১৫ অক্টোবর ২০২৫, বুধবার, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

৫০ ফুট উঁচু টাওয়ার থেকে যুবককে নামাতে এল দমকল

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৭ এপ্রিল ২০২২, বুধবার
  • / 73

পুবের কলম প্রতিবেদক, ডায়মন্ড হারবার: ৫০ ফুট উঁচু টাওয়ার থেকে এক যুবককে নামাতে ঘটনাস্থলে ছুটতে হয় দমকল এবং পুলিশ আধিকারিকদের। শে¡মেশ অবশ্য তাকে নামাতে সক্ষম হয় দমকল বাহিনী। দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার এই ঘটনায় তাজ্জব বনে যায় অনেকে। স্থানীয় সূত্র মারফত জানা যাচ্ছে, দক্ষিণ ২৪ পরগনার নামখানার বাসিন্দা বছর ২২-এর ওই যুবকের নাম দেবাশিস মাইতি। তার উপরই ছিল সংসারের ভার। কিন্তু গত একমাস যাবত কোনও অজ্ঞাত কারণে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছেন তিনি। নামখানায় থাকাকালীন কখনও ট্রেন লাইনে ঝাঁপ দিয়েছেন। কখনও আবার গাছের মগডালে উঠে বসেছেন। কখনও অকারণে পুকুরে ঝাঁপ দিয়েছেন।

সেই কারণে বাধ্য হয়ে দেবাশিসকে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা থানার বনশ্যামনগরের গঙ্গাপুরে মামার বাড়িতে নিয়ে যায় তার মা। সেখানে ২৪ ঘণ্টা তাকে শিকলে বেঁধে রাখা হত। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে কোনওভাবে শিকল কেটে পালিয়ে যায় ওই যুবক। উঠে পড়ে ৫০ ফুট উঁটু টাওয়ারে। রাতে ছেলেকে খোঁজাখুঁজি করেও পাননি পরিবারের সদস্যরা।

আরও পড়ুন: হাওড়ায় বহুতলে আগুন, দমকলের ২টি ইঞ্জিন

আরও পড়ুন: দমকলে নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত বিধায়ক তাপস সাহা, মঙ্গলবার শুনানির সম্ভাবনা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

৫০ ফুট উঁচু টাওয়ার থেকে যুবককে নামাতে এল দমকল

আপডেট : ২৭ এপ্রিল ২০২২, বুধবার

পুবের কলম প্রতিবেদক, ডায়মন্ড হারবার: ৫০ ফুট উঁচু টাওয়ার থেকে এক যুবককে নামাতে ঘটনাস্থলে ছুটতে হয় দমকল এবং পুলিশ আধিকারিকদের। শে¡মেশ অবশ্য তাকে নামাতে সক্ষম হয় দমকল বাহিনী। দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার এই ঘটনায় তাজ্জব বনে যায় অনেকে। স্থানীয় সূত্র মারফত জানা যাচ্ছে, দক্ষিণ ২৪ পরগনার নামখানার বাসিন্দা বছর ২২-এর ওই যুবকের নাম দেবাশিস মাইতি। তার উপরই ছিল সংসারের ভার। কিন্তু গত একমাস যাবত কোনও অজ্ঞাত কারণে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছেন তিনি। নামখানায় থাকাকালীন কখনও ট্রেন লাইনে ঝাঁপ দিয়েছেন। কখনও আবার গাছের মগডালে উঠে বসেছেন। কখনও অকারণে পুকুরে ঝাঁপ দিয়েছেন।

সেই কারণে বাধ্য হয়ে দেবাশিসকে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা থানার বনশ্যামনগরের গঙ্গাপুরে মামার বাড়িতে নিয়ে যায় তার মা। সেখানে ২৪ ঘণ্টা তাকে শিকলে বেঁধে রাখা হত। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে কোনওভাবে শিকল কেটে পালিয়ে যায় ওই যুবক। উঠে পড়ে ৫০ ফুট উঁটু টাওয়ারে। রাতে ছেলেকে খোঁজাখুঁজি করেও পাননি পরিবারের সদস্যরা।

আরও পড়ুন: হাওড়ায় বহুতলে আগুন, দমকলের ২টি ইঞ্জিন

আরও পড়ুন: দমকলে নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত বিধায়ক তাপস সাহা, মঙ্গলবার শুনানির সম্ভাবনা