০৪ অক্টোবর ২০২৫, শনিবার, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

মাঝ পথেই থেমে গেল গ্লোবাল সুমুদ ফ্লোটিলা, আটক শেষ জাহাজটিও

সুস্মিতা
  • আপডেট : ৩ অক্টোবর ২০২৫, শুক্রবার
  • / 583

পুবের কলম ওয়েবডেস্ক: গাজার উদ্দেশ্যে যাত্রা করা ঐতিহাসিক গ্লোবাল সুমুদ ফ্লোটিলা অবশেষে মাঝপথেই থেমে গেল। অবরুদ্ধ গাজায় ত্রাণ পৌঁছে দেওয়ার লক্ষ্যে রওনা হওয়া প্রায় ৪৫টি জাহাজের বহরের শেষ নৌযান ‘দ্য ম্যারিনেট’ ইয়টটিকেও শুক্রবার (৩ অক্টোবর) আটক করেছে ইসরায়েলি নৌবাহিনী। পোল্যান্ডের পতাকাবাহী এই ইয়টে থাকা ছয় আরোহীকেও গ্রেপ্তার করা হয়েছে।

লাইভস্ট্রিমে দেখা যায়, ইসরায়েলি কমান্ডোরা শক্তি প্রয়োগ করে ইয়টে ওঠে। এর মধ্য দিয়ে শেষ জাহাজটিও হারিয়ে ফ্লোটিলার ঐতিহাসিক অভিযানের সমাপ্তি ঘটল। এর আগে আটক করা হয়েছিল দুই শতাধিক যাত্রীকে, যাঁদের মধ্যে সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গও রয়েছেন।

আরও পড়ুন: world football: ২০২৬  ফুটবল বিশ্বকাপে ইসরাইলকে নিষিদ্ধের উদ্যোগ ঠেকাবে আমেরিকা  

ইসরায়েল দাবি করেছে, ফ্লোটিলার যাত্রীরা বৈধ নৌ-অবরোধ ভাঙার চেষ্টা করছিলেন। তবে আটককৃতদের শিগগিরই ইউরোপে পাঠানো হবে। তুরস্ক, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, কুয়েতসহ একাধিক দেশ এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে।

আরও পড়ুন: Gaza-তে একই পরিবারের ২৫ জনকে হত্যা করল ইসরাইলি বাহিনী

আরও পড়ুন: ইতালির পর্যটন মেলায় নিষিদ্ধ Israel

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মাঝ পথেই থেমে গেল গ্লোবাল সুমুদ ফ্লোটিলা, আটক শেষ জাহাজটিও

আপডেট : ৩ অক্টোবর ২০২৫, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্ক: গাজার উদ্দেশ্যে যাত্রা করা ঐতিহাসিক গ্লোবাল সুমুদ ফ্লোটিলা অবশেষে মাঝপথেই থেমে গেল। অবরুদ্ধ গাজায় ত্রাণ পৌঁছে দেওয়ার লক্ষ্যে রওনা হওয়া প্রায় ৪৫টি জাহাজের বহরের শেষ নৌযান ‘দ্য ম্যারিনেট’ ইয়টটিকেও শুক্রবার (৩ অক্টোবর) আটক করেছে ইসরায়েলি নৌবাহিনী। পোল্যান্ডের পতাকাবাহী এই ইয়টে থাকা ছয় আরোহীকেও গ্রেপ্তার করা হয়েছে।

লাইভস্ট্রিমে দেখা যায়, ইসরায়েলি কমান্ডোরা শক্তি প্রয়োগ করে ইয়টে ওঠে। এর মধ্য দিয়ে শেষ জাহাজটিও হারিয়ে ফ্লোটিলার ঐতিহাসিক অভিযানের সমাপ্তি ঘটল। এর আগে আটক করা হয়েছিল দুই শতাধিক যাত্রীকে, যাঁদের মধ্যে সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গও রয়েছেন।

আরও পড়ুন: world football: ২০২৬  ফুটবল বিশ্বকাপে ইসরাইলকে নিষিদ্ধের উদ্যোগ ঠেকাবে আমেরিকা  

ইসরায়েল দাবি করেছে, ফ্লোটিলার যাত্রীরা বৈধ নৌ-অবরোধ ভাঙার চেষ্টা করছিলেন। তবে আটককৃতদের শিগগিরই ইউরোপে পাঠানো হবে। তুরস্ক, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, কুয়েতসহ একাধিক দেশ এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে।

আরও পড়ুন: Gaza-তে একই পরিবারের ২৫ জনকে হত্যা করল ইসরাইলি বাহিনী

আরও পড়ুন: ইতালির পর্যটন মেলায় নিষিদ্ধ Israel