গাজায় বাস্তুচ্যুত সাত লক্ষ শিশু: ইউনিসেফ

- আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, বুধবার
- / 10
জেনেভা, ১৫ নভেম্বর: ভয়াবহ যুদ্ধ চলছে গাজায়। ইসরাইলি হানায় প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা, গোলার আঘাতে এক একটি জায়গা চোখের পলকে ধ্বংস হয়ে যাচ্ছে। যুদ্ধ পরিস্থিতিতে জনজীবন বিপর্যস্ত। ইউনিসেফ ডানাচ্ছে, গাজায় ইসরাইলের অব্যাহত বোমা হামলায় ৭ লক্ষেরও বেশি শিশু বাস্তুচ্যুত হয়েছে। রাষ্ট্রসংঘের শিশু তহবিল ইউনিসেফ বলেছে, ‘গাজায় ৭ লক্ষেরও বেশি শিশু ঘরছাড়া হয়েছে। তারা সবকিছু ছাড়তে বাধ্য হয়েছে।’ এ ছাড়াও অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে এক্স পোস্টে আরও বলা হয়, ‘এ অঞ্চলে মানবিক সহায়তার চাহিদা বেড়ে গেছে। তাদের টেকসই ও নির্বিঘ্ন সহায়তার জন্য যুদ্ধবিরতি দরকার।’ সেই সঙ্গে যেসব শিশুকে বন্দি করা হয়েছে, তাদের নিরাপদে মুক্তির দাবি জানিয়েছে ইউনিসেফ। সূত্রের খবর, ইসরাইলি বাহিনীর নির্বিচার হামলা ও জ্বালানি সংকটের কারণেগাজার উত্তরাঞ্চলের সব হাসপাতাল বন্ধ হয়ে গেছে। জ্বালানি সংকটে জেনারেটর বন্ধ থাকায় সেখানকার সবচেয়ে বড় হাসপাতাল আল শিফায় ৩৪ রোগীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে সাত নবজাতকও রয়েছে।