হিমন্ত বিশ্ব শর্মার সমালোচনা গগৈ-এর
- আপডেট : ২৬ অগাস্ট ২০২৫, মঙ্গলবার
- / 210
পুবের কলম ওয়েবডেস্ক : অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সমালোচনা করলেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ। তিনি বলেন অসমের মুখ্যমন্ত্রী অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে রাজনীতি করছেন। যা একান্তই কাম্য নয়। ১০ বছরেরও বেশি সময় ধরে বিজেপিরা কেন্দ্রীয় ক্ষমতায় রয়েছে।
এমনকি বর্ডার অঞ্চলে দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীরাও বিজেপির শাসনব্যবস্থার মধ্যে। তা সত্ত্বেও যদি অনুপ্রবেশকারীরা ভারতে ঢুকতে সক্ষ্যম হয় তাহলে তার জন্য দায়ী কে? তিনি আরও বলেন অবৈধভাবে কোন বাংলাদেশী নাগরিককে আসামে থাকতে দেওয়া উচিৎ নয়। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, অনুপ্রবেশকারীর প্রবেশ আটকানো আসাম সরকার ও কেন্দ্র সরকারের দায়িত্ব।
প্রাক্তন পরিকল্পনা কমিশনের সদস্য সৈয়দা হামিদের করা এক মন্তব্যের জেরেই এই বাকযুদ্ধ শুরু হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ তিনি এই বাংলাদেশি অনুপ্রবেশকারিদের নিয়ে সহানুভূতিশীল মন্তব্য করেছিলেন। এমনকি শর্মা হামিদের বিরুদ্ধে জিন্নাহ-এর স্বপ্ন বাস্তবায়িত করার অভিযোগও এনেছেন।
সোশাল মিডিয়ায় তিনি লিখেছেন, বাংলাদেশীদের কিছুতেই স্বাগত জানানো হবে না। যদি কেউ এই বহিরাগতদের প্রতি সহানুভূতিশীল হন, তারা যেন নিজেদের বাড়িতে তাদের থাকতে দেন।
































