০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ম্যাগসেসে পুরস্কার পেলেন চার জন

ইমামা খাতুন
  • আপডেট : ২ সেপ্টেম্বর ২০২২, শুক্রবার
  • / 97

পুবের কলম ওয়েব ডেস্কঃ এশিয়ার নোবেলখ্যাত র‌্যামন ম্যাগসেসে পুরস্কার ঘোষিত হল। এ বছর  পুরস্কার পেয়েছেন মোট ৪ জন। বুধবার ফিলিপাইন্সের রাজধানী ম্যানিলায় পুরস্কার বিজয়ীদের নাম  ঘোষণা করা হয়। এশিয়ার দরিদ্র জনগোষ্ঠী ও পরিবেশের উন্নয়নে কাজ করায় তাদের বেছে নেওয়া হয়েছে। পুরস্কারপ্রাপ্তরা হলেন কম্বোডিয়ার মনোরোগ বিশেষজ্ঞ সথেরা চিহিম, ফিলিপাইন্সের শিশু চিকিৎসক ও অধিকারকর্মী বারমাদেত্তে জে মাদ্রিদ, জাপানের চক্ষুরোগ বিশেষজ্ঞ তাদাশি হাতোরি ও ইন্দোনেশিয়ার পরিবেশ আন্দোলনকর্মী ও চলচ্চিত্র নির্মাতা গ্যারি বেনচেগহিব। আগামী নভেম্বরে ম্যানিলায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

 

আরও পড়ুন: মুসলিম ও কাশ্মীরিদের টার্গেট করবেন না, আর্জি পহেলগাঁও কাণ্ডে শহিদ বিনয়ের স্ত্রীর

ফিলিপাইন্সের প্রাক্তন প্রেসিডেন্ট র‌্যামন ম্যাগসেসের নামে এ পুরস্কার দেওয়া হয়। ১৯৫৭ সালের ১৭ মার্চ মর্মান্তিক এক বিমান দুর্ঘটনায় মারা যান র‌্যামন ম্যাগসেসে। ১৯৫৮ সাল থেকে তার নামে প্রতিষ্ঠিত র‌্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড ফাউন্ডেশন থেকে এ পুরস্কার দেওয়া শুরু হয়।

আরও পড়ুন: উত্তর-পূর্ব ভারতের ৫৫ শতাংশ মানুষ হাসিনাকে ফেরত পাঠানোর পক্ষে

 

আরও পড়ুন: মুস্তাফাবাদ কেন্দ্রের নাম হবে শিবপুরী অথবা শিববিহার, বললেন বিস্ত

প্রতিবছর ম্যাগসেসের জন্মদিন ৩১ আগস্ট ম্যানিলা থেকে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। চলতি বছর ৬৪তম ম্যাগসেসে পুরস্কার ঘোষিত হল। বিজয়ীদের মধ্যে প্রথমেই রয়েছেন কম্বোডিয়ার মনোরোগ বিশেষজ্ঞ ৫৪ বছর বয়সী সথেরা চিহিম।

 

কম্বোডিয়ায় খেমাররুজ শাসনামলের গণহত্যা থেকে বেঁচে যাওয়াদের মানসিক চিকিৎসায় অবদান রাখায় তাকে এই পুরস্কারের জন্য বেছে নেওয়া হয়েছে। নিজ দেশের প্রাক্তন প্রেসিডেন্টের নামে পুরস্কার জিতে নিয়েছেন ফিলিপাইন্সের শিশু চিকিৎসক ও অধিকারকর্মী ৬৪ বছর বয়সী বারমাদেত্তে জে মাদ্রিদ।

 

শিশু নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার, বিশেষ করে পারিবারিক পর্যায়ে শিশুদের ওপর চালানো নির্যাতন বন্ধের নানা উদ্যোগের কারণে তাকে ম্যাগসেসে পুরস্কারে ভূষিত করা হয়েছে। জাপানের চক্ষুরোগ বিশেষজ্ঞ তাদাশি হাতোরি ভিয়েতনামের গরিব ও সুবিধাবঞ্চিত মানুষের চোখের চিকিৎসায় অবদান রেখেছেন।

 

এ কাজের স্বীকৃতি হিসেবে তিনি এবারের ম্যাগসেসে পুরস্কার পেলেন। ইন্দোনেশিয়ায় নদী রক্ষা আন্দোলনে বহুদিন ধরে সক্রিয় ফরাসি পরিবেশবিদ ও চলচ্চিত্র নির্মাতা গ্যারি বেনচেগহিব। ইন্দোনেশিয়ার নদীগুলোকে প্লাস্টিক বর্জ্যমুক্ত করার কাজের স্বীকৃতি পেয়েছেন মাত্র ২৭ বছর বয়সী এই তরুণ।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ম্যাগসেসে পুরস্কার পেলেন চার জন

আপডেট : ২ সেপ্টেম্বর ২০২২, শুক্রবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ এশিয়ার নোবেলখ্যাত র‌্যামন ম্যাগসেসে পুরস্কার ঘোষিত হল। এ বছর  পুরস্কার পেয়েছেন মোট ৪ জন। বুধবার ফিলিপাইন্সের রাজধানী ম্যানিলায় পুরস্কার বিজয়ীদের নাম  ঘোষণা করা হয়। এশিয়ার দরিদ্র জনগোষ্ঠী ও পরিবেশের উন্নয়নে কাজ করায় তাদের বেছে নেওয়া হয়েছে। পুরস্কারপ্রাপ্তরা হলেন কম্বোডিয়ার মনোরোগ বিশেষজ্ঞ সথেরা চিহিম, ফিলিপাইন্সের শিশু চিকিৎসক ও অধিকারকর্মী বারমাদেত্তে জে মাদ্রিদ, জাপানের চক্ষুরোগ বিশেষজ্ঞ তাদাশি হাতোরি ও ইন্দোনেশিয়ার পরিবেশ আন্দোলনকর্মী ও চলচ্চিত্র নির্মাতা গ্যারি বেনচেগহিব। আগামী নভেম্বরে ম্যানিলায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

 

আরও পড়ুন: মুসলিম ও কাশ্মীরিদের টার্গেট করবেন না, আর্জি পহেলগাঁও কাণ্ডে শহিদ বিনয়ের স্ত্রীর

ফিলিপাইন্সের প্রাক্তন প্রেসিডেন্ট র‌্যামন ম্যাগসেসের নামে এ পুরস্কার দেওয়া হয়। ১৯৫৭ সালের ১৭ মার্চ মর্মান্তিক এক বিমান দুর্ঘটনায় মারা যান র‌্যামন ম্যাগসেসে। ১৯৫৮ সাল থেকে তার নামে প্রতিষ্ঠিত র‌্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড ফাউন্ডেশন থেকে এ পুরস্কার দেওয়া শুরু হয়।

আরও পড়ুন: উত্তর-পূর্ব ভারতের ৫৫ শতাংশ মানুষ হাসিনাকে ফেরত পাঠানোর পক্ষে

 

আরও পড়ুন: মুস্তাফাবাদ কেন্দ্রের নাম হবে শিবপুরী অথবা শিববিহার, বললেন বিস্ত

প্রতিবছর ম্যাগসেসের জন্মদিন ৩১ আগস্ট ম্যানিলা থেকে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। চলতি বছর ৬৪তম ম্যাগসেসে পুরস্কার ঘোষিত হল। বিজয়ীদের মধ্যে প্রথমেই রয়েছেন কম্বোডিয়ার মনোরোগ বিশেষজ্ঞ ৫৪ বছর বয়সী সথেরা চিহিম।

 

কম্বোডিয়ায় খেমাররুজ শাসনামলের গণহত্যা থেকে বেঁচে যাওয়াদের মানসিক চিকিৎসায় অবদান রাখায় তাকে এই পুরস্কারের জন্য বেছে নেওয়া হয়েছে। নিজ দেশের প্রাক্তন প্রেসিডেন্টের নামে পুরস্কার জিতে নিয়েছেন ফিলিপাইন্সের শিশু চিকিৎসক ও অধিকারকর্মী ৬৪ বছর বয়সী বারমাদেত্তে জে মাদ্রিদ।

 

শিশু নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার, বিশেষ করে পারিবারিক পর্যায়ে শিশুদের ওপর চালানো নির্যাতন বন্ধের নানা উদ্যোগের কারণে তাকে ম্যাগসেসে পুরস্কারে ভূষিত করা হয়েছে। জাপানের চক্ষুরোগ বিশেষজ্ঞ তাদাশি হাতোরি ভিয়েতনামের গরিব ও সুবিধাবঞ্চিত মানুষের চোখের চিকিৎসায় অবদান রেখেছেন।

 

এ কাজের স্বীকৃতি হিসেবে তিনি এবারের ম্যাগসেসে পুরস্কার পেলেন। ইন্দোনেশিয়ায় নদী রক্ষা আন্দোলনে বহুদিন ধরে সক্রিয় ফরাসি পরিবেশবিদ ও চলচ্চিত্র নির্মাতা গ্যারি বেনচেগহিব। ইন্দোনেশিয়ার নদীগুলোকে প্লাস্টিক বর্জ্যমুক্ত করার কাজের স্বীকৃতি পেয়েছেন মাত্র ২৭ বছর বয়সী এই তরুণ।