১৪ জানুয়ারী ২০২৬, বুধবার, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কমেডিয়ান থেকে প্রেসিডেন্ট জেলেনস্কি

পুবের কলম ওয়েবডেস্ক : বিশেষ প্রতিবেদন­ মাত্র ১৭ বছর বয়সে কমেডিয়ান হিসেবে অভিনয়ে হাতেখড়ি তার। ভলোদিমির জেলেনস্কিকে এরপর দেখা গিয়েছিল একাধিক টেলিভিশন শোতে । ২০০৮ সালে, তিনি ‘লাভ ইন দ্য বিগ সিটি’ ফিচার ফিল্মে কাজ করার সুযোগ পান। এরপর তিনি এই ছবির সিকুয়্যাল ‘লাভ ইন দ্য বিগ সিটি ২’ তেও কাজ করেন। ছবিটির তৃতীয় অংশ এসেছিল ২০১৪ সালে। এরপর জেলেনস্কি বেশকিছু চলচ্চিত্রে অভিনয় করেন। ২০১২ সালে তার চলচ্চিত্র ’হেভস্কি ভার্সেস নেপোলিযüন’ মুক্তি পায় ।

 

আরও পড়ুন: গ্যারেজের ছেলেটি আজ স্কুলের অধ্যক্ষ, রাষ্ট্রপতির হাত থেকে পিএইচডি ডিগ্রি পেলেন গুজরাতের ইরফান শেখ

একই বছরে তার হিট ছবি ’৮ ফার্স্ট ডেটস’ও আসে। এই ছবির সিকুয়্যাল ২০১৫ এবং ২০১৬ সালে মুক্তি পায়। ২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত ভলোদিমির জেলেনস্কি চলচ্চিত্র বোর্ডের সদস্য এবং টিভি চ্যানেল ইন্টারের সাধারণ প্রযোজক ছিলেন। ২০১৪ সালে তিনি ইউক্রেনের সংস্কৃতিমন্ত্রকে রাশিয়ান শিল্পীদের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন। ২০১৫ সালে ভলোদিমির জেলেনস্কি ’সার্ভেন্ট অব দ্য পিপল’ নামে একটি শোতে কাজ করেছিলেন। মজার বিষয় হল এই শোতে ইউক্রেনের প্রেসিডেন্টের ভুমিকায় অভিনয় করেছেন ভলোদিমির জেলেনস্কি। আর এখন সেই প্রাক্তন কমেডিয়ান অভিনেতা ও সিনেমা প্রযোজক রাশিয়ার বিরুদ্ধে একাই যুদ্ধ ঘোষণা করেছেন।

আরও পড়ুন: রাষ্ট্রপতি কি প্রধানমন্ত্রীকে সরাতে পারেন? প্রশ্ন Asaduddin Owaisi-র

আরও পড়ুন: আলাস্কা বৈঠকের পর জেলেনস্কি-ন্যাটো নেতাদের ফোন ট্রাম্পের
ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

আই-প্যাক ইস্যু: হাইকোর্টে শুনানি স্থগিত চাইল ইডি, ‘আমরা প্রস্তুত’ বললেন কল্যাণ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কমেডিয়ান থেকে প্রেসিডেন্ট জেলেনস্কি

আপডেট : ২৬ ফেব্রুয়ারী ২০২২, শনিবার

পুবের কলম ওয়েবডেস্ক : বিশেষ প্রতিবেদন­ মাত্র ১৭ বছর বয়সে কমেডিয়ান হিসেবে অভিনয়ে হাতেখড়ি তার। ভলোদিমির জেলেনস্কিকে এরপর দেখা গিয়েছিল একাধিক টেলিভিশন শোতে । ২০০৮ সালে, তিনি ‘লাভ ইন দ্য বিগ সিটি’ ফিচার ফিল্মে কাজ করার সুযোগ পান। এরপর তিনি এই ছবির সিকুয়্যাল ‘লাভ ইন দ্য বিগ সিটি ২’ তেও কাজ করেন। ছবিটির তৃতীয় অংশ এসেছিল ২০১৪ সালে। এরপর জেলেনস্কি বেশকিছু চলচ্চিত্রে অভিনয় করেন। ২০১২ সালে তার চলচ্চিত্র ’হেভস্কি ভার্সেস নেপোলিযüন’ মুক্তি পায় ।

 

আরও পড়ুন: গ্যারেজের ছেলেটি আজ স্কুলের অধ্যক্ষ, রাষ্ট্রপতির হাত থেকে পিএইচডি ডিগ্রি পেলেন গুজরাতের ইরফান শেখ

একই বছরে তার হিট ছবি ’৮ ফার্স্ট ডেটস’ও আসে। এই ছবির সিকুয়্যাল ২০১৫ এবং ২০১৬ সালে মুক্তি পায়। ২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত ভলোদিমির জেলেনস্কি চলচ্চিত্র বোর্ডের সদস্য এবং টিভি চ্যানেল ইন্টারের সাধারণ প্রযোজক ছিলেন। ২০১৪ সালে তিনি ইউক্রেনের সংস্কৃতিমন্ত্রকে রাশিয়ান শিল্পীদের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন। ২০১৫ সালে ভলোদিমির জেলেনস্কি ’সার্ভেন্ট অব দ্য পিপল’ নামে একটি শোতে কাজ করেছিলেন। মজার বিষয় হল এই শোতে ইউক্রেনের প্রেসিডেন্টের ভুমিকায় অভিনয় করেছেন ভলোদিমির জেলেনস্কি। আর এখন সেই প্রাক্তন কমেডিয়ান অভিনেতা ও সিনেমা প্রযোজক রাশিয়ার বিরুদ্ধে একাই যুদ্ধ ঘোষণা করেছেন।

আরও পড়ুন: রাষ্ট্রপতি কি প্রধানমন্ত্রীকে সরাতে পারেন? প্রশ্ন Asaduddin Owaisi-র

আরও পড়ুন: আলাস্কা বৈঠকের পর জেলেনস্কি-ন্যাটো নেতাদের ফোন ট্রাম্পের