০৪ অগাস্ট ২০২৫, সোমবার, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

করোনা আবহে পবিত্র আশুরায় বন্ধ তাজিয়া মিছিল, শোভাযাত্রা

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৭ অগাস্ট ২০২১, মঙ্গলবার
  • / 27

পুবের কলম, ওয়েবডেস্ক: করোনা সংক্রমণ থেকে নিরাপদে থাকতে পবিত্র আশুরা উপলক্ষে এবার সব ধরনের তাজিয়া মিছিল, শোভাযাত্রা, ইত্যাদি বন্ধ থাকবে বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। আজ মঙ্গলবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগামী শুক্রবার পবিত্র আশুরা পালিত হবে।

সংক্রমণ এড়াতে পবিত্র মুহররম উপলক্ষে সব ধরনের তাজিয়া মিছিল, শোভাযাত্রা, মিছিল ইত্যাদি বন্ধ থাকবে। তবে সামাজিক দূরত্ব অনুসরণ করে প্রয়োজনীয় সব ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে হবে।

আরও পড়ুন: আশুরার রোযা ও এর ইতিহাস

ধর্ম মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬ আগস্ট ধর্ম মন্ত্রণালয়ের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের বর্তমান প্রেক্ষাপটে সব ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠানে এর আগে আরোপিত বিধিনিষেধ বহাল থাকবে।

এবছর ২০ অগাস্ট আশুরা পালিত হবে। হিজরি ৬১তম বর্ষের (৬৮০ খ্রিস্টাব্দ) ১০ মহররম ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে মহানবী হজরত মুহাম্মদ (স.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.) শহিদ হন। এই শোক ও স্মৃতিকে স্মরণ করে সারা বিশ্বের মুসলিমরা আশুরাকে ত্যাগ ও শোকের দিন হিসেবে পালন করেন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

করোনা আবহে পবিত্র আশুরায় বন্ধ তাজিয়া মিছিল, শোভাযাত্রা

আপডেট : ১৭ অগাস্ট ২০২১, মঙ্গলবার

পুবের কলম, ওয়েবডেস্ক: করোনা সংক্রমণ থেকে নিরাপদে থাকতে পবিত্র আশুরা উপলক্ষে এবার সব ধরনের তাজিয়া মিছিল, শোভাযাত্রা, ইত্যাদি বন্ধ থাকবে বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। আজ মঙ্গলবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগামী শুক্রবার পবিত্র আশুরা পালিত হবে।

সংক্রমণ এড়াতে পবিত্র মুহররম উপলক্ষে সব ধরনের তাজিয়া মিছিল, শোভাযাত্রা, মিছিল ইত্যাদি বন্ধ থাকবে। তবে সামাজিক দূরত্ব অনুসরণ করে প্রয়োজনীয় সব ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে হবে।

আরও পড়ুন: আশুরার রোযা ও এর ইতিহাস

ধর্ম মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬ আগস্ট ধর্ম মন্ত্রণালয়ের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের বর্তমান প্রেক্ষাপটে সব ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠানে এর আগে আরোপিত বিধিনিষেধ বহাল থাকবে।

এবছর ২০ অগাস্ট আশুরা পালিত হবে। হিজরি ৬১তম বর্ষের (৬৮০ খ্রিস্টাব্দ) ১০ মহররম ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে মহানবী হজরত মুহাম্মদ (স.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.) শহিদ হন। এই শোক ও স্মৃতিকে স্মরণ করে সারা বিশ্বের মুসলিমরা আশুরাকে ত্যাগ ও শোকের দিন হিসেবে পালন করেন।