১৫ নভেম্বর ২০২৫, শনিবার, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
পুবের কলম আয়োজিত সংখ্যালঘু বিষয়ক আলোচনা চক্রের বিশেষ কয়েকটি মুহূর্ত
বিপাশা চক্রবর্তী
- আপডেট : ৭ জুলাই ২০২১, বুধবার
- / 36

(১) বক্তব্য রাখছেন রাজ্যের ইউনিসেফ প্রধান মহিউদ্দিন,

(২) অনুষ্ঠান শেষে মোনাজাতরত ওয়ায়েজুল হক, সংখ্যালঘু মন্ত্রী গোলাম রব্বানি, পুবের কলম এর সম্পাদক আহমদ হাসান ইমরান, মন্ত্রীর পিএস জুলফিকার হাসান, পীরজাদা হাসানুজ্জামান, পুবের কলমের অ্যাডমিনস্ট্রেটর শাহযেব জাফর,

(৩) পুবের কলম-এর কর্মী প্রসেনজিৎ দত্তর লেখা বই ‘মুখ বাছতে গাঁ উজাড়’-এর মোড়ক উন্মোচন করছেন ওয়ায়েজুল হক, মন্ত্রী গোলাম রব্বানি এবং আহমদ হাসান ইমরান,

(৪) আলোচনাচক্র কাজী মুহাম্মদ ইয়াসিন, পীরজাদা সাহিম সিদ্দিকি, সাহিদ আকবার, সৈয়দ সাজ্জাদ হোসেন।

(৫) বক্তব্য রাখছেন প্রতীচী ট্রাস্টের সাবির আহমেদ।
Tag :


























