এআই-এর দাপটে গুগল পিছনে, সাফারিকে বদলাচ্ছে অ্যাপল

- আপডেট : ১৩ মে ২০২৫, মঙ্গলবার
- / 113
পুবের কলম, ওয়েবডেস্ক: সম্প্রতি, গুগলের সার্চ ট্রাফিক প্রথমবারের মতো অ্যাপলের সাফারি ব্রাউজারে কমেছে। সাফারি ব্রাউজার হল অ্যাপল কোম্পানির তৈরি একটি ইন্টারনেট ব্রাউজার। এই তথ্য জানিয়েছেন অ্যাপলের এক শীর্ষ কর্মকর্তা, এডি কিউ। তিনি বলেছেন, অ্যাপল এখন সাফারি ব্রাউজার নতুনভাবে তৈরি করার কথা ভাবছে, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে আরও উন্নত সার্চের দিকে মন দেওয়া হবে।
এডি কিউ মনে করেন, ভবিষ্যতে এআই-চালিত সার্চ প্রযুক্তি যেমন চ্যাটজিপিটি, পারপ্লেক্সিটি বা মাইক্রোসফট কোপাইলট ধীরে ধীরে গুগলের মতো পুরনো সার্চ ইঞ্জিনগুলোর জায়গা নিতে পারে। যদিও এখনই এই এআই সার্চগুলো গুগলের জায়গা নিতে যথেষ্ট উন্নত নয়, কিন্তু ভবিষ্যতের সম্ভাবনা অনেক।
গুগল প্রতি বছর অ্যাপলকে প্রায় ২০ বিলিয়ন ডলার দেয়, যাতে গুগলকে সাফারির ডিফল্ট সার্চ ইঞ্জিন রাখা হয়। কিন্তু এখন মানুষ এআই সার্চ ব্যবহারে আগ্রহী হয়ে উঠছে, কারণ তারা দ্রুত ও সহজে তথ্য পেতে চাইছে। অনেকেই গুগলে না গিয়ে সরাসরি চ্যাটজিপিটি বা অন্য এআই টুল ব্যবহার করছেন।
এডি কিউর মতে, তআগে মনে হতো গুগল ছাড়া আর কোনো ভালো বিকল্প নেই। এখন নতুন অনেক কোম্পানি ভিন্নভাবে এই সমস্যার সমাধান করছে।দ তিনি আরও বলেন, প্রযুক্তি বদলালে নতুন প্রতিযোগীদের সুযোগ তৈরি হয়। এআই-ই এখন এমন একটি বড় প্রযুক্তিগত পরিবর্তন।
এখন অ্যাপলের সিস্টেমে চ্যাটজিপিটি যুক্ত করা হয়েছে সিরি-র ভেতর, এবং ভবিষ্যতে গুগলের এআই সার্চ প্রোডাক্ট জেমিনি-ও যোগ হতে পারে। অ্যাপলের চুক্তি এমনভাবে করা হয়েছে যাতে তারা চাইলে আরও এআই সার্ভিস যুক্ত করতে পারে, এমনকি নিজেদের তৈরি এআইও।
তবে এই নতুন এআই সার্চ সিস্টেমগুলোর একটি সমস্যা হলো ; অনেক সময় তারা ভুল তথ্য দিতে পারে, যাকে বলা হয় ‘হ্যালুসিনেশন’। তবুও এই সার্ভিসগুলো এত দ্রুত ও স্মার্টভাবে কাজ করে যে অনেক মানুষ ধীরে ধীরে গুগলের বদলে এগুলোকেই বেছে নিচ্ছেন।
এডি কিউ বলেন, তযেসব সুবিধা এআই দিচ্ছে, তা এতটাই উন্নত যে মানুষ ধীরে ধীরে গুগল থেকে সরে আসবে। এর পেছনে অনেক বড় কোম্পানি কাজ করছে, এবং আমার বিশ্বাস, এটা হবেই।দ
এদিকে গুগলও চুপ করে নেই। তারা তাদের সার্চে এআই ওভারভিউজ চালু করেছে ; যেখানে সার্চ করলে উপরে এআইয়ের তৈরি সংক্ষিপ্ত তথ্য দেখা যায়, তারপর অন্য লিংক আসে। এটি ১০০-র বেশি দেশে চালু হয়েছে।
সব মিলিয়ে, ওয়েব সার্চের জগতে এক বড় পরিবর্তনের দিকে এগিয়ে চলেছে প্রযুক্তি দুনিয়া। গুগলের মতো প্রতিষ্ঠানের একচেটিয়া আধিপত্য ভবিষ্যতে এআই সার্চ টুলগুলো চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে।