২১ নভেম্বর ২০২৫, শুক্রবার, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

হিমন্ত বিশ্ব শর্মার সমালোচনা গগৈ-এর

মারুফা খাতুন
  • আপডেট : ২৬ অগাস্ট ২০২৫, মঙ্গলবার
  • / 210

পুবের কলম ওয়েবডেস্ক : অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সমালোচনা করলেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ। তিনি বলেন অসমের মুখ্যমন্ত্রী অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে রাজনীতি করছেন। যা একান্তই কাম্য নয়। ১০ বছরেরও বেশি সময় ধরে বিজেপিরা কেন্দ্রীয় ক্ষমতায় রয়েছে।

এমনকি বর্ডার অঞ্চলে দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীরাও বিজেপির শাসনব্যবস্থার মধ্যে। তা সত্ত্বেও যদি অনুপ্রবেশকারীরা ভারতে ঢুকতে সক্ষ্যম হয় তাহলে তার জন্য দায়ী কে? তিনি আরও বলেন অবৈধভাবে কোন বাংলাদেশী নাগরিককে আসামে থাকতে দেওয়া উচিৎ নয়। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, অনুপ্রবেশকারীর প্রবেশ আটকানো আসাম সরকার ও কেন্দ্র সরকারের দায়িত্ব।

আরও পড়ুন: পাকিস্তান থেকে সন্ত্রাসবাদীরা ভারতে ঢুকল কীভাবে? কেন্দ্রকে কড়া প্রশ্ন কংগ্রেস সাংসদ গৌরব গগৈয়ের

প্রাক্তন পরিকল্পনা কমিশনের সদস্য সৈয়দা হামিদের করা এক মন্তব্যের জেরেই এই বাকযুদ্ধ শুরু হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ তিনি এই বাংলাদেশি অনুপ্রবেশকারিদের নিয়ে সহানুভূতিশীল মন্তব্য করেছিলেন। এমনকি শর্মা হামিদের বিরুদ্ধে জিন্নাহ-এর স্বপ্ন বাস্তবায়িত করার অভিযোগও এনেছেন।

আরও পড়ুন: সমালোচনা সত্ত্বেও বক্স অফিসে বাজিমাৎ করল ‘আদিপুরুষ’, মুক্তির দিনেই আয় ১৫০ কোটি পার

সোশাল মিডিয়ায় তিনি লিখেছেন, বাংলাদেশীদের কিছুতেই স্বাগত জানানো হবে না। যদি কেউ এই বহিরাগতদের প্রতি সহানুভূতিশীল হন, তারা যেন নিজেদের বাড়িতে তাদের থাকতে দেন।

আরও পড়ুন: হাজারদুয়ারি এক্সপ্রেস ট্রেন বিজ্ঞাপনে ঢেকেছে, সমালোচনার ঝড় সর্বত্র

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হিমন্ত বিশ্ব শর্মার সমালোচনা গগৈ-এর

আপডেট : ২৬ অগাস্ট ২০২৫, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্ক : অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সমালোচনা করলেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ। তিনি বলেন অসমের মুখ্যমন্ত্রী অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে রাজনীতি করছেন। যা একান্তই কাম্য নয়। ১০ বছরেরও বেশি সময় ধরে বিজেপিরা কেন্দ্রীয় ক্ষমতায় রয়েছে।

এমনকি বর্ডার অঞ্চলে দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীরাও বিজেপির শাসনব্যবস্থার মধ্যে। তা সত্ত্বেও যদি অনুপ্রবেশকারীরা ভারতে ঢুকতে সক্ষ্যম হয় তাহলে তার জন্য দায়ী কে? তিনি আরও বলেন অবৈধভাবে কোন বাংলাদেশী নাগরিককে আসামে থাকতে দেওয়া উচিৎ নয়। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, অনুপ্রবেশকারীর প্রবেশ আটকানো আসাম সরকার ও কেন্দ্র সরকারের দায়িত্ব।

আরও পড়ুন: পাকিস্তান থেকে সন্ত্রাসবাদীরা ভারতে ঢুকল কীভাবে? কেন্দ্রকে কড়া প্রশ্ন কংগ্রেস সাংসদ গৌরব গগৈয়ের

প্রাক্তন পরিকল্পনা কমিশনের সদস্য সৈয়দা হামিদের করা এক মন্তব্যের জেরেই এই বাকযুদ্ধ শুরু হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ তিনি এই বাংলাদেশি অনুপ্রবেশকারিদের নিয়ে সহানুভূতিশীল মন্তব্য করেছিলেন। এমনকি শর্মা হামিদের বিরুদ্ধে জিন্নাহ-এর স্বপ্ন বাস্তবায়িত করার অভিযোগও এনেছেন।

আরও পড়ুন: সমালোচনা সত্ত্বেও বক্স অফিসে বাজিমাৎ করল ‘আদিপুরুষ’, মুক্তির দিনেই আয় ১৫০ কোটি পার

সোশাল মিডিয়ায় তিনি লিখেছেন, বাংলাদেশীদের কিছুতেই স্বাগত জানানো হবে না। যদি কেউ এই বহিরাগতদের প্রতি সহানুভূতিশীল হন, তারা যেন নিজেদের বাড়িতে তাদের থাকতে দেন।

আরও পড়ুন: হাজারদুয়ারি এক্সপ্রেস ট্রেন বিজ্ঞাপনে ঢেকেছে, সমালোচনার ঝড় সর্বত্র