০১ অগাস্ট ২০২৫, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

যোগীরাজ্যে বাড়ির সামনে ধূমপানের প্রতিবাদ করায় ব্লেড মারা হল কিশোরীকে, পুড়িয়ে দেওয়া হল স্কুটি

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৭ অগাস্ট ২০২২, বুধবার
  • / 26

Representative image

পুবের কলম ওয়েবডেস্কঃ ধূমপানে বাধা দেওয়ায়  এক কিশোরীকে ব্লেড দিয়ে আক্রমণের অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে। ঘটনাস্থল সেই যোগীরাজ্য। অভিযোগ লখনৌতে রক্তাক্ত অবস্থায় ওই কিশোরীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখানেই শেষ নয় ওই কিশোরীর পরিবারের স্কুটিটিও জ্বালিয়ে দেয় অভিযুক্তরা।

অভিযুক্ত যুবকদের গ্রেফতার করেছে পুলিশ। এফআইআরে উল্লেখ করা হয়েছে লখনৌতে সেক্টর ৫ ই  ওই কিশোরীর বাড়ির সামনে ধূমপান করছিল অভিযুক্ত যুবকরা। সময় তখন সন্ধ্যা সাড়ে ৬.৩০ মিনিট। তখন ওই কিশোরী এবং তার বাড়ির লোকেরা এই ঘটনায় আপত্তি জানায়। তাদের কে বাড়ির সামনে দাঁড়িয়ে ধূমপান করতে নিষেধ করা হয়।

আরও পড়ুন: মুসলিম দোকানদারদের ‘গুলি’ করার হুমকি পদ্ম বিধায়কের

অভিযোগ সেই সময় ওই যুবকরা চলে গেলেও রাত সাড়ে আটটা নাগাদ ফের তারা ফিরে আসে। দলবল নিয়ে, সকলেই ছিল মদ্যপ। এরপর তারা ওই বাড়ির সদস্যদের ওপর চড়াও  হয়। বাড়ির কিশোরী কন্যাকে এলোপাতাড়ি ব্লেড মারে।  জ্বালিয়ে দেওয়া হয় তার স্কুটিটিও।

আরও পড়ুন: ‘উর্দু পড়িয়ে বাচ্চাদের মৌলবি বানাতে চান’? বিধানসভায় সপা নেতাকে কদর্য আক্রমণ যোগীর

ডিসিপি (পূর্ব) প্রাচী সিং জানিয়েছেন সুমিত, বান্টি এবং গৌরব নামে তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। শুরু হয়েছে তদন্ত। তবে উত্তরপ্রদেশে এই হেন ঘটনা কোন ব্যতিক্রমী ঘটনা হয়। মহিলাদের ওপর অত্যাচার, নিগ্রহ এইহেন ঘটনায় বারংবার সংবাদ শিরোনামে উঠে আসে এই রাজ্য।

আরও পড়ুন: ১ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ফুলকপি! ন্যায্যমূল্য না পেয়ে ফসল নষ্ট করছেন যোগীরাজ্যের কৃষকরা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

যোগীরাজ্যে বাড়ির সামনে ধূমপানের প্রতিবাদ করায় ব্লেড মারা হল কিশোরীকে, পুড়িয়ে দেওয়া হল স্কুটি

আপডেট : ১৭ অগাস্ট ২০২২, বুধবার

পুবের কলম ওয়েবডেস্কঃ ধূমপানে বাধা দেওয়ায়  এক কিশোরীকে ব্লেড দিয়ে আক্রমণের অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে। ঘটনাস্থল সেই যোগীরাজ্য। অভিযোগ লখনৌতে রক্তাক্ত অবস্থায় ওই কিশোরীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখানেই শেষ নয় ওই কিশোরীর পরিবারের স্কুটিটিও জ্বালিয়ে দেয় অভিযুক্তরা।

অভিযুক্ত যুবকদের গ্রেফতার করেছে পুলিশ। এফআইআরে উল্লেখ করা হয়েছে লখনৌতে সেক্টর ৫ ই  ওই কিশোরীর বাড়ির সামনে ধূমপান করছিল অভিযুক্ত যুবকরা। সময় তখন সন্ধ্যা সাড়ে ৬.৩০ মিনিট। তখন ওই কিশোরী এবং তার বাড়ির লোকেরা এই ঘটনায় আপত্তি জানায়। তাদের কে বাড়ির সামনে দাঁড়িয়ে ধূমপান করতে নিষেধ করা হয়।

আরও পড়ুন: মুসলিম দোকানদারদের ‘গুলি’ করার হুমকি পদ্ম বিধায়কের

অভিযোগ সেই সময় ওই যুবকরা চলে গেলেও রাত সাড়ে আটটা নাগাদ ফের তারা ফিরে আসে। দলবল নিয়ে, সকলেই ছিল মদ্যপ। এরপর তারা ওই বাড়ির সদস্যদের ওপর চড়াও  হয়। বাড়ির কিশোরী কন্যাকে এলোপাতাড়ি ব্লেড মারে।  জ্বালিয়ে দেওয়া হয় তার স্কুটিটিও।

আরও পড়ুন: ‘উর্দু পড়িয়ে বাচ্চাদের মৌলবি বানাতে চান’? বিধানসভায় সপা নেতাকে কদর্য আক্রমণ যোগীর

ডিসিপি (পূর্ব) প্রাচী সিং জানিয়েছেন সুমিত, বান্টি এবং গৌরব নামে তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। শুরু হয়েছে তদন্ত। তবে উত্তরপ্রদেশে এই হেন ঘটনা কোন ব্যতিক্রমী ঘটনা হয়। মহিলাদের ওপর অত্যাচার, নিগ্রহ এইহেন ঘটনায় বারংবার সংবাদ শিরোনামে উঠে আসে এই রাজ্য।

আরও পড়ুন: ১ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ফুলকপি! ন্যায্যমূল্য না পেয়ে ফসল নষ্ট করছেন যোগীরাজ্যের কৃষকরা