১৪ জানুয়ারী ২০২৬, বুধবার, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

এবার থেকে Post Office- কাটা যাবে রেলের টিকিট

পুবের কলম , ওয়েবডেস্কঃ এবার থেকে রেলের টিকিট কাটা যাবে পোস্ট অফিসে। এমনটাই জানিয়েছে ভারতীয় রেল। বৃহস্পতিবার একটি নতুন স্কিমের কথা জানানো হয়েছে। সেই স্কিমেই এই সুবিধা মিলবে। এবার থেকে স্থানীয় পোস্ট অফিসে গিয়ে রেলের –ই টিকিট বুকিং করতে পারবেন যাত্রীরা।

প্রাথমিকভাবে উত্তরপ্রদেশের প্রায় ৯১৪৭ টি  অফিসে  এই স্কিম চালু হয়েছে। কেন্দ্রীয় রেলমন্ত্রী  (Indian অশ্বিনী বৈষ্ণব উত্তরপ্রদেশের রাজধানী শহর লখনউতে IRCTC-এর এই নতুন সুবিধা চালু করেছেন। সব থেকে বেশি সুবিধা পাবে প্রত্যন্ত অঞ্চলের মানুষেরা। অনেক স্টেশন দূরে, আর সেই সঙ্গে ছুটতে হয় এজেন্টদের কাছে। এবার এই ব্যবস্থার ফলে সুবিধা পাবে আমজনতা।

আরও পড়ুন: ওয়েটিং টিকিটে সফরে জরিমানা, ফের রেলের নির্দেশ

প্রাথমিকভাবে এই স্কিম উত্তরপ্রদেশের শুরু হয়েছে। অনেক সময় রেলের টিকিট কাটতে গিয়ে ভুয়ো এজেন্টদের হাতে পড়ে হেনস্থার শিকার হতে হয়। এবার এই সমস্যা অনেকটাই লাঘব হবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: গলে গেল ট্রেনের চাকা! বড় বিপদ থেকে রেহাই পেল জনশতাব্দী এক্সপ্রেস

আরও পড়ুন: অনলাইনে বাতিল করা যাবে কাউন্টারে কাটা সংরক্ষিত টিকিট, স্বস্তির খবর যাত্রীদের
ট্যাগ :
সর্বধিক পাঠিত

আই-প্যাক ইস্যু: হাইকোর্টে শুনানি স্থগিত চাইল ইডি, ‘আমরা প্রস্তুত’ বললেন কল্যাণ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এবার থেকে Post Office- কাটা যাবে রেলের টিকিট

আপডেট : ৭ জানুয়ারী ২০২২, শুক্রবার

পুবের কলম , ওয়েবডেস্কঃ এবার থেকে রেলের টিকিট কাটা যাবে পোস্ট অফিসে। এমনটাই জানিয়েছে ভারতীয় রেল। বৃহস্পতিবার একটি নতুন স্কিমের কথা জানানো হয়েছে। সেই স্কিমেই এই সুবিধা মিলবে। এবার থেকে স্থানীয় পোস্ট অফিসে গিয়ে রেলের –ই টিকিট বুকিং করতে পারবেন যাত্রীরা।

প্রাথমিকভাবে উত্তরপ্রদেশের প্রায় ৯১৪৭ টি  অফিসে  এই স্কিম চালু হয়েছে। কেন্দ্রীয় রেলমন্ত্রী  (Indian অশ্বিনী বৈষ্ণব উত্তরপ্রদেশের রাজধানী শহর লখনউতে IRCTC-এর এই নতুন সুবিধা চালু করেছেন। সব থেকে বেশি সুবিধা পাবে প্রত্যন্ত অঞ্চলের মানুষেরা। অনেক স্টেশন দূরে, আর সেই সঙ্গে ছুটতে হয় এজেন্টদের কাছে। এবার এই ব্যবস্থার ফলে সুবিধা পাবে আমজনতা।

আরও পড়ুন: ওয়েটিং টিকিটে সফরে জরিমানা, ফের রেলের নির্দেশ

প্রাথমিকভাবে এই স্কিম উত্তরপ্রদেশের শুরু হয়েছে। অনেক সময় রেলের টিকিট কাটতে গিয়ে ভুয়ো এজেন্টদের হাতে পড়ে হেনস্থার শিকার হতে হয়। এবার এই সমস্যা অনেকটাই লাঘব হবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: গলে গেল ট্রেনের চাকা! বড় বিপদ থেকে রেহাই পেল জনশতাব্দী এক্সপ্রেস

আরও পড়ুন: অনলাইনে বাতিল করা যাবে কাউন্টারে কাটা সংরক্ষিত টিকিট, স্বস্তির খবর যাত্রীদের