১৪ জানুয়ারী ২০২৬, বুধবার, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জনসংখ্যা প্রসঙ্গে ভারতকে ব্যঙ্গ করে কার্টুন জার্মান পত্রিকার, কড়া প্রতিক্রিয়া মোদি সরকারের মন্ত্রীর

পুবের কলম, ওয়েবডেস্ক: জনসংখ্যায় চিনকে ছাপিয়ে গেছে ভারত। ‘দ্য স্টেট অফ ওয়ার্ল্ড পপুলেশন রিপোর্ট, ২০২৩’-এ দাবি করা হয়েছে, ভারতের বর্তমান জনসংখ্যা ১৪২ কোটি ৮৬ লক্ষ। এদিকে চিনের জনসংখ্যা ১৪২ কোটি ৫৭ লক্ষ।  অর্থাৎ, চিন থেকে ভারতের জনসংখ্যা এখন ২৯ লক্ষ বেশি।

প্রসঙ্গত, ১৯৫০ সালে জনসংখ্যা সংক্রান্ত তথ্য সংগ্রহের কাজ শুরু করেছিল রাষ্ট্রসংঘ। এই ঘটনার পরেই ভারতের জনসংখ্যা নিয়ে ব্যঙ্গ করে কার্টুনচিত্র বানায় জার্মানির এক পত্রিকা। সেই কার্টুনচিত্রের জবাব দিলেন মোদি সরকারের এক মন্ত্রী।

আরও পড়ুন: ভারতের জনসংখ্যা ১৪৬ কোটি ছাড়িয়েছে, কমেছে জন্মহার 

উল্লেখ্য, ভারতকে  ব্যঙ্গ করে একটি কার্টুন ছেপেছিল জার্মান পত্রিকা ‘ডের স্পিগেল’। সেখানে ভারতকে অপমান করে বর্ণনা করা হয়েছে যে,  ‘একটি ভিড়ে ঠাসা ট্রেন এগিয়ে চলেছে। ট্রেনের মাথায়, দরজায়, জানালায়, এমনকি ইঞ্জিনের সামনেও শুধু  মানুষের মাথা। সেই ভিড়ে এক জনের হাতে দেশের তেরঙ্গা। সামনে দিয়ে ছুটে চলেছে চিনের বুলেট ট্রেন।’

আরও পড়ুন: জনসংখ্যা নিয়ন্ত্রণ থেকে ভারসাম্য রক্ষায় ইন্দোনেশিয়ার নতুন কৌশল

প্রসঙ্গত, কার্টুনের অর্থ করলে এটাই দাঁড়ায় যে, যেখানে প্রযুক্তিগত দিক থেকে উন্নতির শীর্ষে পৌঁছে যাচ্ছে চিন, সেখানে ভারত এগিয়ে শুধু মাত্র জনসংখ্যায়!

আরও পড়ুন: দ্রুত গতিতে কমছে জাপানের জনসংখ্যা

এই কার্টুনের সমালোচনা করে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী রাজীব চন্দ্রশেখর সোমবার লেখেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি-এর অধীনে ভারতের বিরুদ্ধে বাজি ধরাটা  বুদ্ধিমানের কাজ নয়। কয়েক বছরের মধ্যে ভারতের অর্থনীতি হবে জার্মানির  চেয়েও বড়।’

পাশাপাশি কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র উপদেষ্টা কাঞ্চন গুপ্ত  জার্মান ম্যাগাজিনের উদ্দেশে লেখেন, জার্মানি সেভাবে ভারতকে তুলে ধরতে  চেয়েছে, তার সঙ্গে বাস্তবের কোনও মিল নেই। ইচ্ছাকৃতভাবে ভারতকে ছোট করে  চিনের গুণগান গাওয়ার চেষ্টা করা হয়েছে। তার প্রশ্ন, ভারতের মঙ্গল অভিযানের বিষয়টি কেন তুলে ধরা হল না?

 

 

সর্বধিক পাঠিত

১০ মিনিটেই শেষ শুনানি, কী নথি চাওয়া হলো? দেবের হাস্যরসেই উত্তর

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জনসংখ্যা প্রসঙ্গে ভারতকে ব্যঙ্গ করে কার্টুন জার্মান পত্রিকার, কড়া প্রতিক্রিয়া মোদি সরকারের মন্ত্রীর

আপডেট : ২৫ এপ্রিল ২০২৩, মঙ্গলবার

পুবের কলম, ওয়েবডেস্ক: জনসংখ্যায় চিনকে ছাপিয়ে গেছে ভারত। ‘দ্য স্টেট অফ ওয়ার্ল্ড পপুলেশন রিপোর্ট, ২০২৩’-এ দাবি করা হয়েছে, ভারতের বর্তমান জনসংখ্যা ১৪২ কোটি ৮৬ লক্ষ। এদিকে চিনের জনসংখ্যা ১৪২ কোটি ৫৭ লক্ষ।  অর্থাৎ, চিন থেকে ভারতের জনসংখ্যা এখন ২৯ লক্ষ বেশি।

প্রসঙ্গত, ১৯৫০ সালে জনসংখ্যা সংক্রান্ত তথ্য সংগ্রহের কাজ শুরু করেছিল রাষ্ট্রসংঘ। এই ঘটনার পরেই ভারতের জনসংখ্যা নিয়ে ব্যঙ্গ করে কার্টুনচিত্র বানায় জার্মানির এক পত্রিকা। সেই কার্টুনচিত্রের জবাব দিলেন মোদি সরকারের এক মন্ত্রী।

আরও পড়ুন: ভারতের জনসংখ্যা ১৪৬ কোটি ছাড়িয়েছে, কমেছে জন্মহার 

উল্লেখ্য, ভারতকে  ব্যঙ্গ করে একটি কার্টুন ছেপেছিল জার্মান পত্রিকা ‘ডের স্পিগেল’। সেখানে ভারতকে অপমান করে বর্ণনা করা হয়েছে যে,  ‘একটি ভিড়ে ঠাসা ট্রেন এগিয়ে চলেছে। ট্রেনের মাথায়, দরজায়, জানালায়, এমনকি ইঞ্জিনের সামনেও শুধু  মানুষের মাথা। সেই ভিড়ে এক জনের হাতে দেশের তেরঙ্গা। সামনে দিয়ে ছুটে চলেছে চিনের বুলেট ট্রেন।’

আরও পড়ুন: জনসংখ্যা নিয়ন্ত্রণ থেকে ভারসাম্য রক্ষায় ইন্দোনেশিয়ার নতুন কৌশল

প্রসঙ্গত, কার্টুনের অর্থ করলে এটাই দাঁড়ায় যে, যেখানে প্রযুক্তিগত দিক থেকে উন্নতির শীর্ষে পৌঁছে যাচ্ছে চিন, সেখানে ভারত এগিয়ে শুধু মাত্র জনসংখ্যায়!

আরও পড়ুন: দ্রুত গতিতে কমছে জাপানের জনসংখ্যা

এই কার্টুনের সমালোচনা করে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী রাজীব চন্দ্রশেখর সোমবার লেখেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি-এর অধীনে ভারতের বিরুদ্ধে বাজি ধরাটা  বুদ্ধিমানের কাজ নয়। কয়েক বছরের মধ্যে ভারতের অর্থনীতি হবে জার্মানির  চেয়েও বড়।’

পাশাপাশি কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র উপদেষ্টা কাঞ্চন গুপ্ত  জার্মান ম্যাগাজিনের উদ্দেশে লেখেন, জার্মানি সেভাবে ভারতকে তুলে ধরতে  চেয়েছে, তার সঙ্গে বাস্তবের কোনও মিল নেই। ইচ্ছাকৃতভাবে ভারতকে ছোট করে  চিনের গুণগান গাওয়ার চেষ্টা করা হয়েছে। তার প্রশ্ন, ভারতের মঙ্গল অভিযানের বিষয়টি কেন তুলে ধরা হল না?