পুবের কলম ওয়েবডেস্ক: গাজা যুদ্ধ পরিচালনায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেছেন ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জামির। ইসরায়েলি গণমাধ্যম ইয়োদিওথ আহরনোথ জানায়, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক উপ-কমিটিতে তিনি বলেন, যুদ্ধের কৌশল নিয়ে সরকারের কোনো স্পষ্ট দিকনির্দেশনা নেই। ফলে সেনারা কী প্রস্তুতি নেবে, তা বোঝা যাচ্ছে না।
জামির আরও জানান, গাজার ত্রাণ বিতরণ ব্যবস্থা ব্যর্থ এবং অকার্যকর কেন্দ্রগুলো বন্ধ না করে বরং বাড়ানো হচ্ছে। তিনি সতর্ক করে বলেন, গাজা দখলে সেনাদের জীবন, বন্দী ইসরায়েলিদের নিরাপত্তা ও আন্তর্জাতিক সমর্থন সবই ঝুঁকির মুখে পড়বে। এমনকি শেষ পর্যন্ত গাজায় সামরিক শাসন জারির সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি, যদিও সেনাবাহিনী এ ধরনের দায়িত্ব পালনে প্রস্তুত নয়।
এছাড়া তিনি উল্লেখ করেন, নতুন যুদ্ধকৌশল নির্ধারণ হলেও হামাসের প্রতিরোধ ও বন্দীদের ঝুঁকি রয়ে গেছে। সেনা কমান্ডাররা আশঙ্কা করছেন, যেকোনো রাজনৈতিক বা সামরিক ব্যর্থতা দীর্ঘমেয়াদি কৌশলগত সংকট ডেকে আনতে পারে।


















