০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

পুরুষদের বিশ্বকাপে প্রথম মহিলা রেফারি ফ্রান্সের স্টেফানি

ইমামা খাতুন
  • আপডেট : ৪ ডিসেম্বর ২০২২, রবিবার
  • / 11

পুবের কলম ওয়েব ডেস্কঃফিফা বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম, ম্যাচ পরিচালনা করলেন কোনো মহিলা রেফারি। ফরাসি রেফারি স্টেফানি ফ্র্যাপার্ট কোস্টারিকার বিপক্ষে জার্মানির ম্যাচে দায়িত্ব পালন করে বিশ্বকাপে প্রথম মহিলা রেফারি হিসেবে ইতিহাস গড়েছেন।  ২০১৯ সালের আগস্টে পুরুষদের উয়েফা সুপার কাপ, পরের বছর ডিসেম্বরে চ্যাম্পিয়ন্স লিগ এবং ২০২২-এর মে মাসে ফ্রেঞ্চ কাপ ফাইনাল সর্বত্রই প্রথম নারী রেফারি হিসেবে নজির গড়েছেন স্টেফানি ফ্র্যাপার্ট।

 

এবার বিশ্বকাপের মঞ্চেও শিরোনামে ৩৮ বছর বয়সী ফরাসি ওমেন।  ঐ ম্যাচে ফ্র্যাপার্টের সহকারী রেফারি হিসেবেও দু’জন মহিলা ছিলেন। তারা হলেন ব্রাজিলের নেউজা ব্যাক এবং মেক্সিকোর কারেন ডিয়াজ। বস্তুত, কাতার বিশ্বকাপেই প্রথমবার নারী রেফারি দিয়ে খেলা পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে ফিফা। স্টেফানি ছাড়াও চলতি বিশ্বকাপের জন্য ৩৬ জন রেফারির তালিকায় রোয়ান্ডার সালিমা মাকানসাঙ্গা এবং জাপানের ইয়োশিমি ইয়ামাশিতার নামও রয়েছে।

প্রি-কোয়ার্টারের টিকেট পেতে ই-গ্রুপে কোস্টারিকা-জার্মানি ম্যাচটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেখানেই ম্যাচ পরিচালনার জন্য তিন নারীকে বেছে নিয়ে অনন্য নজির স্থাপন করল ফিফা। একদিন আগেই এক টুইটে বিষয়টি নিশ্চিত করে ফিফা। ফিফা রেফারি কমিটির প্রধান পিয়ারলুইগি কোলিনা বলেছেন, ‘এখানে আমরা স্পষ্টভাবে একটি বিষয়ের প্রতি গুরুত্ব দিয়েছি, সেটা হলো যোগ্যতা। এখানে নারী-পুরুষ আলাদা কোন বিষয় নয়।’

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পুরুষদের বিশ্বকাপে প্রথম মহিলা রেফারি ফ্রান্সের স্টেফানি

আপডেট : ৪ ডিসেম্বর ২০২২, রবিবার

পুবের কলম ওয়েব ডেস্কঃফিফা বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম, ম্যাচ পরিচালনা করলেন কোনো মহিলা রেফারি। ফরাসি রেফারি স্টেফানি ফ্র্যাপার্ট কোস্টারিকার বিপক্ষে জার্মানির ম্যাচে দায়িত্ব পালন করে বিশ্বকাপে প্রথম মহিলা রেফারি হিসেবে ইতিহাস গড়েছেন।  ২০১৯ সালের আগস্টে পুরুষদের উয়েফা সুপার কাপ, পরের বছর ডিসেম্বরে চ্যাম্পিয়ন্স লিগ এবং ২০২২-এর মে মাসে ফ্রেঞ্চ কাপ ফাইনাল সর্বত্রই প্রথম নারী রেফারি হিসেবে নজির গড়েছেন স্টেফানি ফ্র্যাপার্ট।

 

এবার বিশ্বকাপের মঞ্চেও শিরোনামে ৩৮ বছর বয়সী ফরাসি ওমেন।  ঐ ম্যাচে ফ্র্যাপার্টের সহকারী রেফারি হিসেবেও দু’জন মহিলা ছিলেন। তারা হলেন ব্রাজিলের নেউজা ব্যাক এবং মেক্সিকোর কারেন ডিয়াজ। বস্তুত, কাতার বিশ্বকাপেই প্রথমবার নারী রেফারি দিয়ে খেলা পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে ফিফা। স্টেফানি ছাড়াও চলতি বিশ্বকাপের জন্য ৩৬ জন রেফারির তালিকায় রোয়ান্ডার সালিমা মাকানসাঙ্গা এবং জাপানের ইয়োশিমি ইয়ামাশিতার নামও রয়েছে।

প্রি-কোয়ার্টারের টিকেট পেতে ই-গ্রুপে কোস্টারিকা-জার্মানি ম্যাচটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেখানেই ম্যাচ পরিচালনার জন্য তিন নারীকে বেছে নিয়ে অনন্য নজির স্থাপন করল ফিফা। একদিন আগেই এক টুইটে বিষয়টি নিশ্চিত করে ফিফা। ফিফা রেফারি কমিটির প্রধান পিয়ারলুইগি কোলিনা বলেছেন, ‘এখানে আমরা স্পষ্টভাবে একটি বিষয়ের প্রতি গুরুত্ব দিয়েছি, সেটা হলো যোগ্যতা। এখানে নারী-পুরুষ আলাদা কোন বিষয় নয়।’