একের পর এক সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে অসমে

- আপডেট : ২২ অগাস্ট ২০২২, সোমবার
- / 8
পুবের কলম, ওয়েবডেস্ক: অসমে সরকারি শিক্ষা ব্যবস্থা চরম দুর্দশার মধ্যে পড়েছে। রাজ্যের প্রধান শহর গুয়াহাটিতে শীঘ্রই ১৬টি সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে।
অসমের একাধিক সরকারি বিদ্যালয়ের একটিও ছাত্র এবারের মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। এরপরই বিস্তর প্রশ্ন উঠছে সেই রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থা নিয়ে। হিমন্ত বিশ্ব শর্মার সরকারের শিক্ষা সংস্কারের নামে গৃহীত প্রতিটি পদক্ষেপ নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। স্কুলগুলিতে পড়ুয়ার সংখ্যা কমে যাওয়ায় ১৬টি বিদ্যালয়কে একত্রিকরণ করার নির্দেশ দিয়েছে শিক্ষা বিভাগ। এই সব শিক্ষা প্রতিষ্ঠানে ৩০ জনেরও কম শিক্ষার্থী। তাই সরকার স্কুলগুলি তুলে দিতে চাইছে। ১৬টি স্কুলকে অন্য ১৫টি স্কুলের সঙ্গে একত্রিকরণ করা হবে। অর্থাৎ উঠে যাচ্ছে ১৫টি সরকারি স্কুল
এ দিকে, যেসব স্কুল একজন শিক্ষার্থীও মাধ্যমিক পাশ করেনি সেই স্কুলগুলিও সরকার বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের ৩০টি স্কুলের একজন ছাত্র-ছাত্রীও এবার মাধ্যমিক পরীক্ষায় পাশ করতে পারেনি। ফলে বন্ধ হয়ে যেতে পারে ওই ৩০টি স্কুলও।