১৪ জানুয়ারী ২০২৬, বুধবার, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

দিল্লিবাসীকে নববর্ষের উপহার আপ সরকারের , বিনামূল্যেই স্বাস্থ্য পরীক্ষা হাসপাতালে

পুবের কলম ওয়েব ডেস্কঃ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল হাসপাতাল ও সরকারি স্বাস্থ্যকেন্দ্রে ২৩৮- এর বেশি পরীক্ষা বিনামূল্যে করার প্রস্তাবকে সবুজ সংকেত দিয়েছেন। আম আদমি পার্টি সরকার ১ জানুয়ারি থেকেই এই পরিষেবা চালু করতে চলেছে। বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রকে এই মর্মে নির্দেশও দেওয়া হয়েছে।

 

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর জন্মদিনে সাগরবাসীরা উপহার পেল গঙ্গাসাগর সেতু

কেজরিওয়াল জানান, যারা নিজেদের স্বাস্থ্য পরীক্ষার ভার বহনে অক্ষম তাদের জন্যই এই প্রকল্প। ধীরে ধীরে ৪৫০ ধরনের চিকিৎসা পরীক্ষাকে বিনামূল্যে করানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন: নববর্ষের আগে ‘অপারেশন আঘাত’, দিল্লি জুড়ে তল্লাশি ও ধরপাকড়ে গ্রেপ্তার শতাধিক

 

আরও পড়ুন: স্কুল, হাসপাতাল, রেলস্টেশন থেকে পথকুকুর সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের, আট সপ্তাহের সময়সীমা

ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানান, বর্তমানে ২১২ ধরনের পরীক্ষা পরিষেবা বিনামূল্যে দেওয়া হচ্ছে। তিনি জানান, সম্প্রতি ২৩৮ ধরনের চিকিৎসা পরীক্ষা সরকারি হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রগুলিতে বিনামূল্যে করার প্রস্তাবের অনুমোদন দিয়েছেন মুখ্যমন্ত্রীর দফতর।

 

কেজরিওয়াল জানান, অর্থনৈতিক অবস্থা নির্বিশেষে সকলের জন্য ভাল মানের স্বাস্থ্য ও শিক্ষা পরিষেবা প্রদান করা হবে, এটাই সরকারের প্রধান লক্ষ্য। তিনি বলেন, বর্তমানে শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা খুবই ব্যয়বহুল হয়ে উঠেছে। সাধারণ মানুষের আয়ত্ত্বেও বাইরে হওয়ায় নিজেদের চিকিৎসার ব্যয় বহন করতে পারছেন না। আমাদের এই পদক্ষেপ তাদের সাহায্য করবে। সব দিল্লিবাসীর জন্যই এই পরিষেবা দেওয়া হবে।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

আই-প্যাক ইস্যু: হাইকোর্টে শুনানি স্থগিত চাইল ইডি, ‘আমরা প্রস্তুত’ বললেন কল্যাণ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দিল্লিবাসীকে নববর্ষের উপহার আপ সরকারের , বিনামূল্যেই স্বাস্থ্য পরীক্ষা হাসপাতালে

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২২, মঙ্গলবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল হাসপাতাল ও সরকারি স্বাস্থ্যকেন্দ্রে ২৩৮- এর বেশি পরীক্ষা বিনামূল্যে করার প্রস্তাবকে সবুজ সংকেত দিয়েছেন। আম আদমি পার্টি সরকার ১ জানুয়ারি থেকেই এই পরিষেবা চালু করতে চলেছে। বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রকে এই মর্মে নির্দেশও দেওয়া হয়েছে।

 

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর জন্মদিনে সাগরবাসীরা উপহার পেল গঙ্গাসাগর সেতু

কেজরিওয়াল জানান, যারা নিজেদের স্বাস্থ্য পরীক্ষার ভার বহনে অক্ষম তাদের জন্যই এই প্রকল্প। ধীরে ধীরে ৪৫০ ধরনের চিকিৎসা পরীক্ষাকে বিনামূল্যে করানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন: নববর্ষের আগে ‘অপারেশন আঘাত’, দিল্লি জুড়ে তল্লাশি ও ধরপাকড়ে গ্রেপ্তার শতাধিক

 

আরও পড়ুন: স্কুল, হাসপাতাল, রেলস্টেশন থেকে পথকুকুর সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের, আট সপ্তাহের সময়সীমা

ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানান, বর্তমানে ২১২ ধরনের পরীক্ষা পরিষেবা বিনামূল্যে দেওয়া হচ্ছে। তিনি জানান, সম্প্রতি ২৩৮ ধরনের চিকিৎসা পরীক্ষা সরকারি হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রগুলিতে বিনামূল্যে করার প্রস্তাবের অনুমোদন দিয়েছেন মুখ্যমন্ত্রীর দফতর।

 

কেজরিওয়াল জানান, অর্থনৈতিক অবস্থা নির্বিশেষে সকলের জন্য ভাল মানের স্বাস্থ্য ও শিক্ষা পরিষেবা প্রদান করা হবে, এটাই সরকারের প্রধান লক্ষ্য। তিনি বলেন, বর্তমানে শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা খুবই ব্যয়বহুল হয়ে উঠেছে। সাধারণ মানুষের আয়ত্ত্বেও বাইরে হওয়ায় নিজেদের চিকিৎসার ব্যয় বহন করতে পারছেন না। আমাদের এই পদক্ষেপ তাদের সাহায্য করবে। সব দিল্লিবাসীর জন্যই এই পরিষেবা দেওয়া হবে।