েছিল। ২০১৮ সালেও বুকে সংক্রমণের কারণে একই হাসপাতালে চিকিৎসা নেন তিনি।

আরও পড়ুন: শিশুর গলায় আটকে যাওয়া ১২৮টি মুদ্রাকে অস্ত্রোপচার ছাড়াই বের করলেন চিকিৎসক

 

আরও পড়ুন: অস্ত্রোপচার করতে এসে মদ্যপ অবস্থায় লুটিয়ে পড়লেন চিকিৎসক

আরও পড়ুন: অপারেশন চলাকালীন ভূমিকম্প জম্মু-কাশ্মীরে, চলে গেল বিদ্যুৎ! তারপরেও অস্ত্রোপচার সারলেন চিকিৎসকরা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী মাহাথি মুহাম্মদের অস্ত্রোপচার সফল

আপডেট : ১০ জানুয়ারী ২০২২, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ আধুনিক মালয়েশিয়ার রূপকার দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রী মাহাথির মুহাম্মদের একটি অস্ত্রোপচার সফল হয়েছে। কয়েক দিনের মধ্যেই হাসপাতাল ছেড়ে তিনি ঘরে ফিরতে পারবেন বলে মনে করা হচ্ছে। রবিবার এ তথ্য জানিয়েছে মালয় ন্যাশনাল হার্ট ইনস্টিটিউট। মাহাথিরের শরীরে ‘ইলেক্টিভ মেডিক্যাল প্রসিডিউর’ সফল হওয়ার কথা জানিয়ে বিবৃতি দিয়েছে ইনস্টিটিউটটি।

বিবৃতিতে ‘অপ্রত্যাশিত ঘটনা ছাড়াই অস্ত্রোপচারটি শেষ হওয়া’র কথা উল্লেখ করা হয়। গত ১৬ ডিসেম্বর দ্বিতীয়বারের মতো  হাসপাতালে ভর্তি করা হয় মাহাথিরকে। ৯৬ বছর বয়সী এই রাজনীতিবিদের স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করতে বেশ কয়েক দিন লেগে যায়। ওই সময়ে কারও সঙ্গেই তাঁকে সাক্ষাৎ করতে দেওয়া হয়নি। মূলত হার্টের পুরনো সমস্যার জেরেই হাসপাতালে ভর্তি হতে হয়েছিল মাহাথিরকে। সেসময় সপ্তাহখানেক চিকিৎসা নিয়ে ঘরে ফিরেছিলেন। এর আগে ২০০৬ সালে একটি মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছিল তার। এ ছাড়া ১৯৮৯ ও ২০০৭ সালে তার বাইপাস সার্জারি করা হয়েছিল। ২০১৮ সালেও বুকে সংক্রমণের কারণে একই হাসপাতালে চিকিৎসা নেন তিনি।

আরও পড়ুন: শিশুর গলায় আটকে যাওয়া ১২৮টি মুদ্রাকে অস্ত্রোপচার ছাড়াই বের করলেন চিকিৎসক

 

আরও পড়ুন: অস্ত্রোপচার করতে এসে মদ্যপ অবস্থায় লুটিয়ে পড়লেন চিকিৎসক

আরও পড়ুন: অপারেশন চলাকালীন ভূমিকম্প জম্মু-কাশ্মীরে, চলে গেল বিদ্যুৎ! তারপরেও অস্ত্রোপচার সারলেন চিকিৎসকরা