১০ মে ২০২৫, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

“রাজনীতি না করে “বাড়িতে গিয়ে রান্না করুন, সুপ্রিয়া সুলেকে আপত্তিকর মন্তব্য বিজেপি নেতার

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৬ মে ২০২২, বৃহস্পতিবার
  • / 22

পুবের কলম ওয়েবডেস্কঃ এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলেকে “রাজনীতি না করে  “বাড়িতে গিয়ে  রান্না করুন মন্তব্য করে বিতর্কে জড়ালেন  মহারাষ্ট্র বিজেপির সভাপতি চন্দ্রকান্ত পাতিল।  চন্দ্রকান্ত পাতিলের এহেন মন্তব্যে আপাতত তোলপাড় মারাঠা রাজনীতি। সুপ্রিয়া সুলে যে নিছক একজন সাংসদ তাই নন, একই সঙ্গে তিনি প্রথিতযশা রাজনীতিবিদ শারদ পাওয়ারের মেয়েও বটে।  রাজনৈতিক ওয়াকিবহাল মহলের মতে পদ্ম শিবিরের শীর্ষ নেতা  তথা তাদের মূল চালিকা শক্তি আরএসএসের আদর্শ বলে রাজনীতি হল পুরুষতান্ত্রিক সমাজের জন্য। সেখানে মহিলাদের অংশগ্রহণ মোটেও কাঙ্কিত নয়। তাই সাধারণত বিজেপির রাজনীতির পুরোভাগে মহিলাদের অংশগ্রহণ  অনেকটাই কম।  গেরুয়া শিবিরের  ভাবাদর্শ বলে মহিলারা সংসারের মূল চালিকা শক্তি। তাদের সেখানেই থাকা ভালো। হয়তে এই ধ্যানধারণা থেকে বেরোতে পারেননি চন্দ্রকান্ত তাই এই হেন মন্তব্য করেছেন তিনি।

 

আরও পড়ুন: বিজেপির বিরুদ্ধে পোস্ট করায় গ্রেফতার কংগ্রেস মুখপাত্র, ‘বাক স্বাধীনতায় আঘাত’ সরব হাত শিবির

কি ঘটেছিল সেদিন আসন্ন  নির্বাচনে অন্যান্য অনগ্রসর শ্রেণীর (ওবিসি) জন্য সংরক্ষণের দাবিতে   মুম্বাইতে রাজ্য বিজেপির  বিক্ষোভ চলাকালীন বুধবার পাতিল এই মন্তব্য করেছিলেন। বুধবার, পাতিল, বিজেপির প্রতিবাদের সময়, এনসিপি প্রধান শারদ পাওয়ারের মেয়ে সুপ্রিয়া সুলেকে উদ্দেশ্য করে বলেন  “আপনি (সুলে) রাজনীতিতেও কেন, বাড়িতে গিয়ে রান্না করুন। দিল্লিতে যান বা কবরস্থানে যান, কিন্তু আমাদের ওবিসি কোটা পেতে দিন”।  এনসিপি এই মন্তব্যের নিন্দা করে বলেছে “ মহারাষ্ট্রের রাজ্য বিজেপি সভাপতি বরং ভালো করে চাপাতি তৈরি করতে শিখুন, যাতে তিনি বাড়িতে স্ত্রীকে সহায়তা করতে পারেন।’’  মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারও এ হেন মন্তব্যের তীব্র নিন্দা করেছেন। অজিত পাওয়ার বলেন সুপ্রিয়া সুলে আমার বোন তার থেকেও বড় কথা তিনি একজন মহিলা এবং সাংসদও বটে। তাই এই হেন মন্তব্য  কোনভাবেই অভিপ্রেত নয়। বিজেপি মহারাষ্ট্রের শিবসেনা-এনসিপি-কংগ্রেস জোটের বিরুদ্ধে ওবিসি কোটার জন্য পর্যাপ্ত কাজ না করার অভিযোগ সামনে এনেছে।

আরও পড়ুন: নওয়াজকে রাজনীতিতে ফেরাবেন শাহবাজ শরিফ !

 

আরও পড়ুন: ‘রেল নিয়ে রাজনীতি নয়,’  হাওড়ায় মন্তব্য রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

“রাজনীতি না করে “বাড়িতে গিয়ে রান্না করুন, সুপ্রিয়া সুলেকে আপত্তিকর মন্তব্য বিজেপি নেতার

আপডেট : ২৬ মে ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলেকে “রাজনীতি না করে  “বাড়িতে গিয়ে  রান্না করুন মন্তব্য করে বিতর্কে জড়ালেন  মহারাষ্ট্র বিজেপির সভাপতি চন্দ্রকান্ত পাতিল।  চন্দ্রকান্ত পাতিলের এহেন মন্তব্যে আপাতত তোলপাড় মারাঠা রাজনীতি। সুপ্রিয়া সুলে যে নিছক একজন সাংসদ তাই নন, একই সঙ্গে তিনি প্রথিতযশা রাজনীতিবিদ শারদ পাওয়ারের মেয়েও বটে।  রাজনৈতিক ওয়াকিবহাল মহলের মতে পদ্ম শিবিরের শীর্ষ নেতা  তথা তাদের মূল চালিকা শক্তি আরএসএসের আদর্শ বলে রাজনীতি হল পুরুষতান্ত্রিক সমাজের জন্য। সেখানে মহিলাদের অংশগ্রহণ মোটেও কাঙ্কিত নয়। তাই সাধারণত বিজেপির রাজনীতির পুরোভাগে মহিলাদের অংশগ্রহণ  অনেকটাই কম।  গেরুয়া শিবিরের  ভাবাদর্শ বলে মহিলারা সংসারের মূল চালিকা শক্তি। তাদের সেখানেই থাকা ভালো। হয়তে এই ধ্যানধারণা থেকে বেরোতে পারেননি চন্দ্রকান্ত তাই এই হেন মন্তব্য করেছেন তিনি।

 

আরও পড়ুন: বিজেপির বিরুদ্ধে পোস্ট করায় গ্রেফতার কংগ্রেস মুখপাত্র, ‘বাক স্বাধীনতায় আঘাত’ সরব হাত শিবির

কি ঘটেছিল সেদিন আসন্ন  নির্বাচনে অন্যান্য অনগ্রসর শ্রেণীর (ওবিসি) জন্য সংরক্ষণের দাবিতে   মুম্বাইতে রাজ্য বিজেপির  বিক্ষোভ চলাকালীন বুধবার পাতিল এই মন্তব্য করেছিলেন। বুধবার, পাতিল, বিজেপির প্রতিবাদের সময়, এনসিপি প্রধান শারদ পাওয়ারের মেয়ে সুপ্রিয়া সুলেকে উদ্দেশ্য করে বলেন  “আপনি (সুলে) রাজনীতিতেও কেন, বাড়িতে গিয়ে রান্না করুন। দিল্লিতে যান বা কবরস্থানে যান, কিন্তু আমাদের ওবিসি কোটা পেতে দিন”।  এনসিপি এই মন্তব্যের নিন্দা করে বলেছে “ মহারাষ্ট্রের রাজ্য বিজেপি সভাপতি বরং ভালো করে চাপাতি তৈরি করতে শিখুন, যাতে তিনি বাড়িতে স্ত্রীকে সহায়তা করতে পারেন।’’  মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারও এ হেন মন্তব্যের তীব্র নিন্দা করেছেন। অজিত পাওয়ার বলেন সুপ্রিয়া সুলে আমার বোন তার থেকেও বড় কথা তিনি একজন মহিলা এবং সাংসদও বটে। তাই এই হেন মন্তব্য  কোনভাবেই অভিপ্রেত নয়। বিজেপি মহারাষ্ট্রের শিবসেনা-এনসিপি-কংগ্রেস জোটের বিরুদ্ধে ওবিসি কোটার জন্য পর্যাপ্ত কাজ না করার অভিযোগ সামনে এনেছে।

আরও পড়ুন: নওয়াজকে রাজনীতিতে ফেরাবেন শাহবাজ শরিফ !

 

আরও পড়ুন: ‘রেল নিয়ে রাজনীতি নয়,’  হাওড়ায় মন্তব্য রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের