০২ জুলাই ২০২৫, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারপার্সন নির্বাচিত হলেন সুপ্রিমকোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৮ জুন ২০২২, শনিবার
  • / 19

নয়াদিল্লি, ১৯ জুনঃ প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারপার্সন নির্বাচিত হলেন সুপ্রিমকোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই। তিনি বিচারপতি (অব.) সিকে প্রসাদের স্থলাভিষিক্ত হন যিনি ২০২১ সালের নভেম্বর মাসে অবসর নেন। তারপর থেকেই শূন্যই  রয়েছে পদটি।

 

আরও পড়ুন: Breaking: চেয়ারপার্সন নির্বাচিত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়

মূলত বোম্বে হাইকোর্টের   বিচারপতি দেশাই সেপ্টেম্বর২০১১  থেকে  ২০১৪  সালের অক্টোবর  পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারপতি  হিসাবে কাজ করেছিলেন।বিচারপতি দেশাই মুম্বাইয়ের সরকারি আইন কলেজ থেকে আইনে স্নাতক হন। ১৯৭৩ সালে বার কাউন্সিলে  প্রথম আইনজীবী হিসেবে নথিভুক্ত হন এবং বোম্বে হাইকোর্টে প্র্যাকটিস শুরু করেন।  তিনি১৯ ৯৬  সালে বোম্বে হাইকোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হন ।এরপর ২০১১ সালের সেপ্টেম্বর মাসে শীর্ষ আদালতের বিচারপতি হিসেবে যোগদান করেন।  সম্প্রতি, উত্তরাখণ্ড সরকার এক দেশ এক আইন পর্যালোনার জন্য্য   বিচারপতি দেশাইয়ের নেতৃত্বে৫  সদস্যের একটি প্যানেল গঠন করেন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারপার্সন নির্বাচিত হলেন সুপ্রিমকোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই

আপডেট : ১৮ জুন ২০২২, শনিবার

নয়াদিল্লি, ১৯ জুনঃ প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারপার্সন নির্বাচিত হলেন সুপ্রিমকোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই। তিনি বিচারপতি (অব.) সিকে প্রসাদের স্থলাভিষিক্ত হন যিনি ২০২১ সালের নভেম্বর মাসে অবসর নেন। তারপর থেকেই শূন্যই  রয়েছে পদটি।

 

আরও পড়ুন: Breaking: চেয়ারপার্সন নির্বাচিত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়

মূলত বোম্বে হাইকোর্টের   বিচারপতি দেশাই সেপ্টেম্বর২০১১  থেকে  ২০১৪  সালের অক্টোবর  পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারপতি  হিসাবে কাজ করেছিলেন।বিচারপতি দেশাই মুম্বাইয়ের সরকারি আইন কলেজ থেকে আইনে স্নাতক হন। ১৯৭৩ সালে বার কাউন্সিলে  প্রথম আইনজীবী হিসেবে নথিভুক্ত হন এবং বোম্বে হাইকোর্টে প্র্যাকটিস শুরু করেন।  তিনি১৯ ৯৬  সালে বোম্বে হাইকোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হন ।এরপর ২০১১ সালের সেপ্টেম্বর মাসে শীর্ষ আদালতের বিচারপতি হিসেবে যোগদান করেন।  সম্প্রতি, উত্তরাখণ্ড সরকার এক দেশ এক আইন পর্যালোনার জন্য্য   বিচারপতি দেশাইয়ের নেতৃত্বে৫  সদস্যের একটি প্যানেল গঠন করেন।