০৭ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

রাশিয়ান মুদ্রায় কিনতে হবে গ্যাস, পশ্চিমাদের জানিয়ে দিলেন পুতিন

ইমামা খাতুন
  • আপডেট : ২৪ মার্চ ২০২২, বৃহস্পতিবার
  • / 85

REPRESENTATIVE IMAGE

পুবের কলম প্রতিবেদক :  ­রাশিয়াকে আর্থিকভাবে চাপে ফেলতে সবরকম চেষ্টা চালাচ্ছে পশ্চিমা বিশ্ব। রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র – যুক্তরাজ্যসহ তাদের মিত্ররা। কেন্দ্রীয় ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানগুলোর ওপর নিষেধাজ্ঞা দেওয়ায় ,এরই মধ্যে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে দেশটি। ডলারের বিপরীতে কমেছে রুবলের দর।

 

আরও পড়ুন: ট্রাম্প-পুতিন টেলিফোনিক কথোপকথনের পরই ইউক্রেনে ব্যাপক হামলা রাশিয়ার

এমন পরিস্থিতিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়ে দিলেন এবার থেকে পশ্চিমাদের কাছে তিনি কেবল রুশ মুদ্রা রুবেলের বিক্রি করবেন গ্যাস। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। যারা মূলত রাশিয়ান গ্যাসের ওপর নির্ভরশীল ইউরোপের এমন দেশগুলো এর ফলে বেকায়দায় পড়বে বলে মনে করা হচ্ছে । জানা গেছে, ইউরোপের ৪০ শতাংশ গ্যাস আসে রাশিয়া থেকে। ফলে পুতিনের ঘোষণার পরই জ্বালানি বাজারে প্রভাব পড়ে।

আরও পড়ুন: ইরান-ইসরাইলের যুদ্ধে আমেরিকা হস্তক্ষেপ করলে ভয়াবহ সংঘাতের হুঁশিয়ারি রাশিয়ার

 

আরও পড়ুন: রাশিয়ায় নিষিদ্ধ ব্রিটিশ কাউন্সিল

রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, সব কিছুর সঙ্গে সঙ্গতি রেখেই গ্যাস সরবরাহ অব্যাহত রাখা হবে। তিনি জোর দিয়ে বলেন, অবশ্যই গ্যাস সরবরাহ জারি থাকবে, তবে তা নির্ধারিত চুক্তি অনুযায়ী হবে। এদিকে গ্লোবাল পেমেন্ট সিস্টেম সুইফট থেকে রাশিয়া বাদ পড়ায় দেশটির সঙ্গে বাণিজ্যিক লেনদেনের বিকল্প পথ খুঁজছে ভারত। মার্কিন ডলার বাদ দিয়ে রুপি-রুবল ট্রানজেকশনের সেই বিকল্প ব্যবস্থার ঘোষণা আসতে পারে আগামী সপ্তাহেই। ভারতীয় রপ্তানিকারকদের একটি সংগঠন সূত্রে বুধবার এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি। ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের (এফআইইও) সভাপতি এ শক্তিভেল জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে ভারতের লেনদেন অব্যাহত রাখতে রুপি-রুবল বাণিজ্য ব্যবস্থা ঘোষণা হতে পারে আগামী সপ্তাহের প্রথম দিকে।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাশিয়ান মুদ্রায় কিনতে হবে গ্যাস, পশ্চিমাদের জানিয়ে দিলেন পুতিন

আপডেট : ২৪ মার্চ ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম প্রতিবেদক :  ­রাশিয়াকে আর্থিকভাবে চাপে ফেলতে সবরকম চেষ্টা চালাচ্ছে পশ্চিমা বিশ্ব। রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র – যুক্তরাজ্যসহ তাদের মিত্ররা। কেন্দ্রীয় ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানগুলোর ওপর নিষেধাজ্ঞা দেওয়ায় ,এরই মধ্যে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে দেশটি। ডলারের বিপরীতে কমেছে রুবলের দর।

 

আরও পড়ুন: ট্রাম্প-পুতিন টেলিফোনিক কথোপকথনের পরই ইউক্রেনে ব্যাপক হামলা রাশিয়ার

এমন পরিস্থিতিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়ে দিলেন এবার থেকে পশ্চিমাদের কাছে তিনি কেবল রুশ মুদ্রা রুবেলের বিক্রি করবেন গ্যাস। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। যারা মূলত রাশিয়ান গ্যাসের ওপর নির্ভরশীল ইউরোপের এমন দেশগুলো এর ফলে বেকায়দায় পড়বে বলে মনে করা হচ্ছে । জানা গেছে, ইউরোপের ৪০ শতাংশ গ্যাস আসে রাশিয়া থেকে। ফলে পুতিনের ঘোষণার পরই জ্বালানি বাজারে প্রভাব পড়ে।

আরও পড়ুন: ইরান-ইসরাইলের যুদ্ধে আমেরিকা হস্তক্ষেপ করলে ভয়াবহ সংঘাতের হুঁশিয়ারি রাশিয়ার

 

আরও পড়ুন: রাশিয়ায় নিষিদ্ধ ব্রিটিশ কাউন্সিল

রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, সব কিছুর সঙ্গে সঙ্গতি রেখেই গ্যাস সরবরাহ অব্যাহত রাখা হবে। তিনি জোর দিয়ে বলেন, অবশ্যই গ্যাস সরবরাহ জারি থাকবে, তবে তা নির্ধারিত চুক্তি অনুযায়ী হবে। এদিকে গ্লোবাল পেমেন্ট সিস্টেম সুইফট থেকে রাশিয়া বাদ পড়ায় দেশটির সঙ্গে বাণিজ্যিক লেনদেনের বিকল্প পথ খুঁজছে ভারত। মার্কিন ডলার বাদ দিয়ে রুপি-রুবল ট্রানজেকশনের সেই বিকল্প ব্যবস্থার ঘোষণা আসতে পারে আগামী সপ্তাহেই। ভারতীয় রপ্তানিকারকদের একটি সংগঠন সূত্রে বুধবার এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি। ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের (এফআইইও) সভাপতি এ শক্তিভেল জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে ভারতের লেনদেন অব্যাহত রাখতে রুপি-রুবল বাণিজ্য ব্যবস্থা ঘোষণা হতে পারে আগামী সপ্তাহের প্রথম দিকে।