০৪ অক্টোবর ২০২৫, শনিবার, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

হিমাচলের কুলুতে গিয়ে নিখোঁজ চার বাঙালি ট্রেকার

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৯ সেপ্টেম্বর ২০২২, শুক্রবার
  • / 84

পুবের কলম প্রতিবেদক:  ৫৪৫৮ মিটার উঁচু মাউন্ট আলি রতনি টিব্বা শৃঙ্গে ট্রেকিং করতে গিয়ে নিখোঁজ বাংলার চার পর্বতারোহী। এখনও পর্যন্ত তাঁদের নাম সম্পর্কে শুধু তথ্য পাওয়া যাচ্ছে। তাঁরা হলেন অভিজিৎ বণিক (৪৩), চিন্ময় মণ্ডল (৪৫), দিবাংশ দাস (৩৭) ও বিনয় দাস (৩১)।

শুরুর দিকে আবহাওয়া ভালো থাকলেও পরে হঠাৎ খারাপ আবহাওয়ার মধ্যে পড়ে এই অভিযাত্রী দলটি। নিখোঁজ সদস্যদের তথ্য জানাতে দলের সঙ্গে থাকা বাবুর্চি মালানায় ফিরে এসেছেন। তাঁর দেওয়া তথ্য অনুসারে এখনও কোনও খবর পাওয়া যাচ্ছে না এই চারজনের। ওই দলের সঙ্গে থাকা রঞ্জন দাস জানান, ট্র্যাকিংয়ের সময় তার লোকজন নিখোঁজ হয়েছে। তিনি কোনওমতে মালানায় ফিরে এসে ঘটনাটি জেলা প্রশাসনকে জানান। জেলা প্রশাসন ও অটল বিহারী মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের দল উদ্ধারের জন্য ঘটনাস্থলে রওনা হয়েছে। দলকে স্যাটেলাইট মোবাইলও দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: বন্যা বিধ্বস্ত হিমাচলে পৌঁছলেন মোদি, ১৫০০ কোটি টাকা সাহায্য ঘোষণা

এসডিএম কুল্লু বিকাশ শুক্লা জানিয়েছেন, ঘটনাস্থলে দল পাঠানো হয়েছে উদ্ধার অভিযান থেকে ফিরে আসার পরই কিছু বলা যাবে। এখনও পর্যন্ত চারজন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন: তেহট্টে তৃতীয় শ্রেণীর ছাত্রের রহস্যমৃত্যু, জনতার মারে ২ প্রতিবেশীর মৃত্যু

আরও পড়ুন: Pahalgam Terror Attack: কাশ্মীরি পড়ুয়াদের বেছে বেছে মারধর-হেনস্থা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হিমাচলের কুলুতে গিয়ে নিখোঁজ চার বাঙালি ট্রেকার

আপডেট : ৯ সেপ্টেম্বর ২০২২, শুক্রবার

পুবের কলম প্রতিবেদক:  ৫৪৫৮ মিটার উঁচু মাউন্ট আলি রতনি টিব্বা শৃঙ্গে ট্রেকিং করতে গিয়ে নিখোঁজ বাংলার চার পর্বতারোহী। এখনও পর্যন্ত তাঁদের নাম সম্পর্কে শুধু তথ্য পাওয়া যাচ্ছে। তাঁরা হলেন অভিজিৎ বণিক (৪৩), চিন্ময় মণ্ডল (৪৫), দিবাংশ দাস (৩৭) ও বিনয় দাস (৩১)।

শুরুর দিকে আবহাওয়া ভালো থাকলেও পরে হঠাৎ খারাপ আবহাওয়ার মধ্যে পড়ে এই অভিযাত্রী দলটি। নিখোঁজ সদস্যদের তথ্য জানাতে দলের সঙ্গে থাকা বাবুর্চি মালানায় ফিরে এসেছেন। তাঁর দেওয়া তথ্য অনুসারে এখনও কোনও খবর পাওয়া যাচ্ছে না এই চারজনের। ওই দলের সঙ্গে থাকা রঞ্জন দাস জানান, ট্র্যাকিংয়ের সময় তার লোকজন নিখোঁজ হয়েছে। তিনি কোনওমতে মালানায় ফিরে এসে ঘটনাটি জেলা প্রশাসনকে জানান। জেলা প্রশাসন ও অটল বিহারী মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের দল উদ্ধারের জন্য ঘটনাস্থলে রওনা হয়েছে। দলকে স্যাটেলাইট মোবাইলও দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: বন্যা বিধ্বস্ত হিমাচলে পৌঁছলেন মোদি, ১৫০০ কোটি টাকা সাহায্য ঘোষণা

এসডিএম কুল্লু বিকাশ শুক্লা জানিয়েছেন, ঘটনাস্থলে দল পাঠানো হয়েছে উদ্ধার অভিযান থেকে ফিরে আসার পরই কিছু বলা যাবে। এখনও পর্যন্ত চারজন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন: তেহট্টে তৃতীয় শ্রেণীর ছাত্রের রহস্যমৃত্যু, জনতার মারে ২ প্রতিবেশীর মৃত্যু

আরও পড়ুন: Pahalgam Terror Attack: কাশ্মীরি পড়ুয়াদের বেছে বেছে মারধর-হেনস্থা